চাকরি

Salary: রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধ! 31 তারিখের মধ্যে এই তথ্য জমা দিন

রাজ্য সরকারি কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতন (Salary) নিয়ে বড় আপডেট মাসের শেষেই। রাজ্যে সরকারের (State Government) এক নির্দেশে ঘুম উড়ল সরকারি কর্মীদের (Government Employees)! এই নির্দেশ না মানলে বন্ধ হয়ে যেতে পারে কর্মীদের বেতন। কি নির্দেশ জারি করেছে রাজ্য সরকার? আর কোন রাজ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে বিস্তারিত জেনে নিন।

Uttar Pradesh State Government Employees Salary May Be Stop

রাজ্য সরকারি কর্মীদের 31 শে আগস্টের মধ্যে এই কাজ সেরে ফেলতে বলা হয়েছে। নাহলে বেতন বন্ধ (Salary Stop) করে দেওয়া হবে বলে কড়া নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। এই খবরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের (West Bengal Government Employees) ভয় পাওয়ার কারন নেই কারন এই নির্দেশ জারি করেছে উত্তরপ্রদেশ সরকার।

রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধ?

সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার 31 শে আগস্টের মধ্যে সরকারি কর্মীদের সরকারি পোর্টালে নিজেদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ দিতে হবে। যারা এই নির্দেশিকা মানবে না তাদের আগস্ট মাসের বেতন কেটে নেওয়া হবে অর্থাৎ সেপ্টেম্বরে তারা বেতন (Salary) পাবে না। প্রথমে এই কাজ করার তারিখ দেওয়া হয়েছিল 31 শে ডিসেম্বর। তারপরে এই ডেডলাইন বাড়িয়ে করা হয়েছিল 31 শে জুন, এরপর 31 শে জুলাই।

বেতন চাইলে ৩১ তারিখের মধ্যে এই কাজ করুন

তখনও অনেক সরকারি কর্মী এই কাজ না করায় এবার ডেডলাইন বেঁধে দেওয়া হল 31 শে আগস্ট। এই বিষয়ে যোগী রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার সিং বলেন, সরকারি কর্মীদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দেওয়ার বিষয়ে স্পষ্ট নির্দেশিকা থাকলেও হিউম্যান রিসোর্স পোর্টালে দেখা যাচ্ছে বহু কর্মী তা জমা দেয়নি। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

DA Hike (মহার্ঘ ভাতা বৃদ্ধি)

আগামী 31 শে আগস্টের মধ্যে যেন সব সরকারি কর্মী এই তথ্য জমা দেয় তার জন্যে সব সরকারি দফতরে চিঠি পাঠান হয়ে গিয়েছে (Salary). একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে 17.8 লক্ষ সরকারি কর্মী আছে। হিউম্যান রিসোর্সের এক শীর্ষ আধিকারিক জানান হিউম্যান রিসোর্স পোর্টালে যে সব রাজ্য সরকারি কর্মীর নাম নথিভুক্ত করা আছে তাদের মধ্যে শুধু 26% কর্মী নিজেদের স্থাবর আস্থাবর সম্পত্তি সঙ্করান্ত তথ্য জমা দিয়েছে।

NPS না UPS কোন পেনশন স্কিমে বেশি টাকা পাবে সরকারি কর্মীরা?

এখন অনেক সরকারি কর্মী তাদের সম্পত্তির বিবরণ জমা দেননি। সূত্র মারফত জানা গিয়েছে, যারা এই সম্পত্তির বিবরণ এখন জমা দেননি তাদের প্রমোশন ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি তাই এবার বেতন বন্ধ (Salary) করার হুশিয়ারি দিয়েছে সরকার। এবারে দেখার অপেক্ষা যে সেপ্টেম্বরে কর্মীরা বেতন পান কিনা।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *