Govt Employees: রাজ্য সরকারি কর্মীরা ৭ম বেতন কমিশন অনুযায়ী বেতন পাবে! বড় নির্দেশ কোর্টের
রাজ্য সরকারি কর্মীদের (Govt Employees Benefits) জন্যে দারুন খবর! এবার থেকে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় বেতন দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। অক্টোবর মাস পড়লেই উৎসবের মরশুম শুরু হযে যাবে। আর এই উৎসবের মরশুমের মাঝেই এই নির্দেশ দিল হাইকোর্ট, এই নির্দেশে খুশি কর্মীরা। তবে সব সরকারি ক্ষেত্রের কর্মীদের (Employee Benefits) জন্য এই নির্দেশ প্রযোজ্য নয়।
7th Pay Commission Salary Update for Govt Employees Benefits
তিন জন রাজ্য সরকারি কর্মীদের (Govt Employees) জন্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। তারা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল। তার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিপোর্ট অনুযায়ি, ঝাড়খন্ডের জেলা গ্রাম উন্নয়ন সংস্থার তিন কর্মীকে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন দিতে হবে, যেটা রাজ্য সরকারকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
৭ম বেতন কমিশন
এই তিন জন হল সঞ্জয় শ্রীবাস্তব, সেম সুনিল মুর্মু, এবং অবধেশ রামকে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন দিতে বলেছে আদালত। কিন্তু এদের তিন জনের মধ্যে অবধেশ রাম প্রয়াত হয়েছেন। বর্তমানে ঝাড়খন্ড রাজ্যের সরকারি কর্মীরা (Govt Employees) সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন ও মহার্ঘ ভাতা দেওয়া হয়। তারা কেন্দ্র সরকারি কর্মীদের মতই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান।
হাইকোর্টের কড়া নির্দেশ!
ঝাড়খন্ডের রাজ্য সরকারি কর্মীরা 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। যা 2024 সালের 1 লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। কেন্দ্র সরকারও এই সময় তাদের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। এই দিকে নতুন মাস শুরু হওয়ায় উৎসবের মরশুম শুরু হয়ে যাবে এরই মাঝে উৎসবের মরশুম শুরুর আগেই কেন্দ্র সরকার তাদের কর্মীদের দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা বাড়াবে।
একাধিক রিপোর্ট অনুযায়ি জানা যাচ্ছে উৎসবের মাঝেই মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্র। কর্মীদের (Govt Employees) 3 থেকে 4 শতাংশ ভাতা বৃদ্ধি পেতে পারে। যদিও 3 শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সম্ভাবনাই বেশি। এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে 1 লা জুলাই 2024 থেকে। যদি এবার 3 শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র তাহলে তাদের কর্মীদের মহার্ঘ ভাতা হবে 53 শতাংশ।
পুজোর আগে বিদ্যুতের বিল নিয়ে বড় খবর! আমজনতার জন্যই এই সিদ্ধান্ত
আর 4 শতাংশ বাড়লে হবে 54 শতাংশ। মনে করা হচ্ছে গত বার কেন্দ্র মহার্ঘ ভাতা বাড়ানোর সাথে সাথে ঝাড়খন্ড সরকারও মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। তাই এবার দ্বিতীয় দফায় যখন কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা বাড়াবে তার পর ঝাড়খন্ড সরকার ও তাদের কর্মীদের মহার্ঘ ভাতা (Govt Employees Dearness Allowance) বাড়াতে পারে বলে একাধিক মহল মনে করছেন।
Written by Ananya Chakraborty.