প্রকল্প

Govt Scheme: রাজ্য সরকারের নতুন প্রকল্পে 10 লাখ টাকা! 31 শে আগস্টের মধ্যে আবেদন

রাজ্য সরকারের তরফ থেকে দারুন ঘোষনা। এবার একটি প্রকল্পের (New Govt Scheme) মাধ্যমে রাজ্যবাসীদের দেওয়া হবে 10 লক্ষ টাকা। দেশের ও রাজ্যের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের সুরাহা করার জন্য এবং তাদের সমাজের মূলে ফিরিয়ে আনার জন্য কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে সমাজের সকল বর্গের জন্য অনেক ধরণের প্রকল্প নিয়ে আশা হয়।

New Govt Scheme for Farmers in Bihar.

আর আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), কন্যাশ্রী (Kanyashree Prakalpa), কৃষক বন্ধু (Krishak Bondhu) প্রকল্প খুবই জনপ্রিয়। আর এবারে কৃষকদের জন্যই এই নতুন প্রকল্পের মাধ্যমে ১০ লাখ টাকা দেওয়া হবে। যারা ইচ্ছুক তারা 31 শে আগস্টের মধ্যে আবেদন করে ফেলুন। কোন প্রকল্পের (Govt Scheme) মাধ্যমে দেওয়া হবে এই টাকা? কাদের দেওয়া হবে এই টাকা? বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

রাজ্য সরকারের নতুন প্রকল্প!

কেন্দ্র থেকে রাজ্য দুই সরকারই তাদের জনগনের সুবিধার্থে নানা প্রকল্প (Govt Scheme) চালু করেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহারে এমনটাই ঘোষনা করেছে সেখানকার রাজ্য সরকার। বিহার সরকার (Government of Bihar) শুধুমাত্র কৃষকদের জন্যে এই প্রকল্প চালু করেছে। দেশের কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার সব সময় বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে।

কৃষকদের জন্য নতুন প্রকল্প

এবার বিহার সরকারও তাদের রাজ্যের কৃষকদের জন্যে এমন প্রকল্প (Govt Scheme for Farmers) চালু করেছে। সম্প্রতি বিহারের রাষ্ট্রীয় কৃষি যোজনার অধিনে কৃষি পন্য সংরক্ষণের জন্যে গুদাম বানানোর ক্ষেত্রে এই টাকা দেওয়ার কথা ঘোষনা করেছে সরকার। এই প্রকল্পের অধিনে 100 থেকে 200 টন খাদ্যশস্য মজুত রাখা যায় এমন গুদাম তৈরিতে সরকারের তরফ থেকে 10 লক্ষ টাকা অব্দি অনুদান দেওয়া হবে বলে জানান হয়।

কৃষি কর্মকর্তা দীপক কুমার এই বিষয়ে জানান, চলতি বছর এই ধরনের মোট 3 টি গুদাম বানানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে দুটি গুদাম 100 টন এবং একটি গুদাম 200 টন এর। জানা গিয়েছে, 100 টনের গুদাম বানানোর জন্য 14 লক্ষ টাকা এবং 200 টন গুদাম বানানোর জন্য 20 লক্ষ টাকা খরচ হবে। আর এই প্রকল্পে (Govt Scheme) এই কারণের জন্যই টাকা দেওয়া হবে।

ATM (এটিএম থেকে ছেঁড়া নোট)

কত টাকা করে দেওয়া হবে কৃষকদের?

100 টন গুদাম বানানোর জন্যে এই Govt Scheme-র মাধ্যমে সাধারন শ্রেনীর কৃষকদের 5.5 লক্ষ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির কৃষকদের 7 লক্ষ টাকা অব্দি অনুদান দেবে বিহার সরকার। 200 টন গুদাম বানানোর জন্যে সাধারন শ্রেনীর কৃষকদের 8 লক্ষ টাকা আর তপশিলি জাতি ও উপজাতিদের 10 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

Reliance Jio এবার পথে আসলো! জলের দরে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির

আবেদনের শেষ তারিখ কবে?

31 শে আগস্ট অব্দি সময় সীমা রাখা হয়েছে আবেদন করার জন্য। ইতিমধ্যে আবেদন গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। যারা ইচ্ছুক তারা 31 তারিখের মধ্যে আবেদন করে ফেলুন। যে সব ব্যাক্তিরা আবেদন করবেন তাদের মধ্যে কারা এই টাকা পাবেন তা লটারি করে বেছে নেওয়া হবে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *