Summer Vacation – গরমের ছুটি বেড়ে গেল। পড়ুয়ারা খুব খুশি! শিক্ষকদের জন্য কি নির্দেশ?
তাপমাত্রা দিন দিন মনে হচ্ছে বেড়েই চলছে। গতকাল রেকর্ড গরম পড়েছিল দিল্লীতে। আর বর্তমানে Summer Vacation বা গরমের ছুটি চলছে পশ্চিমবঙ্গে। বিগত ২২শে এপ্রিল থেকে এই ছুটি (Holiday) দেওয়ার ঘোষণা করা হয়। আর আগামী জুন মাসের ৩ তারিখে পুনরায় স্কুল খোলার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফে আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ছুটি শুধুমাত্র পড়ুয়াদের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে।
West Bengal Summer Vacation Increase.
কিন্তু সকল শিক্ষক ও শিক্ষা কর্মীদের আগামী ৩রা জুন থেকেই স্কুলে যেতে হবে এবং পড়ুয়ারা ১০ তারিখ থেকে পুনরায় স্কুলে যাবে। কিন্তু গরম বৃদ্ধি পেলে কি এই Summer Vacation বা গরমের ছুটি বাড়ানো হয় কিনা সেই নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকে নজর অনেকের। কলকাতা তথা সমগ্র পশ্চিমবঙ্গে দিন দিন রেকর্ড গরম লক্ষ্য করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর কিছু কিছু জেলার বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে।
পশ্চিমবঙ্গে গরমের ছুটি ২০২৪
কিন্তু যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে না সেই সব জায়গার তাপমাত্রা খুব বেশি ও গরম। এই অতিরিক্ত গরমের ফলে মানুষদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। ছোট থেকে বড় সবাই গরমে নাজেহাল। অতিরিক্ত গরমের কারনে ছোটরা অনেকেই অসুস্থ হয়ে পরছে। আর এই সকল বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই Summer Vacation আরও কিছু দিন বাড়িয়ে দেওয়া হল।
কতদিন বাড়ানো হল গরমের ছুটি? (How Many Days Summer Vacation Increase)
এর আগে গরমের ছুটির সময় সীমা বাড়ানো হয়েছিল 2রা জুন পর্যন্ত। 3রা জুন ছুটি কাটিয়ে স্কুল গুলো খুলত। কিন্তু 27শে মে সোমবার পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর (West Bengal Education Department) এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে যে আবারও গরমের ছুটি (Summer Vacation) বাড়ানো হল 9ই জুন পর্যন্ত।
স্কুল শিক্ষা দফতরের নোটিসে কি বলা হয়েছে? (What is Say on Education Dept Notice About Summer Vacation)
স্কুল শিক্ষা দফতরের নোটিসে বলা হয়েছে, 3রা জুন তারিখ থেকে স্কুল খুললেও ছাত্র ছাত্রীদের সেই দিন থেকে স্কুলে যেতে হবে না। 3রা জুন থেকে স্কুল খুলবে শুধুমাত্র শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্যে। পড়ুয়াদের জন্য Summer Vacation বাড়ান হয়েছে 9ই জুন পর্যন্ত। 10ই জুন থেকে তাদের ছুটি কাটিয়ে স্কুলে আসতে হবে অর্থাৎ তাদের আরো 1 সপ্তাহ বাড়ানো হল গরমের ছুটি।
শিক্ষক ও শিক্ষা কর্মীদের কেন আগে যেতে হবে?
এই Summer Vacation বাড়ান নিয়ে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের সুবিধার্থে স্কুল শিক্ষা দফতরের সাথে সাথে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেও অফিসিয়ালি নোটিস জারি করা হয়েছে। আপনারা অফিসিয়াল নোটিস দেখলে পুরো বিস্তারিত জানতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের স্কুল গুলো পুনরায় খোলার পর বিদ্যালয়ের শিক্ষকদের পড়ুয়াদের এতদিনের ছুটির জন্য পড়াশোনায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্যে অতিরিক্ত ক্লাস এর উপযুক্ত ব্যবস্থা করতে হবে।
জুন মাসের শুরুতেই একাউন্টে ঢুকবে 2000 টাকা। কারা পাবেন জেনে নিন
নির্বাচনের জন্য অনেক স্কুল গুলো নেওয়া হয়েছিল পুলিশ, আর্মি, এদের জন্যে তাই 9ই জুনের মধ্যে স্কুল গুলোকে পড়াশোনার উপযোগী পরিকাঠামো তৈরি করতে হবে। যাতে 1 সপ্তাহ পর স্কুল গুলো খুললে পড়ুয়ারা স্বাভাবিক ভাবেই ক্লাস করতে পারে। Summer Vacation নিয়ে আরও এই ধরণের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.