স্কলারশিপ

Scholarship 2025: পশ্চিমবঙ্গে সেরা সরকারি স্কলারশিপ। পড়ুয়াদের জন্য বৃত্তি প্রকল্প

দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপের (Scholarship 2025) ব্যবস্থা করা হয়ে থাকে। এমন অনেক মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে, যাদের পারিবারিক আর্থিক অবস্থা অনেকটাই দুর্বল, অথচ এই সমস্ত ছাত্র ছাত্রীদের পড়াশোনার ইচ্ছে রয়েছে, তাই আর্থিক দুর্বলতার কারণে যাতে তাদের পড়াশুনা বন্ধ না হয়ে যায় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কয়েকটি স্কলারশিপের (Government Scholarship 2025) ব্যবস্থা করা হয়েছে।

West Bengal Govt Scholarship 2025

স্কলারশিপ গুলোতে আবেদন করলে পড়ুয়ারা বছরে 5000 থেকে 50000 টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে থাকে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এছাড়া বিভিন্ন ডিগ্রী কোর্সের জন্য স্কলারশিপে আবেদন করা যায়।আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের সেরা পাচটি স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করা হবে। কোন স্কলারশিপে (Best Scholarship 2025) কিভাবে আবেদন করতে হবে।

SVMCM Scholarship 2025

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship 2025) একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপ। এই স্কলারশিপে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। প্রতি বছর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন করা শুরু হয়, আর SVMCM-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কাজ আপনারা করে নিতে পারবেন। ভিজিট করে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।

Merit cum Means Scholarship 2025

এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন করার জন্য অবশ্যই শিক্ষার্থীকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে। পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখের কম হতে হবে। এই স্কলারশিপে আবেদন করলে শিক্ষার্থীকে প্রতি বছর ১২ হাজার থেকে ৬০০০০ পর্যন্ত টাকা দেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, আয়ের সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জাতি শংসাপত্র।

আবেদন করার জন্য সকলকে প্রথমেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসের ওয়েবসাইটে যেতে হবে। এরপর আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। এরপর সম্পূর্ণ ফর্ম মিলিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। আর কোন সমস্যা থাকলে নিজের স্কুলে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন এই সম্পর্কে।

Aikyashree Scholarship 2025

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য এই ঐক্যশ্রী স্কলারশিপ চালু করা হয়েছে। এই স্কলারশিপে কোন অন্য ক্যাটাগরির পড়ুয়ারা আবেদন করতে পারবে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কোর্সে পড়ার সময় সংখ্যা লঘু সম্প্রদায় পড়ুয়ারা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঐক্যশ্রী স্কলারশিপের মাধ্যমে বৃত্তি পেয়ে থাকে।

সাধারণভাবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়। এই ঐক্যশ্রী স্কলারশিপের অনলাইন আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। স্কলারশিপে আবেদন করতে হলে শিক্ষার্থীকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে, পরিবারের বার্ষিক আয় 2.5 লাখের কম হতে হবে, পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে।

এই স্কলারশিপের জন্য আবেদন করলে এখানে ৪ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়। জরুরি নথিপত্র গুলি সম্পর্কে জেনে নিন এবারে – শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আয়ের শংসাপত্র, সংখ্যালঘু সম্প্রদায়ের শংসাপত্র, ব্যাঙ্কের পাস বই। আরও কিছু

Nabanna Scholarship 2025

রাজ্য সরকারের এই নবান্ন স্কলারশিপ একটি উল্লেখযোগ্য স্কলারশিপ। স্কলারশিপের টাকা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়। স্কলারশিপের জন্য আপনি বছরের যে কোন সময় আবেদন করতে পারেন। এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করা যায় না। আপনাকে আবেদন অফলাইনে করতে হবে, পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে ফিলাপ করার পর জমা করতে হয়।

নবান্ন স্কলারশিপের আবেদন করতে হলে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬৫ শতাংশ নাম্বার থাকতে হবে। পরিবারের বার্ষিক আয় ১.৫ লাখের কম হতে হবে। নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করলে আবেদনকারীকে ১০ হাজার টাকার স্কলারশিপ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, আয়ের সার্টিফিকেট, ভোটার কার্ড বা আধার কার্ড, ব্যাঙ্কের পাস বই ও স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত থেকে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।

Oasis Scholarship 2025

তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়। সাধারণত জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। এই স্কলারশিপে আবেদন করতে হলে অনলাইনে করতে হবে। মাধ্যমিক পাস করলেই এই স্কলারশিপের আবেদন করতে পারবেন। আপনাকে SC, ST সম্প্রদায়ের শিক্ষার্থী হতে হবে।

অর্থাৎ আপনাদের কাছে যদি SC, ST সার্টিফিকেট থাকতে হবে। পারিবারিক বার্ষিক আয় যদি ২.৫ লাখের কম হয় তাহলে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করলে এখানে ৪০০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, SC বা ST সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্কের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি।

Kanyashree Scholarship 2025

রাজ্যের মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa 2025) একটি অভিনব প্রকল্প। রাজ্যের মেয়েদের উচ্চশিক্ষার জন্য এবং উজ্জ্বল ভবিষ্যত করার লক্ষ্যে সেই সাথে বাল্যবিবাহ রোধ করার জন্যই কন্যাশ্রী প্রকল্প সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কন্যাশ্রী প্রকল্পের জন্য বছরে বিভিন্ন সময়ে আবেদন করা যায়।

Banglar Bari Scheme (বাংলার বাড়ি প্রকল্প ২০২৫)

এই কন্যাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য মেয়েদের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। পড়ুয়াদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করতে হবে। কন্যাশ্রী প্রকল্পে আবেদন করলে এই প্রকল্পের আওতায় এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। জন্মের প্রমাণপত্র, স্কুলে ভর্তি থাকার প্রমাণ, ইনকাম সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্কের পাস বই, পাসপোর্ট সাইজ ছবি।

নতুন বছরে রিচার্জ প্ল্যান নিয়ে সুখবর গ্রাহকদের। BSNL, Jio, Airtel গ্রাহকরা দেখুন

এই পাচটি স্কলারশিপের (Best Scholarship 2025) মধ্যে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যে কোন একটি সরকারি স্কলারশিপে আবেদন করতে পারেন। স্কলারশিপ গুলোর মধ্যে যে কোনো একটিতে আবেদন করে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করুন এবং উচ্চ শিক্ষার পথে আরো প্রশস্ত করুন। নতুন বছরের শুরুতেই এই সম্পর্কে জেনে নিলে অবশেষে পড়ুয়াদের খুবই সুবিধা হতে চলেছে।
Written by Shampa debnath

Related Articles