স্কলারশিপ

SVMCM Aikyashree Scholarship: স্বামী বিবেকানন্দ ও ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে পড়ুয়াদের জন্য বড় আপডেট

রাজ্যের মেধাবী ও দুঃস্থ পড়ুয়াদের জন্য স্কলারশিপ (SVMCM Aikyashree Scholarship) নিয়ে আসা হয়েছে। এমন অনেক পরিবার রয়েছে, যে সমস্ত পরিবারের আর্থিক অবস্থা অতটা উন্নত নয়, এই সকল পরিবারের পড়ুয়াদের পড়াশুনা চালিয়ে যাওয়া নির্ভর করে অর্থের ওপর। আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ায় অনেক সময় ইচ্ছে থাকলেও পড়াশোনা মাঝপথে থামিয়ে দিতে হয়।

SVMCM Aikyashree Scholarship 2025

এই সমস্ত মেধাবী ও দুঃস্থ পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই রাজ্য সরকার বিভিন্ন রকম স্কলারশিপ চালু করেছে। রাজ্য সরকারের সূচনা করা উল্লেখ যোগ্য স্কলারশিপের মধ্যে রয়েছে স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী, নবান্ন স্কলারশিপ। নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে পড়ুয়ারা। স্কুলে পড়াকালীন সময়ে, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ার সময় আমার এই সমস্ত স্কলারশিপে আবেদন করা যায় ও রিনুয়ালের জন্য আবেদন করা যায়।

পশ্চিমবঙ্গে সরকারি স্কলারশিপ ২০২৫

রাজ্য সরকারের সূচনা করা ঐক্যশ্রী ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ সময়ে নির্ধারণ করা হয়েছিল ৩১ শে ডিসেম্বর ২০২৪। সম্প্রতি এই তারিখ কিছুটা বাড়ানো হয়েছে। অনেক পড়ুয়ারা ইতি মধ্যেই আবেদন করতে পারেনি, তাই তাদের আবেদন করার সময় সীমা কিছুটা বাড়ানো হয়েছে। ঐক্যশ্রী ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পড়ুয়ারা ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে।

অনলাইনে স্কলারশিপে আবেদন করুন

যে সমস্ত পড়ুয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে? আরেকবার জানিয়ে দেওয়া হল। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। এই স্কলারশিপে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই শিক্ষার্থীকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে। পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখের কম হতে হবে।

এই স্কলারশিপে আবেদন করলে শিক্ষার্থীকে প্রতি বছর ১২ হাজার থেকে ৬০০০০ পর্যন্ত টাকা দেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হিসাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রমাণ, আয়ের সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জাতিগত শংসা পত্র। আর আবেদন করার জন্য প্রথমেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসের ওয়েবসাইটে যেতে হবে, এরপর আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
এরপর সম্পূর্ণ ফর্ম মিলিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।

Aikyashree Scholarship Online Apply Details

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য এই ঐক্যশ্রী স্কলারশিপ চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই স্কলারশিপে কোন জেনারেল ক্যাটাগরির পড়ুয়ারা আবেদন করতে পারবে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কোর্সে পড়ার সময় সংখ্যালঘু সম্প্রদায় পড়ুয়ারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঐক্যশ্রী স্কলারশিপের মাধ্যমে বৃত্তি পেয়ে থাকে।

Madhyamik Exam 2025 (মাধ্যমিক পরীক্ষা ২০২৫)

ঐক্যশ্রী বৃত্তি প্রকল্প আবেদন পদ্ধতি

এই ঐক্যশ্রী স্কলারশিপের অনলাইন আবেদন করার জন্য ওয়েবসাইটে যেতে হবে। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে, পরিবারের বার্ষিক আয় 2.5 লাখের কম হতে হবে, পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে। স্কলারশিপের জন্য আবেদন করলে এখানে ৪ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়।

16 লাখ টাকা পাবে মেয়েরা এই স্কিমে! সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটর

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আয়ের শংসাপত্র, সংখ্যালঘু সম্প্রদায়ের শংসাপত্র, ব্যাঙ্কের পাস বই। এখনো পর্যন্ত যে সমস্ত পড়ুয়ারা রাজ্য সরকারের এই স্কলারশিপে আবেদন করেননি, তাদের জন্য আরো কিছু দিন সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্কলারশিপে আবেদন করুন। এই সম্পর্কে আরও জানতে আমাদের সঙ্গে থাকুন।
Written by Shampa Debnath

Related Articles