স্কলারশিপ

SVMCM Scholarship – স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 12 হাজার টাকা কবে পাবে? সময় জানানো হল।

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য একটি অন্যতম স্কলারশিপ (Scholarship) হল SVMCM Scholarship বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ তথা বিকাশ ভবন স্কলারশিপ (Bikash Bhavan Scholarship). স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এর টাকার ফলে রাজ্যের বহু মেধাবি গরিব পড়ুয়া পড়াশোনার ক্ষেত্রে সাহায্য পাচ্ছে। তবে মাঝে কিছু সময়ের জন্য এই পোর্টাল বন্ধ রাখা হয়েছিল। পোর্টালের টেকনিক্যাল সমস্যার কারনে বন্ধ রাখা হয়েছিল।

SVMCM Scholarship 2024 New Update.

কিন্তু এখন আবার চালু করা হয়েছে এবং আগের মতই স্বাভাবিক ভাবেই সব কিছু চলছে। পোর্টাল বন্ধ থাকার দরুন অনেকে আবেদন করতে পারছিল না, কিন্তু এখন তারাও তাদের আবেদন প্রক্রিয়া শেষ করে ফেলেছে। তবে তাদের মনে এখন একটি প্রশ্ন স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে? চলুন জেনে নিন। রাজ্যের সব থেকে বড় স্কলারশিপ হল SVMCM Scholarship বা এটিকে অনেকে বিকাশ ভবন শিক্ষাবৃত্তি বলেও চেনেন।

এই স্কলারশিপে পড়ুয়ারা স্কুলে থাকাকালীন 12 হাজার টাকা এবং কলেজে 12 থেকে 18 হাজার টাকা সাধারন কোর্সের জন্য পেয়ে থাকে। তবে টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোর্সের জন্য এক্ষেত্রে SVMCM Scholarship পরিমান বেড়ে প্রতি বছরে 60 হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। এই স্কলারশিপে আবেদন করার পর বেশ কিছু ধাপের মধ্য দিয়ে আবেদন পদ্ধতি ভেরিফিকেশন হয়। শেষ পর্যায়ে বিকাশ ভবনের (Bikash Bhavan) তরফ থেকে সব ঠিক থাকলে আবেদন অ্যাপ্রভাল অর্থাৎ অনুমোদন পাওয়া যায়।

Mid Day Meal (মিড ডে মিল)

এই স্কলারশিপ এর টাকা কবে পাবে ছাত্র ছাত্রীরা?

বিভিন্ন সরকারি দফতরে নির্দিষ্ট সময় পর পর Fund Disbursement বা কিস্তির টাকা দেওয়া হয়। এটি কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে অন্যান্য দপ্তরের মত শিক্ষা দপ্তরেও দেওয়া হয়। প্রথম পর্যায়ের টাকা অনেকেই পেয়ে গেছে কিন্তু যারা পায় নি তারা একটু অপেক্ষা কর, তবে চিন্তার কারন নেই সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election) আর এর আগেই SVMCM Scholarship সব টাকা দিয়ে দেওয়া হবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় নতুন সিলেবাস। শিক্ষার্থীদের কতটা সুবিধা হবে?

তবে উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবনের (SVMCM Scholarship) তরফ থেকে বিস্তারিত কিছু জানান হচ্ছে না। কিন্তু ছাত্র ছাত্রীদের সজাক থাকতে বলা হয়েছে, যখনই সব প্রক্রিয়া বা ফান্ড সক্রিয় হয়ে উঠবে ছাত্রছাত্রীদের ব্যাংক একাউন্ট টাকা দেবার কাজ ও শুরু হয়ে যাবে। আর প্রত্যেকে নিজেদের হিসেব অনুসারে টাকা পেয়ে যাবেন আগে যেমন করে পেতেন সকলে।
Written by Ananya Chakraborty.

কেন্দ্রের সবচেয়ে বড় স্কলারশিপ! আবেদন করলেই পাবে 70 হাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *