স্কলারশিপ

SVMCM Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন শুরু! কি কি লাগবে? কিভাবে করবেন?

পড়ুয়ারা যাতে টাকা পয়সার অভাবে পড়াশোনা বন্ধ না করে দেয় তার জন্য রাজ্য সরকার চালু করেছে বিভিন্ন স্কলারশিপ (SVMCM Scholarship). এই গুলোর মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship 2024) অন্যতম একটি। 2016 সালে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Government Scholarship) নিয়ে আসে। আর তারপর থেকে বহু পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পাচ্ছে।

SVMCM Scholarship New Online Apply Start

আজ আপনাদের সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM Scholarship) ব্যাপারে আলোচনা করবো। আর কিছু দিনের মধ্যে 2024-25 শিক্ষাবর্ষে নতুন আবেদন করা চালু হয়ে যাবে। শোনা যাচ্ছে পুজোর পরই স্কলারশিপে আবেদন চালু হবে। আবেদন করার জন্য কি কি নথি লাগবে তা দেখে নিন বিস্তারিত। তাই আগের থেকে প্রস্তুতি রাখাটাই শ্রেয়।

Swami Vivekananda Scholarship 2024

1) স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (SVMCM Scholarship) আবেদন করার জন্য 60 শতাংশ নাম্বার লাগবে। তার জন্য শেষ পরীক্ষা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অথবা গ্রাজুয়েশনের মার্কসীট লাগবে।
2) পড়ুয়ারা পাস করার পরে স্কুল বা কলেজে ভর্তি হয়েছে কিনা তার ভর্তির রশিদ লাগবে। এটিও আপলোড করতে হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪

3) আর একটি গুরুত্বপুর্ণ নথি হল ইনকাম সার্টিফিকেট। ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষের বেশি হলে স্কলারশিপে আবেদন করতে পারবে না। গ্রামীন এলাকায় BDO পদ মর্যাদার নিচে নয় এমন সরকারি অফিসারের সই করা সার্টিফিকেট লাগবে। আর শহরে পৌরসভা বা কর্পোরেশনের ডেপুটি কমিশনার বা গ্রুপ A গেজেটেড অফিসারের সই করা ইনকাম সার্টিফিকেট লাগবে।

4) SVMCM Scholarship-র টাকা সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে তাই এর জন্য ব্যাঙ্কের বই লাগবে। পড়ুয়াদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার কপি লাগবে। তবে যদি পড়ুয়ার 18 বছর না হয়ে থাকে তাহলে অবশ্যই মেজর সেভিংস অ্যাকাউন্ট KYC যুক্ত হতে হবে। ফর্ম ফিলাপের সময় ব্যাঙ্কের IFSC Code, MICR Code আর অ্যাকাউন্ট নাম্বার লাগবে।

5) পড়ুয়ার ইমেল আইডি লাগবে আবেদন করার সময়। সেখানে পড়ুয়ারা কি কি কাজ করতে হবে তার যাবতীয় তথ্য পাবে।
6) আবেদন করার সময় বৈধ্য মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বার দেওয়া হবে তা যেন সব সময় সক্রিয় থাকে। কারন অনেক দরকারি SMS এই নম্বরেই পাঠানো হবে।

7) SVMCM Scholarship আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ আর একটি নথি হল আধার কার্ড নাম্বার। আবেদন করার সময় এই নাম্বার লাগবেই।
8) ফর্ম ফিলাপের সময় পাসপোর্ট সাইজ রঙিন ছবি আর আবেদনকারি পড়ুয়ার সই আপলোড করতে হবে।পড়ুয়াদের একটি বিষয় মাথায় রাখতে হবে, আবেদন করার সময় নিজেদের ব্যাক্তিগত তথ্য দেওয়ার পরেও ভালো মত একবার যাচাই করে নিতে হয়। না হলে আবেদনে ভুল তথ্য থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।

Government Holiday (সরকারি ছুটি)

আবেদন করার আগে সতর্কতা

1) সব জায়গায় একই ভাবে নাম লেখা থাকতে হবে। কোনো জায়গায় শর্ট ফর্ম, বানান ভুল নাম থাকলে আগে থেকে ঠিক করে নিতে হবে।
2) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে থাকতে হবে (SVMCM Scholarship). আর যদি 18 বছর না হয় তাহলে মেজর KYC আপডেট করতে হবে।

রাজ্যে পড়ুয়াদের জন্য পুজোর আগে বড় ঘোষণা! মুখ্যমন্ত্রী দিলেন দারুণ ‘উপহার’

3) মোবাইল নাম্বার বৈধ্য দিতে হবে। কারন আবেদন সংক্রান্ত সব তথ্য আপনাদের মোবাইল নাম্বারে থাকবে। তাই মোবাইল নাম্বার সক্রিয় থাকতে হবে (SVMCM Scholarship).
4) আধার কার্ডের নাম্বার অন্যান্য তথ্য ঠিক থাকতে হবে।
5) যদি ভুল থাকে তাহলে আগে থেকে ঠিক করে নিতে হবে।
Written by Ananya Chakraborty.

Related Articles