Swasthya Sathi Scheme: স্বাস্থ্য সাথী প্রকল্পে কড়াকড়ি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বড় নির্দেশ
রাজ্যের মানুষদের কম খরচে চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme) নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). ২০১৬ সালের সূচনা করা এই প্রকল্প নিম্ন ও দরিদ্র মানুষদের চিকিৎসা ক্ষেত্রে অনেকটাই আর্থিক সহায়তা দিয়েছে। বর্তমানে চিকিৎসা (Free Treatment) ক্ষেত্রে যে পরিমাণ খরচ হয়, সেই খরচের ভার বহন করা একজন নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে অনেকটাই ব্যয় সাপেক্ষ।
Swasthya Sathi Scheme Free Health Insurance Scheme
এই জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি কার্ড বা বিমা চালু করা হয়েছে, যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নিতে পারেন সাধারণ মানুষ। স্বাস্থ্য সাথী কার্ডের (Swasthya Sathi Scheme) মাধ্যমে অনেক রোগীর পরিবার আর্থিক সহায়তা পেয়েছেন। স্বাস্থ্য সাথী কার্ড শুধুমাত্র সরকারি হাসপাতালে প্রযোজ্য সেটা নয়, বেসরকারি হাসপাতাল গুলোতে এই স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যায়।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য সাথী প্রকল্প
সম্প্রতি স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Scheme) নিয়ে অনেক রকম দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে আরজিকর কাণ্ডের পরে ডাক্তারদের আন্দোলনে উঠে এসেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কথা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে আঙুল উঠেছে সরকারের স্বাস্থ্য দপ্তরের দিকে। স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়েও একাধিক অভিযোগ উঠেছে।
স্বাস্থ্য সাথী প্রকল্প হাসপাতাল তালিকা কলকাতা
বেসরকারি হাসপাতালে যে সমস্ত স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Scheme) গ্রাহকরা চিকিৎসা করাতে আসেন, তাদেরকে বেসরকারি হাসপাতালে ডাক্তাররা স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা সম্বন্ধে সঠিক তথ্য না দিয়ে অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকেন। এইভাবে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা সম্পূর্ণ রূপে পান না বেসরকারি হাসপাতালে চিকিৎসারত স্বাস্থ্য সাথী কার্ড হোল্ডাররা।
সরকারি হাসপাতালে ডাক্তাররাও অনেক সময় বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য সাথী প্রকল্পের ভিত্তিতে চিকিৎসা করেন। এই ভাবেই স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক সাধারণ মানুষ। এই জন্য রাজ্য সরকার এবার স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নতুন নির্দেশিকা দিলেন। বেসরকারি হাসপাতালের ফ্রন্টে স্বাস্থ্য সাথী কার্ডের ডিসপ্লে বোর্ড টানাতে হবে।
যেখানে স্বাস্থ্য সাথী কার্ড কি এবং এর থেকে কি কি সুবিধা পাবেন সাধারণ মানুষ এই সমস্ত তথ্য সেই ডিসপ্লে বোর্ডে লেখা থাকবে, যাতে সাধারণ মানুষ এই স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা গুলি সম্পর্কে অবগত হতে পারেন। কোনো ডাক্তার যদি কোনো কার্ড হোল্ডারকে এই স্বাস্থ্য সাথী প্রকল্পর (Swasthya Sathi Scheme) সুবিধা থেকে বঞ্চিত করেন, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন রাজ্য সরকার।
মাধ্যমিক পরীক্ষা ২০২৫ শুরুর আগেই নতুন নির্দেশ জারি মধ্যশিক্ষা পর্ষদের
মূলত এই কার্ড সূচনা করার মূল লক্ষ্য হলো দুঃস্থ, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষ গুলির চিকিৎসা ক্ষেত্রে নগদহীন সুবিধা প্রদান করা। সেই লক্ষ্যই যাতে পূরণ হয় এবং সর্বোপরি রাজ্যের সাধারণ মানুষ Swasthya Sathi Scheme-র সুবিধা উপভোগ করতে পারেন ও রাজ্য স্বাস্থ্য পরিষেবায় যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেই দিকেই নজর দিয়েছে রাজ্য সরকার।
Written by Shampa debnath