Apple এখনও অফিসিয়ালি iPhone 17 সিরিজ লঞ্চ করেনি, কিন্তু বিশ্ব জুড়ে প্রযুক্তি প্রেমীদের উত্তেজনার অন্ত নেই। একাধিক টেক বিশেষজ্ঞ ও লিক রিপোর্টে উঠে এসেছে সম্ভাব্য দাম, ফিচার এবং লঞ্চ টাইমলাইন। এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন অ্যাপেলের এই নতুন সিরিজে কী কী নতুন ফিচার থাকবে, এর সম্ভাব্য দাম কত এবং কবে এটি ভারতে লঞ্চ হতে পারে।
Apple iPhone 17 Series Leakes
যে কোন নামি দামি কোম্পানির স্মার্টফোন বাজারে লঞ্চ হলে তার আগে থেকেই মানুষের মধ্যে একটা আলাদাই উন্মাদনা দেখতে পাওয়া যায় এবং আগের থেকেই সকলে চিন্তা করেন যে এবারে আপগ্রেটেড ভার্সনে কি কি নতুনত্ব পাওয়া যাবে এবং এবারেও অনেক কিছু ফিচার লিক হয়ে এসে গেছে গ্রাহকদের সামনে আর আজকে সেই সম্পর্কেই জানিয়ে দিতে চলেছি।
iPhone 17 Design
সিরিজে Apple আনতে পারে একাধিক অত্যাধুনিক ফিচার যা আগের মডেল গুলোর তুলনায় অনেক উন্নত। সব থেকে বেশি হল নতুন ডিজাইন ও পাতলা বডি রিপোর্ট বলছে, আইফোন ১৭ সিরিজের ডিজাইনে আসছে বড় পরিবর্তন। এটি হতে পারে আগের তুলনায় আরও পাতলা ও লাইট ওয়েট।
iPhone 17 Display
আর এখন মানুষ TV এর বদলে মোবাইল ফোনের অনেক বেশি কন্টেন্ট দেখতে পছন্দ করেন আর সেই জন্য এবারের আইফোনের Pro মডেলে 120Hz ProMotion ডিসপ্লে যা আগের মতো এবারও Pro ও Pro Max মডেলে থাকবে ProMotion টেকনোলজি সহ 120Hz রিফ্রেশ রেট থাকতে।
iPhone 17 Performance
সবচেয়ে শক্তিশালী ও আধুনিক A19 Bionic চিপ থাকতে চলেছে এবারের আইফোন ১৭ এর Pro মডেলে যা হতে পারে নতুন প্রজন্মের A19 চিপ, যার মাধ্যমে গেমিং থেকে শুরু করে সকল প্রকারের মাল্টিটাস্কিং অনায়াসে করতে পারবে ইউজাররা।
iPhone 17 Camera & Battery
নতুন ক্যামেরা সেটআপ উন্নত লেন্স ও AI বেসড ক্যামেরা সিস্টেম আনতে পারে Apple, যার ফলে কম আলোতেও অসাধারণ ছবি তোলা সম্ভব হবে ও সঙ্গে DSLR এর সমান ভিডিওগ্রাফিও করা সম্ভব হবে ও যে কোন অনুষ্ঠানে আর দামি ক্যামেরার দরকার হবে না এমনটাই মনে করছেন অনেকে। এছাড়াও ব্যাটারি লাইফ আরও দীর্ঘ করার জন্য থাকবে নতুন ব্যাটারি টেকনোলজি।
iPhone 17 Variants
iPhone 17, iPhone 17 Plus, i Phone 17 Pro, iPhone 17 Pro Max, প্রতিটি মডেলেই থাকবে 128 GB, 256 GB ও 512 GB স্টোরেজ অপশন ও ভবিষ্যতে Mini ও SE মডেলও নিয়ে আসা হতে পারে কোম্পানির তরফে।
iPhone 17 Price
এই কিছু তো হল কিন্তু এবারে জানা যাক যে এত সুবিধা পাওয়ার জন্য নিজের পকেটে কতটা চাপ পরতে চলেছে শি নিয়ে। বিশ্বব্যাপী লিক অনুসারে, iPhone 17 সিরিজের সম্ভাব্য প্রাথমিক দাম শুরু হতে পারে 799 USD যা প্রায় 70,000 টাকার থেকে শুরু হবে ও সব থেকে বেশি 1,50,000 টাকা পর্যন্ত এই দাম যেতে পারে। ভারতে এই দামের তারতম্য হতে পারে ট্যাক্স ও কাস্টম চার্জের কারণে।
iPhone 17 Launch Date in India
Apple সাধারণত সেপ্টেম্বর মাসে তাদের নতুন i Phone সিরিজ লঞ্চ করে। যদি Apple তাদের পূর্বের সময় সূচি ধরে রাখে, তাহলে এই সিরিজ 2025 সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসতে পারে। যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটা হতে পারে সেরা সময় অপেক্ষায় থাকার, এর নতুন ফিচার গুলো Apple eco system ব্যবহারকারীদের জন্য বিশেষ উপকারী হতে পারে। Pro মডেলের ক্যামেরা ও পারফরম্যান্স ফিচার গুলো ফটোগ্রাফার ও গেমারদের জন্য আদর্শ।
উপসংহার
Apple i Phone 17 সিরিজের সম্ভাব্য ফিচার ও দামের এই লিক দেখে প্রযুক্তি প্রেমীরা বেশ উচ্ছ্বসিত। যদিও সব তথ্য এখনও অফিসিয়াল নয়, তবে ইতিহাস বলছে লিক গুলো অনেকাংশে সঠিক হয়। তাই যদি আপনি একটি নতুন প্রজন্মের iPhone কেনার কথা ভাবেন, তাহলে এই আইফোন আপনার জন্য হতে পারে উপযুক্ত চয়েস।