মাত্র 9999 টাকায় বাজারে পাওয়া যাচ্ছে নতুন iQOO Z10 Lite স্মার্টফোন। বাজেট সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্স, স্টোরেজ এবং ব্যাটারির জন্য ইতি মধ্যেই গ্রাহকদের মধ্যে চর্চার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে এই ফোনটি। নিচে দেখে নেওয়া যাক এর বিস্তারিত। আর যাদের বাজেট খুব কম ও তারা কম খরচে একটা সেরা মোবাইল ফোন কিনতে চাইছেন তাদের জন্য এর থেকে ভালো অপশন আর হতে পারে না।
iQOO Z10 Lite Specifications
6.67 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে, MediaTek Dimensity 6300 অক্টা কোর প্রসেসর, RAM 6GB / 8GB পর্যন্ত, 128GB / 256GB UFS স্টোরেজ, অপারেটিং সিস্টেম Android 14 ভিত্তিক Funtouch OS. মাত্র ৯৯৯৯ টাকায় এই সকল ফিচার হয়তো আগে কোন কোম্পানি দিয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা।
iQOO Z10 Lite Features
5G কানেক্টিভিটির সুবিধা, স্টেরিও স্পিকার সিস্টেম, সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে 120Hz পর্যন্ত, Ultra Game Mode সাপোর্ট। আর প্রসেসর দমদার হওয়ার কারণের জন্য সকলের কম সেটিং ও গ্রাফিক্সে ভালো FPS এর গেম খেলতে পারবেন।
Camera & Battery
রিয়ার ক্যামেরা 50MP প্রাইমারি সেন্সর + 2MP ডেপ্থ সেন্সর, 16MP সেলফি ক্যামেরা, AI ফিচার সহ নাইট মোড, পোর্ট্রেট মোড, HDR সাপোর্ট। আর এরই সঙ্গে যারা সবে সবে কোন ভিডিও রেকর্ডিং এর কাজ বা ব্লগ শুরু করেছেন তাদের অনেকটাই সুবিধা হবে। ব্যাটারি ক্যাপাসিটি 6000mAh, 33W Type C ফাস্ট চার্জার ইনবক্সে।
মাত্র 6499 টাকায় Samsung Galaxy M05 স্মার্টফোন পাওয়া যাচ্ছে। 50MP ক্যামেরার সঙ্গে 5000mAh ব্যাটারি
iQOO Z10 Lite Price
Z10 Lite স্মার্টফোনের দাম শুরু হচ্ছে মাত্র ৯৯৯৯ থেকে। এটি Amazon এবং iQOO-র অফিসিয়াল ওয়েবসাইটে অফার সহ উপলব্ধ। আর অ্যামাজন থেকে কিনলে কুপনের মাধ্যমে আরও ৫০০ টাকা অতিরিক্ত সঙ্গে যদি পুরনো মোবাইল ফোন এক্সচেঞ্জ করা হয় তাহলে আরও টাকা ছাড় পাওয়া যাবে, আরও জানতে অ্যামাজনের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।