TVS Apache RTX 300 Adventure স্পোর্টস বাইক আগস্টে লঞ্চ হবে। নতুন লুকসের সঙ্গে দুর্দান্ত ফিচার

TVS Apache RTX 300

TVS অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে চমক দিতে চলেছে। TVS Apache RTX 300 বাইক আসতে চলেছে মার্কেটে। নতুন লুক, উন্নত প্রযুক্তি এবং প্রিমিয়াম ফিচার নিয়ে এই বাইক রীতিমতো প্রতিযোগীদের টেক্কা দেবে বলেই আশা করা হচ্ছে। নতুন লুক, উন্নত প্রযুক্তি এবং প্রিমিয়াম ফিচার নিয়ে এই বাইক রীতিমতো প্রতিযোগীদের টেক্কা দেবে বলেই আশা করা হচ্ছে।

TVS Apache RTX 300 স্পেসিফিকেশন

এই বাইকটিতে থাকছে আধুনিক ফিচার ও স্পেসিফিকেশন যা অ্যাডভেঞ্চার বাইকের জন্য একেবারে আদর্শ। ইঞ্জিন ক্যাপাসিটি 300cc, লিকুইড কুলড, সিঙ্গেল সিলিন্ডার, ফ্রন্টে ইউএসডি ফর্কস এবং রিয়ারে মনোশক, ডুয়াল – পারপাস টায়ার, ফুল LED প্রজেক্টর ইউনিট সহ DRL, ফুলি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

TVS Apache RTX 300 ফিচারস

TVS এই বাইকে বেশ কিছু আধুনিক সেফটি ফিচার দিয়েছে, যা রাইডারদের নিরাপত্তাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। Dual channel ABS, Traction Control System, Slipper Clutch, Ride Modes Urban, Rain, Sport, Cornering ABS টপ ভ্যারিয়েন্টে থাকতে পারে।

TVS Apache RTX 300 ইঞ্জিন এবং পারফরম্যান্স

Apache RTX 300 তে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যাতে অফ রোড এবং হাইওয়ে উভয় ক্ষেত্রেই চমৎকার পারফরম্যান্স পাওয়া যায়। 312.2cc BS6 সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, প্রায় 34 PS @ 9,700 rpm পাওয়ার, টর্ক 27.3 Nm @ 7,000 rpm, 6 স্পিড ম্যানুয়াল গিয়ার, টপ স্পিড প্রায় 140+ কিমি প্রতি ঘন্টা।

TVS Apache RTX 300 দাম

এই বাইকটির দাম রাখা হতে পারে মধ্যবিত্ত অ্যাডভেঞ্চার বাইকারদের মাথায় রেখে। আনুমানিক এক্স শোরুম দাম 2.50 লক্ষ – 2.70 লক্ষ টাকার মধ্যে থাকতে চলেছে, আগস্ট ২০২৫ এ এই বাইক লঞ্চ হতে পারে। প্রথমে মেট্রো শহরে তারপর থেকে ধীরে ধীরে অন্যান্য জায়গায় এই বাইক পাওয়া যাবে।

নতুন TVS NTorq 125 Super Squad Edition স্কুটার তাড়াতাড়ি বাজারে লঞ্চ হবে। কম দামে প্রিমিয়াম লুকসের সঙ্গে সেরা ইঞ্জিন

উপসংহার

TVS Apache RTX 300 Adventure বাইকটি হল তাদের অ্যাডভেঞ্চার সেগমেন্টে একটি শক্তিশালী পদক্ষেপ। যারা রাইডিং ভালোবাসেন, পাহাড়ি রাস্তা কিংবা অফ রোডে বাইক চালাতে চান তাদের জন্য এই বাইক হতে পারে আদর্শ সঙ্গী।

Scroll to Top