স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইট কাজ করছে না! কবে ঠিক হবে? সমস্যাই বা কি হয়েছে? বিস্তারিত জেনে নিন

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত, গ্রাম্য অঞ্চলের পিছিয়ে পড়া শ্রেণীর এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। মাধ্যমিকের পর থেকেই পশ্চিমবঙ্গবাসী যেকোনো যোগ্য ছাত্র অথবা ছাত্রী এই স্কলারশিপের অধীনে অনুদানের জন্য আবেদন জানাতে পারেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীরা পর্যন্ত এই স্কলারশিপের অধীনে বৃত্তি পেয়ে থাকেন।

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এমনকী স্নাতক স্তরের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেও সমস্ত স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া কার্যকরী না হওয়ায় চিন্তিত ছিলেন অনেকেই। চলতি বছরে আগেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া কার্যকরী হবে কিনা তা নিয়ে বিতর্কের অন্ত ছিলো না। তবে বিভিন্নরকম জল্পনা-কল্পনা এবং বিতর্ককে উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে বিগত ৩রা নভেম্বর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে সমস্ত স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছিলো।

তবে আবেদনের প্রক্রিয়া কার্যকরী হলেও চিন্তার অবসান হয়নি। ইতিমধ্যে আরেক নতুন সমস্যা দেখা দিয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা কোনোমতেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারছেন না, ওয়েবসাইটে প্রবেশ করতে গেলেই বারংবার error দেখাচ্ছে। আর তাতেই রীতিমতো ধন্ধে রয়েছেন শিক্ষার্থী সহ শিক্ষক এবং অভিভাবকেরা। যার কারণে রাজের নাগরিকদের মধ্যে বারংবার প্রশ্ন উঠছে যে, আদৌ তারা স্কলারশিপে আবেদন করতে পারবেন তো? স্কলারশিপ পুনরায় চালু হওয়ার পরে যোগ্যতার মাপকাঠিতে কি কোনো পরিবর্তন আনা হবে? কবে পুনরায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি কার্যকরী করা হবে? আর তাই আজ আমরা এই পোস্টে ছাত্রছাত্রীদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি।

ইতিমধ্যে বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে তাতে টেকনিক্যাল মেইনট্যানেন্স এর বিভিন্ন রকম কাজ চলছে। যার কারণে ৯ই নভেম্বর,২০২২ তারিখ থেকে বন্ধ রাখা হয়েছে ওয়েবসাইটটি। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, যতোদিন পর্যন্ত এই মেইনট্যানেন্স এর কাজ চলবে ততোদিন পর্যন্ত ওয়েবসাইট বন্ধ রাখা হবে। টেকনিক্যাল মেইনট্যানেন্স এর কাজ শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কোনভাবেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনুদানের জন্য আবেদন করতে পারবেন না।

৫০০০ টাকা বিনিয়োগ করে শুরু করুন এই ব্যবসা এবং প্রতি মাসে কয়েক লক্ষ টাকা উপার্জন করুন।

ওয়েবসাইট পুনরায় কার্যকরী হওয়ার পর কোন ভাবে কি যোগ্যতার মাপকাঠিতে পরিবর্তন আনা হবে?
বিভিন্ন সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ৩ রা নভেম্বর থেকেই বহু সংখ্যক শিক্ষার্থী আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। সুতরাং কোনোভাবেই যোগ্যতার মাপকাঠিতে পরিবর্তন আনা হবে না। পূর্ব প্রকাশিত নোটিশে এবং অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় যেসমস্ত যোগ্যতাগুলি উল্লেখ করা হয়েছিল তা পরবর্তীতে বজায় থাকতে চলেছে।

কবে নাগাদ ওয়েবসাইট চালু করা হতে পারে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটটির টেকনিক্যাল মেইনট্যানেন্স এর কাজ দু-একদিনের মধ্যে সম্পূর্ণ হতে পারে বলে জানা গিয়েছে। সুতরাং, দু-একদিনের মধ্যে এই ওয়েবসাইটটি পুনরায় কার্যকরী হতে পারে। যদি তা না হয় তাহলেও মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই ওয়েবসাইটটি পুনরায় কার্যকরী করা হবে এবং ওয়েবসাইট কার্যকরী হলেই ছাত্র-ছাত্রীরা এই ওয়েবসাইট থেকে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এ বিষয়ে বিশদে জানতে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে হেল্পলাইন নম্বর রয়েছে তাতে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নম্বরটি হল ১৮০০-১০২-৮০১৪। এছাড়াও নতুন করে ওয়েবসাইট চালু হলে আবেদনের ক্ষেত্রে যেকোনোরকম সমস্যার সম্মুখীন হলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *