অর্থনীতি

বছরের শুরুতেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ২৪ টাকা। মাথায় হাত সাধারণ মানুষের

২০২২-এর শেষদিকেই ভারতের সাধারণ জনগণের মধ্যে গুঞ্জন উঠেছিলো যে, আগামী দিনে খুব শীঘ্রই বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম কমবে। তবে নতুন বছরে এই গুঞ্জন বাস্তবায়িত হওয়ার বদলে ঘটল ঠিক উল্টোটা। নতুন বছরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গ্যাসের দাম বাড়ানো হলো। আর তাতেই গ্যাসের এই নতুন দাম নিয়ে সাধারণ জনগণের মধ্যে বারংবার নানাধরনের বিতর্কের সৃষ্টি হচ্ছে। ফলত আজকের এই পোস্টে গ্যাসের নতুন দাম সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি।

২০২২-এর ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের তরফে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। ৩১শে ডিসেম্বরের মাঝরাত থেকেই বাণিজ্যিক গ্যাসের এই নতুন নাম কার্যকরি করা হয়েছে। আর বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির ফলে রীতিমতো মাথায় হাত পড়েছে ব্যবসায়ী সহ সাধারণ জনগণের। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ২৪ টাকা বাড়ানো হয়েছে, যার ফলে মহানগরী কলকাতাতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৪৪.৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৮৬৮.৫০ টাকায় দাঁড়িয়েছে।

তবে বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে চেন্নাই। জানা গিয়েছে যে, ২১শে ডিসেম্বর মাঝরাত থেকে চেন্নাইয়ে গ্যাসের দাম বেড়ে ১৯১৭ টাকায় দাঁড়িয়েছে। তবে দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো শহরগুলিতে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার দাম বাড়লেও তা কলকাতা এবং চেন্নাইয়ের তুলনায় যথেষ্ট কম রয়েছে। বর্তমানে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১,৭৬৮ টাকা, অন্যদিকে মুম্বাইয়ে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারের দাম ১,৭২১ টাকা।

শিক্ষক নিয়োগে আনা হলো দুই বড়ো পরিবর্তন। চাকরি পাওয়া এখন আরো কঠিন

একদিকে যেমন বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, অন্যদিকে তেমনই বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। যদিও গৃহস্থালীতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম কমানোর নিয়ে রীতিমতো জোরদার আলোচনা চলছে নাগরিকদের মধ্যে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করার ফলে নাগরিকদেরও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। ছোট ক্যাফে থেকে শুরু করে বড় রেস্টুরেন্ট সব ক্ষেত্রেই এই গ্যাস সিলিন্ডারগুলি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম বাড়লে আগামী দিনে স্বাভাবিকভাবেই ক্যাফে থেকে শুরু করে রেস্টুরেন্টের খরচ বাড়বে। সুতরাং, আগামী দিনে পকেটে টান পড়তে চলেছে সাধারণ মধ্যবিত্তের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *