অর্থনীতি

Credit Score : একধাক্কায় কমে যাবে ক্রেডিট স্কোর বা CIBIL স্কোর! বেশি EMI দিতে হবে? এই ভুল ভুলেও করবেন না

এখনকার দিনে সকল মানুষই Credit Score বা CIBIL Score নাম গুলোর সঙ্গে পরিচিত হয়ে গেছেন। কারণ সকলেই কোন না কোন দরকারে ঋণ (Loan) নিয়ে থাকেন। হঠাৎ কোনো প্রয়োজনে ব্যাংক বা অন্য কোনো আর্থিক সংস্থা থেকে লোন নেন অনেকে। তবে এই লোন নিতে গেলে আগেই আর্থিক সংস্থা বা ব্যাংক ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর দেখে।

How to Improve Your Credit Score & CIBIL Score.

সেটি যদি ঠিক থাকে তাহলে ঝটপট ও কম সুদের হারে লোন পাওয়া যায় কিন্তু যদি Credit Score কম থাকে তাহলে লোন পাওয়া মুশকিল হয়ে যায়। তাই মানুষদের তাদের ক্রেডিট স্কোর ভালো রাখা খুবই দরকার। কয়েকটি ভুল কাজের জন্য ক্রেডিট স্কোর খারাপ হয়ে যায় কি সেই কারন দেখে নিন। আর এই নিয়ম না জানলে হয়তো আপনারা এক টাকাও ঋণ (Loan on CIBIL Score) পাবেন না।

কম CIBIL স্কোর থাকার কারণ কি?

অনেক সময় দেখা যায় EMI ঠিক মত দিলেও Credit Score বারে না। বরং কিছু ভুল কাজের জন্যে গ্রাহকদের ক্রেডিট স্কোর 100 এর নিচে নেমে যায়। ঠিক মত EMI দিয়েও যদি ক্রেডিট স্কোর কমে যায় তবে এই বিষয় গুলো সম্পর্কে জেনে রাখা উচিৎ। ক্রেডিট স্কোর কমে যাওয়ার আসল কারন গুলো সমাধান করলেই তবেই গ্রাহকের ক্রেডিট স্কোর বাড়বে। আর তিনি সহজেই লোন (Loan on Credit Score) নিতে পারবেন।

Credit Card Bill Payment

বর্তমানে বেশিরভাগ মানুষেরই কাছে ক্রেডিট কার্ড (Credit Card) থাকে। আর এই ক্রেডিট কার্ড এর মাধ্যমে মানুষ নানা ধরনে বিল পে করে। তবে ক্রেডিট কার্ডের বিলের টাকা যদি বেশি হয় সেক্ষেত্রে অনেকেই পুরো টাকা জমা না দিয়ে নূন্যতম অর্থ পেমেন্ট করেন। আর এই ঘটনা যদি বার বার ঘটতে দেখা যায় তাহলেই ক্রেডিট স্কোর (Credit Score) কমে যায়।

New Instant Personal Loan Apply

নতুন করে ঋণ নিতে গেলেও Credit Score বা CIBIL Score কমে যেতে পারে। সম্প্রতি একটি তথ্য মারফত দেখা গিয়েছে এক মহিলা ব্যাংক গ্রাহকের ক্রেডিট স্কোর 848 থেকে 40 পযেন্টে নেমে গিয়েছে। তিনি সব EMI ঠিক মতই দিয়েছেন। পরে খোঁজ নিয়ে দেখা গিয়েছে তিনি একটি ঋণের পর অপর একটি গৃহ ঋণ (Home Loan) নিয়েছেন। দ্বিতীয় লোনটি শুরু হওয়ার সাথে সথেই ক্রেডিট স্কোর কমে গিয়েছে। তবে পরে যখন তিনি লোন পরিশোধ করেন তখন আবার তার ক্রেডিট স্কোর উন্নত হয়।

SBI New Scheme (স্টেট ব্যাঙ্কের নতুন স্কিম)

Credit Card Limit

গ্রাহকদের কাছে ক্রেডিট কার্ড আছে মানেই যে বার বার তা ব্যবহার করতে হবে এমনটা নয়। ক্রেডিট স্কোর ধরে রাখতে গেলে ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে কিছু লিমিট মেনে চলতে হবে। ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে ক্রেডিট লিমিতের 60% এর বেশি টাকা খরচ করা কখনই উচিৎ নয়। ক্রেডিট লিমিটের 60% খরচ হয়ে গেলেই Credit Score ধীরে ধীরে কমতে শুরু করে। তবে এক্ষেত্রে বিল মেটালে ক্রেডিট স্কোর পরের 3 মাসের মধ্যে আবার বাড়তে থাকে।

ঋণ নিয়ে ঋণগ্রহীতা মারা গেলে কে EMI চোকাবে? RBI এর নিয়ম জেনে নিন

ভালো CIBIL স্কোরের পরিসংখ্যান

এখন আপনাদের মনে হতে পারে কত শতাংশ Credit Score কে ভালো মানের বলে চিহ্নিত করা হয়। বিভিন্ন সংস্থায় বিভিন্ন লিমিট আছে। তবে মোটামুটি দেখা গিয়েছে 750 বা টার বেশি ক্রেডিট স্কোর থাকলে তাকে ভালো বলা হয়। তবে 700 বা তার আশেপাশের স্কোর নিয়েও লোন নেওয়া যায়। তবে ক্রেডিট স্কোরের সীমা মূলত 300 থেকে 850 থাকা উচিৎ।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *