সোনার দাম

Hallmark Gold Price: সোনা কেনার সুবর্ণ সুযোগ রাখি পূর্ণিমায়! স্বর্ণের দাম কমায় ভাই বোনেদের জন্য দারুণ সুখবর

সপ্তাহের শুরুতেই সোনার দাম (Hallmark Gold Price) নিয়ে দারুণ সুখবর পাওয়া গেল। জুলাই মাসে তীব্র গরমের প্রভাব কাটিয়ে আগস্ট মাসে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যবাসী। অপর দিকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, এখন শুরু হয়েছে ভাদ্র মাস। আর এই ভাদ্র মাসের শুরুতেই আজ রয়েছে অন্যতম পবিত্র উৎসব রাখি বন্ধন (Raksha Bandhan 2024). কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই প্রতিটি পার্বণে বাঙালি শাড়ি এবং গয়না কিনতে অত্যন্ত পছন্দ করেন (Gold as an Investment).

22 Carat Hallmark Gold Price Today.

তাই আজকের এই পবিত্র দিনেও বাঙালি সোনার গয়না কিনে থাকবেন বলেই মনে করা হচ্ছে। আজকের দিনে অনেকেই তাদের ভাই বা বোনকে সোনার জিনিস উপহার দিতে পারেন। এমন চিন্তা ভাবনা থেকে বিভিন্ন সোনার দোকানে ছাড় দেওয়া হচ্ছে সোনার গহনার মজুরিতেও। তবে এর আগে, শ্রাবণ মাসে বেশ কিছুদিন ধরে সোনার দাম (Hallmark Gold Price) বৃদ্ধি পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন সোনা ক্রেতা ও বিক্রেতা অনেকেই। তবে এবার সোনার দাম কমে যাওয়ায় বেজায় খুশি হয়েছেন সোনা ক্রেতা ও বিক্রেতা সকলেই।

সোনার দাম কত রাখি পূর্ণিমার দিনে

আজ রাখি পূর্ণিমা বা রক্ষা বন্ধন উৎসব হওয়ার জন্য অনেক ভাইয়েরা নিজেদের বোনেদের বা দিদিদের সোনার গয়না (Hallmark Gold Price) কিনে দিয়ে থাকে আর এর পরেই লাগাতার উৎসবের মরশুম শুরু হতে চলেছে। আর এই সময়কালের মধ্যে গয়নার চাহিদা অনেক বেশি থাকে এই জন্য সোনার দাম অনেক বেশি থাকে, কিন্তু এখনকার সময়ে এই দাম কম থাকার ফলে আপনারা নিজেদের ইচ্ছা অনুসারে আপনারা কিনে রাখতে পারবেন।

আজকের সোনার দাম কলকাতায়

  • ১৮ ক্যারেট সোনার বাটের দাম ১ গ্রামে ৫৪৫৭ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৫৪৫৭০ টাকা।
  • ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৭২৭৭ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৭২৭৭০ টাকা।
  • ২২ ক্যারেট হলমার্ক সোনার বাটের দাম (Hallmark Gold Price) ১ গ্রামে ৬৬৭০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬৬৭০০ টাকা।

গতকাল ও আজকের সোনার দামের তুলনা

1) গতকাল ১৮ ক্যারেট সোনার বাটের দাম ছিল ১০ গ্রামে ৫৪৫৭০ টাকা। আজ সোনার বাটের দাম ১৮ ক্যারেট ১০ গ্রামে ৫৪৫৭০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে ১৮ ক্যারেট সোনার দামের (Hallmark Gold Price) কোনো পরিবর্তন হয়নি।
2) গতকাল পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৭২৭৭০ টাকা। আজ পাকা সোনার বাট ২৪ ক্যারেট ১০ গ্রামে ৭২৭৭০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দামের কোনো পরিবর্তন হয়নি।

BSNL Recharge Plan (বিএসএনএল রিচার্জ প্ল্যান)

3) গতকাল হলমার্ক সোনার গয়নার দাম ছিল ২২ ক্যারেট ১০ গ্রামে ৬৬৭০০ টাকা। আজ হলমার্ক সোনার গয়নার দাম ২২ ক্যারেট ১০ গ্রামে ৬৬৭০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে হলমার্ক সোনার বাটের দামের (Hallmark Gold Price) কোনো পরিবর্তন হয়নি।

টাকার দরকার হলেই তৎক্ষণাৎ ব্যাক্তিগত ঋণ পাবেন এই অ্যাপের মাধ্যমে

আজ রুপোর দরের সঙ্গে গতকালের তুলনা

রবিবার রুপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৮৬০০০ টাকা। আজ রুপোর দাম প্রতি কেজি বাটে ৮৬০০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে রুপোর বাটের দামের কোন পরিবর্তন হয়নি। রুপোর মত সোনার দামও অপরিবর্তিত রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী সোনা কিংবা রুপোর দাম বৃদ্ধির (Hallmark Gold Price) থেকে দাম কমার হারই বেশি। যার ফলে, সোনা কিংবা রুপোর বিক্রি ভালো হবে বলেই আশাবাদী বিক্রেতারা। পাশাপাশি ক্রেতারাও আগ্রহী স্বল্পদামে সোনা কিংবা রুপো কিনতে।
Written by Sampriti Bose.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *