টেলিকম

400 টাকার কমে JIO দিচ্ছে আনলিমিটেড সুবিধা। Bharti Airtel, VI, BSNL মহা চাপে!

ভারতের বেশিরভাগ নাগরিকদের এখন সবচেয়ে পছন্দের টেলিকম কোম্পানি হল Reliance Jio. দেশের আরো কয়েকটি টেলিকম সংস্থা Bharti Airtel, VI, BSNL যারা জিওর আগে এই দেশে এসেছিল সেই টেলিকম সংস্থা গুলোকে পেছনে ফেলে মাত্র কিছু বছরের মধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে রিলায়েন্স জিও। জিও মাঝে মধ্যেই গ্রাহকদের জন্যে দারুন সব সুবিধা যুক্ত অফার নিয়ে এসে জোর টক্কর দিচ্ছে বাকি টেলিকম সংস্থা গুলোকে।

JIO Recharge Plan Under 400 Rupees.

প্রতিদিনই নিত্য নতুন সব পরিষেবা নিয়ে আসে জিও। যত দিন এগোচ্ছে তত JIO টেলিকম কোম্পানির জনপ্রিয়তা বাড়ছে। বহু মানুষ এখন এয়ারটেল ও VI ছেড়ে জিওর পরিষেবা নিচ্ছে। আজ আপনাদের সাথে জিওর এমন 3 টি রিচার্জ প্ল্যানের (Recharge Plan) সম্পর্কে আলোচনা করবো যে গুলোর মূল্য 400 এরও কম। চলুন তাহলে প্রতিবেদনটি পুরোটা পরে ফেলুন।

৪০০ টাকার কমে জিও রিচার্জ প্ল্যান

JIO কোম্পানির মূল উদ্দেশ্য হল দেশের সকল মানুষদের কম খরচে ইন্টারনেটের সুবিধা প্রদান করা। আর এই জন্য তারা অনেক কম খরচে নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হন। আর আজকের এই আলোচনাতে আমরা গরীব ও মধ্যবিত্তের জন্য কিছু এমন প্ল্যান সম্পর্কে তথ্য দিতে চলেছি, যেখানে মাত্র ৪০০ টাকা খরচে আপনারা আনলিমিটেড সব সুবিধা পাবেন।

JIO 328 Rupees Recharge Plan (৩২৮ টাকার জিও রিচার্জ প্ল্যান)

জিও এর এই 328 টাকার প্ল্যানটির বৈধ্যতা 28 দিন। এই প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড কল, 1.5 GB করে ডেটা, 100 টি SMS ফ্রিতে পাবেন। এর সাথে পাবেন 3 মাসের জন্য ডিজনি প্লাস হটস্টার (Disney + Hotstar) Subscription বিনামূল্যে এবং এর সাথে রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এর পরিষেবা। সঙ্গে 5G Internet পাবে গ্রাহকরা।

PM Wani (পিএম বাণী প্রকল্প)

JIO 331 & 388 Rupees Recharge Plan (৩৩১ ও ৩৮৮ টাকার জিও রিচার্জ প্ল্যান)

এই প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন 30 দিনের বৈধ্যতা। তবে এই প্ল্যানটিতে কল, Free SMS এর সুবিধা পাবেন না। তবে 40 GB ডেটা পাবেন গ্রাহকরা। এছারা 3 মাসের জন্য গ্রাহকদের Disney + Hotstar Subscription সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এর পরিষেবাও পাবেন গ্রাহকরা। এই প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন 2 GB এর ডেটা পেয়ে যাবে।

এবারে ATM এ না গিয়ে বাড়িতে বসে টাকা তুলতে পারবেন। কিভাবে করবেন দেখুন?

৩৮৮ টাকার প্ল্যানটির মেয়াদ 56 দিন। এই প্ল্যানটিতে থাকছে আনলিমিটেড কল ও 100 টি করে ফ্রি SMS এর সুবিধা। 3 মাসের জন্য ডিজনি প্লাস হটস্টার। আর জিও টিভি জিও সিনেমা, জিও ক্লাউড এর বিনামূল্যে পরিষেবা। এই সব প্ল্যান গুলোর মধ্যে কোনোটা রিচার্জ করতে চান তাহলে করে ফেলুন। আর এই ধরণের আরও প্ল্যান আপনারা My Jio অ্যাপে বা জিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *