DA বৃদ্ধির পর ফের সুখবর! সরকারি কর্মীদের ভাতা নিয়ে অর্থ দফতরের গুরুত্বপূর্ণ খবর
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের (West Bengal State Government Employees) জন্য ফের এক দারুণ খবর নিয়ে হাজির রাজ্য সরকার (Government of West Bengal). কর্মীদের জন্য একের পর এক অনেক বড় বড় ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). আর এবারে Travel Allowance বা ভ্রমণ ভাতা নিয়ে বড় আপডেট দিলো পশ্চিমবঙ্গ অর্থ দফতর (West Bengal Finance Department).
West Bengal Government Employees Travel Allowance Notification.
চলতি বছরের শুরুতেই একাধিক সুখবর পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। চলতি বছর ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করার সময় রাজ্য সরকার তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike News) কথা ঘোষনা করেছে। আবার সম্প্রতি মিলেছে এক মাসের এক্সট্রা ভাতাও। যার ফলে বেশ খুশি কর্মীরা। এই খুশির আবহেই আর একটি খবর দিল রাজ্য সরকার। তাদের ভ্রমণ ভাতা (TA) সংক্রান্ত গুরুত্বপুর্ণ মেমো জারি করল অর্থ দফতর (WBFIN).
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর
এই মেমোব়্যান্ডামে জারি করে পশ্চিমবঙ্গ অর্থ দফতর জানিয়েছে, যে সব অল্প দূরত্বের গন্তব্য সেখানে যেতে প্লেন বা ট্রেনের প্রয়োজন হয় না গাড়ি ভাড়া করেই যাওয়া যায়। সে ক্ষেত্রে প্রতি কিমি পথ যেতে 16 টাকা বা ভ্রমণে মোট খরচ যেটা কম LTC বাবদ তার টাকা প্রদান করা হবে। রাজ্য সরকারি কর্মীদের রিইম্বার্সমেন্ট রাজ্য সরকার অর্থাৎ এবার থেকে গাড়ি ভাড়া সংক্রান্ত টাকার ক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে হবে এখন থেকে।
সরকারি কর্মীদের ভ্রমণ ভাতা বৃদ্ধি
গাড়ি ভাড়ার ক্ষেত্রে লিভ ট্রাভেল কনসেশনের বিষয়ে রাজ্যের সকল দফতরকেই এই নিয়ম মেনে চলতে হবে। রিইম্বার্সমেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মীকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিগত কিছু সময়ে লিভ ট্রাভেল কনসেশনের বিষয়ে নানা দফতর ও বিভাগ থেকে অর্থ দফতরে প্রশ্ন আসছিল। এর ফলে কর্মীদের মধ্যে বিভ্রান্তি বাড়ছিল। তাই এই নয়ে মেমো জারি করে সব পরিষ্কার করে দিল অর্থ দফতর।
পশ্চিমবঙ্গ অর্থ দফতরের বিজ্ঞপ্তি
গাড়ি ভাড়ার ক্ষেত্রে লিভ ট্র্যাভেল কনসেশনের বিষয়ে 2008 সালের নভেম্বর মাসে পরিবহন দফতরের (Department of Transport) তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। অর্থ দফতরের তরফ থেকে আরো জানান হয়েছে যে, কোনো গন্তব্যে পৌছোতে গেলে যে রুটটি সব থেকে ছোট সেই পথে দূরত্ব হিসেবে কর্মীরা ভ্রমণ ভাতা পাবে।
2 লাখ জমিয়ে 13 লাখ রিটার্ন! LIC Fixed Deposit সুদের হার জেনে নিন
আর সরকারের এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গের সকল রাজ্য সরকারি কর্মীদের খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ধীরে ধীরে তাদের সকল দাবি পূরণ হওয়ার জন্য কর্মীরা খুবই খুশি হয়েছে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য, ধন্যবাদ।
Written by Ananya Chakraborty.