গুরুত্বপূর্ণ খবর

Aadhaar Card – এড়িয়ে যাবেন না, আর মাত্র 9 দিন বাকি, আধার কার্ডের এই কাজ না করলে কোনো প্রকল্পের টাকা পাবেন না।

বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) দেশের নাগরিকদের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়। ব্যাংক একাউন্ট ওপেন করা হোক, যেকোনো লেনদেন বা চাকরির ক্ষেত্রে, প্রয়োজন হয়ই আধার কার্ডের। কিন্তু এই Aadhaar Card যদি নিষ্ক্রিয় হয়েছে যায়। তাহলে কী করবেন? কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও চালু করা হয়ে থাকে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তাও প্রদান করা হয়ে থাকে। তবে এই কাজ না করলে আধার কার্ড ব্যবহারে মোটা টাকা খরচ করতে হবে। হাতে আর মাত্র কয়েকদিন সময়।

Aadhaar Card Update

চটপট দেখে নিন Aadhaar Card দিয়ে কি কাজ করতে হবে। মূলত, অনেক আধার কার্ড হোল্ডারদের কার্ড ব্যবহারের মেয়াদ 10 বছর পেরিয়ে গিয়েছে। তারা এখনও পর্যন্ত আপডেট করেননি। আগামী 14 জুনের মধ্যে এই কাজ না করলে টাকা খরচ করতে হবে। গত 15 মার্চ থেকে UIDAI এর তরফে বিনামূল্যে এই আপডেট প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপর এই কাজ সারতে হলে অতিরিক্ত 50 টাকা চার্জ দিতে হবে।

Aadhaar Card Correction

বর্তমানে এই কাজ বিনামূল্যে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বা আধার কেন্দ্রে গিয়েও সহজেই সেরে ফেলা সম্ভব। আগামী 14 জুন পর্যন্ত মিলবে এই পরিষেবা। বাড়িতে বসে কিভাবে আধার কার্ড আপডেট করে ফেলা যাবে, সেই পদ্ধতি সম্পর্কেও নিচে জানানো হয়েছে।
বাড়িতে বসে অনলাইনে আধার কার্ড আপডেটের পদ্ধতি-
প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।

এইভাবে UPI পিন দিচ্ছেন? জালিয়াতি নিশ্চিত, কিভাবে বাঁচবেন?

Aadhaar Card Correction Online

অফিসিয়াল ওয়েবসাইট-
https:// myaadhaar.uidai.gov.in/
এরপর ‘My Aadhaar’ অপশনে গিয়ে ‘Update Your Aadhaar Card’ অপশনে ক্লিক করতে হবে। আধার নম্বর দিয়ে login করতে হবে।

নথি আপডেট অপশনে ক্লিক করলে ব্যক্তির বর্তমানের সব তথ্য ওপেন হয়ে যাবে। এরপর সব তথ্য চেক করে নিতে হবে। তথ্য ঠিক থাকলে হাইপার লিংক অপশনে ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে, সেখানে পরিচয়ের প্রমাণপত্র ও ঠিকানার প্রামাণ্য নথি নির্বাচন করতে হবে। এরপর সেই সমস্ত তথ্যের নথি আপলোড করতে হবে। অনুমোদন দেওয়া হলেই ব্যক্তিগত ও ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি আপডেটট তথ্য স্ক্রিনে দেখা যাবে।

শুধুমাত্র মোবাইল দিয়ে ইউটিউব চ‍্যানেল করে লক্ষ লক্ষ টাকা আয় করার সহজ পদ্ধতিটা জেনে নিন

Aadhaar Card status check

আপডেট না করলে কোন সমস্যা হতে পারে?
আধার কার্ড আপডেট না করলে কার্ডটি ভবিষ্যতে ব্লক হয়ে যেতে পারে। এছাড়া কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তাছাড়া যেকোনো প্রকল্পের সুবিধা পাওয়া থেকে সহজেই বঞ্চিত হবেন। পাবেন না আর্থিক সুবিধা। ব্যাংক একাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে বা সঞ্চয় খাতে টাকা জমাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। পাশাপাশি অন্যান্য সমস্যার সম্মুখীনও হতে পারেন। হাতে মাত্র 9 দিন সময়। শীঘ্রই সেরে ফেলুন এই কাজ।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *