Aadhaar Mobile Link – আধার মোবাইল লিংক আছে? কোন নম্বর লিংক আছে ভুলে গেছেন? নম্বর বদল করবেন?
বর্তমানে UIDAI আধার কার্ড দেশের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। এই কার্ডের সঙ্গে Aadhaar Mobile Link বা আধার মোবাইল লিংক এর মতো অন্য সমস্ত কার্ড যেমন প্যান বা ভোটার বা রেশন কার্ড লিংকের বিষয়ে সকলেই জানেন। আরো একটি জিনিস লিংকের কথা অনেকেই শুনে থাকবেন। যেটি সবথেকে গুরুত্বপূর্ণ। আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিংক। ইতিমধ্যেই এই কাজ অনেকেই সেরে ফেলেছেন। আবার অনেকে করেননি। কেউ আবার লিংক করিয়ে সকলেও ভুলে গেছেন বর্তমানে কোন ফোন নম্বর লিংক রয়েছে। এই কারণে প্রায়শই সমস্যায় পড়তে হয়।
Aadhaar Mobile Link বা আধার মোবাইল লিংক চেক করার সহজ পদ্ধতি।
কিন্তু এই সমস্যা সমাধানে UIDAI এর তরফে একটি অ্যাপ চালু করা হয়েছে। যার মাধ্যমে জানা যাবে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল ফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস যুক্ত (Aadhaar Mobile Link) রয়েছে। ইতিমধ্যেই UIDAI-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অনেকেই চিন্তায় প্রে যান যে তাদের আধার OTP অন্য কোন মোবাইল নম্বরে পাঠানো হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে এই অ্যাপ ওপেন করা হয়েছে।
প্যান আধার লিঙ্ক এর নিয়ম বদল, 1000 টাকা ফাইন দেওয়ার আগে, জেনে নিন।
যেটি ব্যবহার করে গ্রাহকেরা শীঘ্রই জানতে পারবেন কোন মোবাইল নম্বর বা ই-মেল অ্যাড্রেস তাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে। এই সুবিধা পেতে হলে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট বা m-Aadhaar অ্যাপ ওপেন করতে হবে। যদি মোবাইল নম্বর ভেরিফাই করা থাকে সেটি স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে। অর্থাৎ বার্তা (Aadhaar Mobile Link) প্রদান করা হবে যে, UIDAI রেকর্ডে নম্বরটি নিবন্ধিত রয়েছে।
আর যদি আধার কার্ডের জন্য আবেদন করার সময় যে নম্বর দেওয়া হয়েছিল, আগামীদিনে তা ভুলে যান গ্রাহক, My Aadhaar’ পোর্টাল বা m-Aadhaar অ্যাপের সাহায্যে সেই বিষয়েও জানা যাবে। তার জন্য অবশ্য গ্রাহককে বর্তমানে যেই মোবাইল নম্বর ব্যবহার করছেন সেই নম্বরের শেষ তিনটি সংখ্যা জানাতে বলা হবে। তাহলেই লিংক রয়েছে কিনা তা দেখা যাবে। তাছাড়া যদি আধারের সঙ্গে ই-মেল এবং মোবাইল নম্বর লিংক করতে হয়, UIDAI-এর নিয়ম অনুসারে নিকটতম আধার কেন্দ্রে (Aadhaar Mobile Link) যেতে হবে।
ছোট্ট ভুলের জন্য বন্ধ হতে চলেছে কয়েক লক্ষ রেশন কার্ড, আপনার রেশন কার্ড চালু রাখতে আজই এই কাজ করুন।
এরপর আধার এনরোলমেন্ট ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে। যে মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত করতে চাইবেন সেই নম্বর ফর্মে লিখে আধার এক্সিকিউটিভের কাছে জমা দিতে হবে। ওই এক্সিকিউটিভ আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য বায়োমেট্রিকের মাধ্যমে অথেনটিকেট বা ভেরিফাই করবেন। সম্পূর্ণ প্রক্রিয়া (Aadhaar Mobile Link) সম্পাদনের জন্য সার্ভিস চার্জ হিসেবে ৫০ টাকা দিতে হবে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।