Union Budget 2025: এবারে কেন্দ্রীয় বাজেটে বড় কিছু পাবে দেশবাসী? ১লা ফেব্রুয়ারি বাজেট ঘোষণার আগে বড় আপডেট
আগামী ১লা ফেব্রুয়ারি ২০২৫ কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) প্রকাশ করতে চলেছে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামান (Nirmala Sitharaman). আর ২০২৪ সালে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর এইবারের বাজেট অনেকটাই জরুরি হতে চলেছে সকলের জন্য। বিশেষ করে দেশের কোটি কোটি গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য এই বাজেট ২০২৫ এ কি থাকবে সেই নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে দেশজুড়ে।
Central Government Union Budget 2025
প্রত্যেক বছরের শুরুতেই নতুন বাজেট প্রকাশ করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আর কিছু দিনের পরেই কেন্দ্রীয় বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন বাজেট পেশ করার মধ্যে নির্ভর করে দেশের শিল্প ও অর্থনীতির বিভিন্ন দিক ও এরই সঙ্গে আরও অনেক কিছু। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ সকাল ১১ টা নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান (Finance Minister Nirmala Sitharaman) এই বাজেট পেশ করবেন।
কেন্দ্রীয় বাজেট ২০২৫
এই বছরের বাজেট কেন্দ্রীয় সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। এই বাজেট পেশ হওয়ার ফলে নতুন কি কি পরিবর্তন আসতে চলেছে এবং দেশের কোন কোন ব্যাপারে বড়সড় প্রভাব পড়তে চলেছে সেই সম্বন্ধেই কিছু তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে। শিল্পপতিদের কাছে এবারের এই কেন্দ্রীয় বাজেট অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ তারা মনে করছেন এইবারের বাজেট দেশের শিল্পকে আরো নতুন পথ দেখাবে।
Central Budget 2025
প্রধানমন্ত্রী বিভিন্ন বৈঠকের আগে জানিয়েছিলেন, দেশের শিল্প ব্যবস্থায় যাতে আরো উন্নতি হয় সেই দিকে বিশেষ নজর দেবেন তিনি। এই প্রসঙ্গে দেশের ছোট শিল্প থেকে শুরু করে বড় শিল্প গুলোতে বিশেষ আর্থিক সুবিধা প্রদানের দিকটি তুলে ধরা হবে বাজেট পেশের সময়। GST নিয়ে এবারের বাজেটে নতুন কিছু খবর আসতে চলেছে এমনটাই মনে করছেন শিল্পপতিরা।
শিল্প গুলিতে যদি জিএসটি কম করা হয় এবং সেই সাথে আর্থিক সুবিধা যদি বেশি দেওয়া হয়, তাহলে দেশের শিল্পপতিরা অনেকটাই লাভবান হতে পারবে, সেই সাথে ছোট শিল্প ব্যবসায়ীরাও অনেক লাভবান হবেন। শিল্প ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য কর্মসংস্থানের মানুষদের জন্য বড়সড়ো পরিবর্তন আসতে চলেছে। দেশের মানুষদের কর্মসংস্থান বাড়ানোর জন্য এই দেশে আরো নতুন করে শিল্প ও কর্ম ক্ষেত্র বাড়ানোর খুবই প্রয়োজন, নয়তো দেশের অর্থনীতিতে যে বড়সড় চাপ পড়বে যার প্রভাব পড়বে সাধারণ আমজনতার ওপর।
রান্নার গ্যাস 450 টাকায় পাবে নাগরিকরা! সরকারের তরফে বড় ঘোষণা
২০২৫ সালের বাজেট পেশে কর সারের সম্ভাবনা থাকছে। ২০২৫ ২৬ বার্ষিক বাজেটে বার্ষিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিদের কর ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক, বাজেট পেশ হওয়ার ফলে দেশের কোন কোন দিকে বিশেষ প্রভাব পড়তে চলেছে। আপাতত লক্ষ্য ফেব্রুয়ারি মাসের ১ তারিখের দিকে যে অর্থমন্ত্রী এই সম্পর্কে কি সিদ্ধান্ত নেন।
Written by Shampa Debnath