চাকরির প্রস্তুতি

Job Recruitment in WB – রাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, সর্বোচ্চ বেতন 1 লাখ 44 হাজার 200 টাকা।

বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হতে চান? এখনও সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে? চলতি বছরে দারুন সুখবর পেতে চলেছেন চাকরিপ্রার্থীরা Job Recruitment in WB. রাজ্যের এই বিশ্ববিদ্যালয়ের তরফে ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। নারী পুরুষ উভয়েই নিয়োগ পদের জন্য আবেদন জানাতে পারবেন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে।

Job Recruitment in WB

নিয়োগ স্থান- পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি
Job Recruitment in WB এ নিয়োগ পদের নাম-
১) অধ্যাপক (Professor)- কোন কোন বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে-
Mathematics
Zoology
Botany
Education
History
Philosophy
Sanskrit
Women’s Studies.

২) সহযোগী অধ্যাপক (Associate Professor Job Recruitment in WB ) কোন কোন বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে-
Bengali
Education
Physics
Chemistry
Zoology
Botany
Philosophy
Geography
Sanskrit
Women’s Studies

৩) সহকারী অধ্যাপক (Assistant Professor Job Recruitment in WB) কোন কোন বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে-
Philosophy
Women’s Studies
Botany
৪) লাইব্রেরীয়ান পদে নিয়োগ করা হবে (বিশ্ববিদ্যালয়ের সেট্রাল লাইব্রেরীতে)- ১ টি পদ।

শিক্ষাগত যোগ্যতা-
অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রী /P.hd করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাকতা বা গবেষণা বা রিসার্চ করার অভিজ্ঞতা থাকতে হবে।
লাইব্রেরীয়ান পদের আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে লাইব্রেরী সায়েন্স/ ইনফরমেশন সায়েন্স/ ডকুমেন্টেশন সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রিধারী সম্পূর্ণ করতে হবে।
বয়স সীমা-
উপরে উল্লেখিত তিনটি পদের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত জাতিগোষ্ঠীর প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী দেওয়া হবে বয়সের ছাড়।

বেতন-
নিয়োজিত পদগুলিতে UGC নিয়ম ও কলেজ সার্ভিস কমিশনের বেতন কাঠামো অনুসারে প্রতি মাসে বেতন দেওয়া হবে। পাশাপাশি দেওয়া হবে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা।
অধ্যাপক (Professor)- ১,৪৪,২০০ টাকা।
সহকারী অধ্যাপক (Associate Professor)- ১,৩১,৪০০ টাকা।
সহকারী অধ্যাপক (Assistant Professor)- ৫৭,৭০০ টাকা।
লাইব্রেরীয়ান (Librarian)- ১,৪৪,২০০ টাকা।
আবেদন পদ্ধতি- কেবলমাত্র অফলাইনেই করা যাবে আবেদন। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট-
www.dhwu.ac.in

আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সমস্ত প্রয়োজনীয় তথ্য (আবেদনকারীর নাম, জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স, লিঙ্গ, বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল আইডি, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ইত্যাদি) দিতে হবে। শেষে আবেদনকারীকে স্বাক্ষর করে আবেদনপত্রটির সঙ্গে সকল নথিপত্রের ফটোকপি সংযুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্টের মাধ্যমে নির্দিষ্ট স্থানে পাঠাতে হবে ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
Office of the Registrar, Dimond Harbour Women’s University, Dimond Harbour Road, Sarisha, South 24 Parganas, West Bengal-743368

প্রশ্নের মুখে 43000 প্রাথমিক শিক্ষকের চাকরি। 2017 থেকে চাকরি পাওয়া সমস্ত শিক্ষক মহা টেনশনে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
১) বয়সের প্রমানপত্র,
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট,
৩) আধার কার্ড,
৪) জাতিগত সংশাপত্র,
৫) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার প্রমানপত্র,
৬) অন্যান্য।

আবেদন ফি-
১) অধ্যাপক পদের ক্ষেত্রে- জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ২০০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ১৫০০ টাকা।
২) সহযোগী অধ্যাপক পদের ক্ষেত্রে- জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১৫০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ১২০০ টাকা।
৩) সহকারী অধ্যাপক পদের ক্ষেত্রে- জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৮০০ টাকা।
৪) লাইব্রেরীয়ান পদের ক্ষেত্রে- জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ২০০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ১৫০০ টাকা।

নিয়োগ পদ্ধতি- UGC – এর নিয়ম অনুসারে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার ওপর মূল্যায়ন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা তালিকা তৈরি করা হবে। সেই তালিকা অনুসারে সফল ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- ২৯ এপ্রিল, ২০২৩.

স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ, প্রচুর শূন্যপদে উচ্চ বেতনে সরকারি চাকরির সুযোগ, শীঘ্রই আবেদন করুন।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেক করতে পারেন অফিশিয়াল ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তি।
Job Recruitment in WB এর অফিশিয়াল ওয়েবসাইট-
http://www.dhwu.ac.in/
বিজ্ঞপ্তি-
https://drive.google.com/file/d/1BYb82lo1qMeuRzRqE7GQrhTo4W44WLbX/view?usp=drivesdk
চাকরি সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *