JIO Recharge – JIO র তরফে নতুন সস্তার প্ল্যান আনা হল, একবার রিচার্জে সারামাস সব ফ্রী।
এখন থেকে মাত্র ১২৩ টাকার JIO Recharge করলেই ১৪ জিবি নেট পাওয়া যাবে ২৮ দিনের জন্য, তার সাথে মিলবে আনলিমিটেড কল ও মেসেজের পরিষেবাও, সম্প্রতি দেশের অন্যতম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance JIO) তার গ্রাহকদের সুবিধার জন্য এই বিশেষ পরিষেবাটি চালু করার কথা ঘোষণা করেছে। উৎসবের মরসুমে দেশের রিলায়েন্স জিওর গ্রাহকদের জন্য এটি এক দারুণ সুখবর বলা যায়। ভারতীয় টেলিকম ব্যবস্থায় রিলায়েন্স জিও আসার পর অন্যান্য টেলিকম সংস্থাগুলির বাজার একেবারেই নিম্নমুখী হয়ে গিয়েছে।
123 Rupees JIO Recharge Plan Details.
ভোডাফোন (Vodafone), আইডিয়া (Idea), এয়ারটেল (Airtel), বিএসএনএল (BSNL) সব কোম্পানি গুলোরই মান নিম্নমুখী। তবুও জিওর (JIO Recharge) সাথে লড়াইয়ে টিকে থাকার জন্য নিত্যু নতুন প্ল্যান নিয়ে আসছে এই কোম্পানি গুলো। তবে, সস্তার রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে দেশের সকল টেলিকম সংস্থার মধ্যে প্রথমেই রিলায়েন্স জিওর কথা আসবে। মুকেশ আম্বানির (Mukesh Ambani) এই টেলিকম সংস্থাটির সস্তার প্রিপেড প্ল্যান গুলি এদেশে খুবই জনপ্রিয়।
আবার জিওর বার্ষিক প্ল্যান গুলিরও যদি মাসিক ভিত্তিতে খরচের হিসেব করা হয় তাহলে দেখা যাবে সেক্ষেত্রেও খরচ খুবই কম হচ্ছে। তবে, এবার জিও তার ব্যবহারকারীদের জন্য মাত্র ১২৩ টাকার একটি চমৎকার প্ল্যান (JIO Recharge) নিয়ে এসেছে। কম খরচে যাঁরা একটু বেশি দিনের ভ্যালিডিটির খোঁজ করেন, তাঁদের জন্য এই রিচার্জ প্ল্যানটি দারুণ উপভোগ্য হতে চলেছে।
পাশাপাশি যাদের অল্প সময়ের জন্য একটু অতিরিক্ত পরিমাণ ডেটার প্রয়োজন হয় তাঁদের জন্যও এই প্ল্যানটি চমৎকার হতে চলেছে। ১২৩ টাকার প্ল্যানটি ২৮ দিনের ভ্যালিডিটিতে পাবেন রিলায়েন্স জিওর গ্রাহকেরা। বর্তমানে প্রায় এক মাসের কাছাকাছি ভ্যালিডিটিতে জিওর সবথেকে সস্তার প্ল্যান (JIO Recharge Plan) হল ১২৩ টাকার। মূলত এই প্ল্যানটি তাঁদের জন্য নিয়ে আসা হয়েছে যাঁরা ফ্রি কলিং সহযোগে যথেষ্ট পরিমাণ ডেটার খোঁজ করে থাকেন।
১২৩ টাকার প্ল্যানে (123 JIO Recharge Plan) জিও ব্যবহারকারীরা প্রতিদিন ৫০০ এমবি ডেটা পেয়ে যাবেন। আর সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে জিও ব্যবহারকারীরা এই প্ল্যানে মোট ১৪ জিবি ডেটা পেয়ে যাবেন। ২৮ দিন ভ্যালিডিটির এই প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর পাশাপাশি ফ্রি মেসেজ এর অফারও পেয়ে যাবেন।
কম খরচে ২৮ দিনের জন্য জিও সিমটিকে সক্রিয় রাখতে ১২৩ টাকার রিচার্জ প্ল্যানটি (JIO Recharge) অত্যন্ত উপযোগী হতে চলেছে। সম্প্রতি রিলায়েন্স জিও (JIO) কম দামি কিছু ৪জি ফোন লঞ্চ করেছে। যার মধ্যে JIO Bharat নামক ফোনটি অন্যতম। যেটির দাম শুরু হয়েছে মাত্র ৯৯৯ টাকা থেকে। মূলত এই জিও ভারত ফোনের জন্যই রিলায়েন্স জিও ১২৩ টাকার রিচার্জ প্ল্যানটি এনেছে।
তবে, এই প্ল্যানের পাশাপাশি রিলায়েন্স জিও ১২৩৪ টাকার একটি বার্ষিক প্ল্যানও এনেছে। এই বার্ষিক প্ল্যানটি রিচার্জ করলে সারা বছর রিচার্জের (JIO Recharge) ঝামেলা থেকে মুক্তি পাবেন গ্রাহকরা। এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের জন্য প্ল্যানটিতে আনলিমিটেড কলিং সহ আরও একাধিক অফার রয়েছে। সর্বোপরি, এই প্ল্যানে ১২৮ জিবি ডেটাও পাবেন গ্রাহকরা।
এই প্ল্যানে হয়তো বেশি ডেটা পাওয়া যাবে না ঠিকই, তবে এক বছর আনলিমিটেড কল (Unlimited JIO Recharge Plan) করার ক্ষেত্রে ১২৩৪ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানটি দুর্দান্ত। সবমিলিয়ে, রিলায়েন্স জিও তার গ্রাহকদের সুবিধার্থে যে রিচার্জ প্ল্যান গুলি আনছে তাতে দেশের অন্যান্য টেলিকম সংস্থার চেয়ে রিলায়েন্স জিওর চাহিদা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।
Free Ration – কেন্দ্রের চাপে বন্ধ হতে পারে গরীবের ফ্রি রেশন। এবার শুধুমাত্র এরাই ফ্রি রেশন পাবেন।