১লা আগস্ট থেকে UPI লেনদেনের নিয়ম বদল! কি কি নতুন নিয়ম আসতে চলেছে?
Unified Payment Interface
দিনের শুরুতে প্রাতঃরাশের কফি হোক কিংবা রাতের বাজার আজকের দিনে অধিকাংশ মানুষই ভরসা করছেন UPI লেনদেনের উপর। Google Pay, PhonePe, Paytm এর মতো অ্যাপ গুলির মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। কিন্তু এত পরিমাণ ট্রানজেকশন হওয়ায় সার্ভারে চাপ বাড়ছে হুহু করে। এই অবস্থায় National Payments Corporation of India (NPCI) এবার কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনছে, যা কার্যকর হবে ২০২৫ সালের ১লা আগস্ট থেকে।
কী কী বদল আসছে নতুন UPI নিয়মে?
দিনে সর্বাধিক ৫০ বার ব্যালেন্স চেক – এখন থেকে আপনি কোনও UPI অ্যাপ (Google Pay / PhonePe) মারফত দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবেন। তার বেশি চেক করার চেষ্টা করলে সিস্টেম তা ব্লক করে দেবে। এতে সার্ভারের উপর অপ্রয়োজনীয় লোড অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই ভাবে দিনে সর্বোচ্চ ২৫ বার ব্যাংক একাউন্ট ডিটেইলস দেখা যাবে। আগে এখানে কোনও সীমা ছিল না।
নির্দিষ্ট সময়েই অটো পেমেন্ট
EMI, SIP বা সাবস্ক্রিপশন রিনিউয়ের মতো অটো ডেবিট লেনদেন গুলি এখন নির্দিষ্ট টাইম-স্লটে সম্পন্ন হবে — সকাল ১০ টার আগে, দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে, রাত ৯ : ৩০টার পরে। এইভাবে সার্ভারের লোড ব্যালান্স হবে, আর পেমেন্ট ফেইলিওরের ঘটনা কমবে।
ফেল হওয়া পেমেন্টের স্ট্যাটাস চেকের নতুন নিয়ম
যদি কোনও UPI লেনদেন ব্যর্থ হয়, তাহলে আপনি সেই পেমেন্টের স্ট্যাটাস সর্বোচ্চ ৩ বার চেক করতে পারবেন, প্রতিবার চেক করার মাঝে অন্তত ৯০ সেকেন্ডের ব্যবধান রাখতে হবে। আর এই সকল নিয়ম সব গ্রাহকদের মানতেই হবে নইলে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে সকলকে।
টাকা পাঠানোর আগে নাম দেখা যাবে
২০২৪ সালের মাঝামাঝি থেকে চালু হওয়া এই নিয়মে, এখন টাকা পাঠানোর আগেই প্রাপকের আসল নাম দেখতে পারবেন। ভুল একাউন্টে টাকা পাঠানোর ঘটনা অনেকটাই কমবে এর ফলে। এই সুবিধা আগেও ছিল কিন্তু এখন আরও কিছু ডিটেলস জানতে পারা যাবে।
2030 সাল পর্যন্ত আয়করে ছাড়! ইনকাম ট্যাক্স নিয়ে বড় ঘোষণা নির্মলা সিতারমনের
চার্জব্যাকের উপর লাগাম
চার্জব্যাক সংক্রান্ত নিয়মেও এসেছে কড়াকড়ি। এখন থেকে – সর্বাধিক ১০টি চার্জব্যাক করা যাবে প্রতি মাসে, একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫টির বেশি নয়, এর ফলে জালিয়াতি, ভুয়ো অভিযোগ ও অপব্যবহার অনেকটাই রোধ হবে। এই সকল সুবিধা সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।