অর্থনীতি

UPI Transaction: UPI-র মাধ্যমে লেনদেনে নিয়ম বদল! না জানলে সমস্যায় সমস্যা গ্রাহকদের

বর্তমানে দেশের প্রায় প্রতিটা মানুষই অনলাইনের মাধ্যমে টাকা (UPI Transaction Online) আদান প্রদান করে থাকে। মূলত দীর্ঘক্ষণ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে টাকা আদান প্রদান জনিত সমস্যাকে দূর করতেই অনলাইনে Paytm, Phone Pe, Google Pay টাকা লেনদেন করতে পছন্দ করে থাকেন দেশের অধিকাংশ মানুষজনেরা। এবার সামনে এলো UPI App সম্পর্কিত বড়ো তথ্য।

UPI Transaction Limit Change in India

বর্তমানে চায়ের দোকান থেকে শুরু করে মুদিখানা, সব জায়গাতেই পৌঁছে গিয়েছে QR Code স্ক্যান করে ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন (UPI Transaction). ডিজিটাল পদ্ধতিতে টাকা আদান প্রদান করার ক্ষেত্রে এর থেকে সহজ মাধ্যম আর নেই বললেই চলে আর সেই কারণেই এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

UPI অ্যাপের লেনদেনে পরিবর্তন!

এই ইউপিআই অ্যাপের মাধ্যমে একজনের অ্যাকাউন্ট থেকে অন্য জনের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পাশাপাশি মোবাইল নম্বরের ভিত্তিতে টাকা পাঠানো, কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠানো, রান্নার গ্যাস বুকিং থেকে শুরু করে ইলেকট্রিক বিল দেওয়া, ফোনের বিল দেওয়ার, ইন্সুরেন্সের টাকা মেটানো, কর মেটানো সব কিছুই করা যায়। এবার UPI Transaction ক্ষেত্রে জারি হল নতুন নিয়ম। যে নতুন নিয়মে মিলবে অনেক বেশি সুবিধা।

National Payments Corporation of India (NPCI) এই ইউপিআই ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তোলার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। আর সেই সকল পদক্ষেপের মধ্যেই এবার ইউপিআই অ্যাপের মাধ্যমে কর প্রদানের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে এই সিদ্ধান্ত (UPI Transaction). এর আগে আগস্ট মাসেই তাদের তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছিল এমন একটি পরিবর্তন আনা হবে সেই বিষয়ে।

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন যে নিয়ম জারি করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী এবার ইউপিআই অ্যাপের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত কর প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। আগে এই সীমা অনেক কম থাকার কারণে কর প্রদানের ক্ষেত্রে যারা ইউপিআই অ্যাপ ব্যবহার করতেন তাদের নানান সমস্যায় পড়তে হতো।

Bank Holidays (ব্যাঙ্কে ছুটি)

এবার এই সমস্যা থেকে সহজেই নিস্তার পাওয়া যাবে। এর পাশাপাশি, ব্যক্তিগত এবং অন্যান্য ক্ষেত্রেও আর্থিক লেনদেনের নতুন সীমা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে বেশির ভাগ পিআর টু পিআর পেমেন্টের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা এক লক্ষ টাকা। তবে বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে এই সীমায় আলাদা আলাদা নিয়ম রয়েছে (UPI Transaction).

ফিক্সড ডিপোজিট সুদের হার ৮%। এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে?

কোনো কোনো ব্যাঙ্কের ক্ষেত্রে সীমা এক লক্ষ টাকা থাকলেও আবার কোনো কোনো ব্যাঙ্ক নিরাপত্তার কারণে সেই সীমা অনেকটাই কমিয়ে ২৫ হাজার টাকা পর্যন্ত রেখেছে। এক্ষেত্রে কোন ব্যাঙ্ক কতটা সীমা দিচ্ছে তা দেখে নিতে হবে। তবে, UPI Transaction ব্যবহারের এই নতুন নিয়ম গ্রাহকদের অনেকটাই বেশি সুবিধা এনে দেবে বলে মনে করা হচ্ছে।
Written by Sampriti Bose

Related Articles