Muskaan Scholarship Program: 12,000 টাকা দেওয়া হবে, পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সুখবর
সকল মেধাবী পড়ুয়াদের জন্য এক নতুন স্কলারশিপ (Muskaan Scholarship Program) চলে আসলো। আমরা সকলেই জানি যে দেশের কোটি কোটি পড়ুয়া এমন আছে যারা টাকার অভাবে নিজেদের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়ে কাজে নিযুক্ত হয়। কারণ তাদের কাছে আর কোন ধরণের উপায় থাকে না (New Scholarship 2024). পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্যে দারুন খবর (Scholarship). তারা পেতে চলেছে 12 হাজার টাকা বৃত্তি! কি সেই বৃত্তি, কিভাবে নাম নথিভুক্ত করবেন, এই সব আপনাদের বলব।
Valvoline Muskaan Scholarship Program 2024-25.
কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকার উভয়ের তরফেই সকল পড়ুয়াদের জন্য স্কলারশিপ নিয়ে আসা হয়েছে। আর এই সকল স্কলারশিপের মধ্যে Swami Vivekananda Scholarship, Oasis Scholarship, Nabanna Scholarship, National Scholarship, PM Scholarship Program এই সকল প্রমুখ। আর আজকে আমরা Muskaan Scholarship Program বা মুসকান স্কলারশিপ ২০২৪ সম্পর্কে সকল তথ্য জেনে নিতে চলেছি।
মুসকান স্কলারশিপ কি?
ভালভোলিন কামিন্স একটি দারুন উদ্যোগ নিয়েছে যা শিক্ষার্থীদের জীবনকে আরো এগিয়ে নিয়ে যাবে। তারা মুস্কান স্কলারশিপ বলে একটি বৃত্তি এনেছে এই বৃত্তির মাধ্যমে বানিজ্যিক গাড়ির চালক (LMV/HMV), মেকানিক এবং আর্থিক ভাবে দুর্বল (EWS) পরিবারের সন্তানদের শিক্ষায় সাহায্য করা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেনীর ছাত্রীরা এই স্কলারশিপের (Muskaan Scholarship Program 2024) জন্য আবেদন জানাতে পারবেন।
মুসকান যোজনা কি?
এই বৃত্তির মাধ্যমে শুধু আর্থিক ভাবে সাহায্য পাওয়া করা হয় এমনটা নয় এই Muskaan Scholarship Program-র মাধ্যমে মেন্টারশিপ সাপোর্টও পাওয়া যায়। এর মাধ্যমে পড়ুয়ারা তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে, লক্ষ্য নির্ধারণ করতে এবং তাদের শিক্ষার মানকে আরো উন্নত করতে পারে। এই মেন্টারশিপ উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের সম্ভবনা উপলব্ধি করতে সাহায্য করে।
Who Will Apply for Muskaan Scholarship Program
1) নবম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়া হতে হবে।
2) দক্ষিণ, পূর্ব বা উত্তর-পূর্ব ভারতের রাজ্য গুলোর অসম (Assam), মণিপুর (Manipur), নাগাল্যান্ড (Nagaland), মিজোরাম (Mizoram), ত্রিপুরা (Tripura), অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh), সিকিম (Sikkim), ওড়িশা (Odisha), বিহার (Bihar), পুদুচেরী (Puducherry), ছত্তিশগড় (Chattisgarh), কেরালা (Kerala), তেলেঙ্গানা (Telangana), অন্ধ্র প্রদেশ (Andra Pradesh), ঝাড়খণ্ড (Jharkhand), কর্ণাটক (Karnataka), মেঘালয় (Meghalaya), তামিলনাড়ু (Tamilnadu) এবং পশ্চিমবঙ্গ (West Bengal) বাসিন্দা হতে হবে।
3) বানিজ্যিক গাড়ির চালক, মেকানিক বা আর্থিক ভাবে দুর্বল পরিবারের পড়ুয়া হতে হবে।
4) আগের ক্লাসে 60% নম্বর নিয়ে পাস করে থাকতে হবে।
5) পরিবারের বর্শিক আয় 8 লক্ষের কম হতে হবে।
Muskaan Scholarship Program Benefits
সর্বোচ্চ 12 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ (Muskaan Scholarship Program) দেওয়া হবে প্রকৃত খরচের উপরে ভিত্তি করে। মেন্টারশিপ সাপোর্ট পাবে পড়ুয়ারা। এই স্কলারশিপের টাকা শুধু মাত্র পড়াশোনার খরচ বাবদ, যেমন – টিউসন ফিস, বই, ষ্টেশনারী জিনিস এই সবের জন্য ব্যবহার করা যাবে। বৃত্তির পরিমান পড়ুয়াদের প্রকৃত শিক্ষা ব্যয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ হবে।
Muskaan Scholarship Program Apply Documents
আধার কার্ড, বর্তমান বছরের ভর্তির প্রমান, পাসপোর্ট সাইজ ছবি, আগের ক্লাসের আসল মার্কসিট, বাবা বা মায়ের আয়ের সার্টিফিকেট, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। আর এই সকল নথিপত্র সঙ্গে থাকলেই আপনারা এই স্কলারশিপে জন্য আবেদন করে নিতে পারবেন।
How to Apply on Muskaan Scholarship Program
1)প্রথমে Buddy4study-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং Apply Now তে ক্লিক করুন।
2) আপনি যদি এই ওয়েবসাইটে Register করে থাকেন তাহলে ID দিয়ে লগ ইন করুন। আর Register না করা থাকলে নতুন করে খুলুন।
3) এরপরে Muskaan Scholarship Program 2024 এর Application Form এর পেজে যান।
4) Start Application এ ক্লিক করুন।
5) এবার Application Form এ যে সব তথ্য চাইবে তা ঠিক মত বসিয়ে পূরণ করুন।
6) ‘Terms and Conditions’ Accept করুন এবং Preview বাটনে ক্লিক করে সব তথ্য আবার দেখে নিন।
7) সব ঠিক থাকলে সাবমিট করে দিন।
গ্রাহকদের স্বস্তির খবর দিলো Jio! কমেই পাবেন Unlimited 5G সহ অনেক কিছু
Muskaan Scholarship Program Apply Last Date
মুসকান স্কলারশিপ প্রোগ্রাম 2024 একটি অসাধারণ সুযোগ যা মেধাবি আর্থিক ভাবে দুর্বল পড়ুয়াদের পড়াশোনায় সাহায্য করবে। এই প্রোগ্রাম শুধু আর্থিক সহায়তাই নয়, মেন্টরশিপের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশেও সাহায্য করে। এই বৃত্তিতে আবেদন করার শেষ তারিখ 3 রা সেপ্টেম্বর 2024। তাই দেরি না করে আবেদন করে ফেলুন।
Written by Ananya Chakraborty.