প্রকল্প

দুয়ারে ডাক্তার Medical Camp – এইবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে ডাক্তার, বিনামূল্যে চিকিৎসা পাবেন, আপনার এলাকায় কবে?

রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে এবার আপনার এলাকাতেই Medical Camp এর মাধ্যামে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। দুয়ারে সরকার, দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে সাধারন মানুষ নিজের এলাকায় সরকারি পরিষেবা পাওয়ায়ার স্বাদ পেয়েছে। এবার নিজের এলাকায় বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে রূপক অর্থে অনেকে একে দুয়ারে ডাক্তার পরিষেবা বলেও অভিহিত করছে।

Medical Camp এ কোন কোন বিভাগের চিকিৎসক অংশগ্রহণ করছেন?

যদিও এটি সরাসরি সরকারী প্রকল্প না হলেও, সরকারী প্রতিষ্ঠানের স্বউদ্যোগেই বিনামূল্যে চিকিৎসা পাবে সাধারন মানুষ। এতদিন ধরে একাধিক ক্যাম্পের মাধ্যমে চিকিৎসার সুবিধা প্রদান করা হচ্ছিল। চলতি মাস থেকে সেই তালিকায় জুড়ল এই নতুন পরিষেবা। কোন কোন জেলায় এই পরিষেবা দেওয়া হচ্ছে? কবে থেকে শুরু হচ্ছে?

কর্মসাথী প্রকল্পে আবেদন করলেই মিলবে 2 লাখ টাকা, কোন নিয়ম মানতে হবে? অবশ্যই দেখে নিন।

বিশেষত, গ্রামের জনসাধারণের প্রায়শই অভিযোগ থাকে, যেকোনো কঠিন রোগের চিকিৎসা করতে হলে তাদের শহরের চিকিৎসাকেন্দ্রে যেতেই হয়। এই অভিযোগের উপর ভিত্তি করেই পরিষেবা পাবেন সাধারণ মানুষ। প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য বিশিষ্ঠ চিকিৎসকেরা পরিষেবা দিতে চলেছেন। বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এই পরিষেবার অংশ হচ্ছে। প্রথমে এই কর্মসূচিতে এসএসকেএম হাসপাতাল পদক্ষেপ গ্রহণ করেছিল।

গত দিন কয়েক আগে এসএসকেএম হাসপাতাল থেকে কেশিয়ারিতে একটি বড় চিকিৎসক দল পৌঁছে গিয়েছিলেন। সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজের তরফে Medical Camp কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই এই মেডিক্যাল কলেজ থেকে একদল চিকিৎসক যাত্রাপথে রওনা দিয়েছেন গ্রামের মানুষের চিকিৎসার উদ্দেশ্যে। মনে করা হচ্ছে এই প্রকল্প থেকে গ্রামের মানুষেরা সুস্বাস্থ্য পাবেন।

Medical Camp কোন কোন জেলায় এই পরিষেবা চালু করা হচ্ছে?
সংবাদ মাধ্যম সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজের ওই চিকিৎসকেরা হুগলি জেলায় গিয়ে চিকিৎসা করবেন। সেইমতো প্রায় ৩১ জন চিকিৎসক হুগলির গোঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গতকাল অর্থাৎ বৃহস্পতি থেকে আগামীকাল পর্যন্ত (শনিবার) এই চিকিৎসক শিবিরের আয়োজন করা হয়েছে।

Medical Camp কোন কোন বিভাগের চিকিৎসকেরা থাকবেন?
সেই শিবিরে থাকবেন কার্ডিও, মেডিসিন থেকে শুরু করে প্রায় ৮ টি বিভাগের চিকিত্‍সকেরা। এছাড়াও, গতকাল নদিয়া জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকদল। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ১৮ জনের এই চিকিৎসক কমিটি যাবেন নদিয়া জেলার গেদে অঞ্চলে। মোট ৩ দিন তারা পরিষেবা দেবেন।

আগামী ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছে। ২৫ জন চিকিৎসক পুরুলিয়ার বাগমুন্ডিতে এবং বান্দোয়ানে চিকিৎসা শিবির খুলবে। বাগমুন্ডিতে ২৪ ফেব্রুয়ারি এবং বান্দোয়ানে ২৫ ফেব্রুয়ারি এই শিবির আয়োজন হবে।

লক্ষ্মীর ভাণ্ডার এর বরাদ্দ বাড়লো, আরও প্রচুর নাম নেওয়া শুরু হবে।

এর আগে দুয়ারে সরকার পরিষেবার মাধ্যমে উপকৃত হয়েছেন বহু সাধারণ মানুষ। তবে নয়া এই পরিষেবায় কতটা উপকৃত হবেন সাধারণ মানুষ তা-ই এখন দেখার বিষয়। এই সম্পর্কে আপনাদের কোনো নিজস্ব মতামত থাকলে তা আমাদের ওয়েবপোর্টালে কমেন্ট করে জানাতে পারেন।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *