Dearness Allowance – অবশেষে পশ্চিমবঙ্গে DA বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত। রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষার অবসান
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে সরকারের সাথে ঠান্ডা লড়াই চলছে বেশ কয়েক বছর ধরে, ডিএ বৃদ্ধিকে (DA Hike) কেন্দ্র করে মিছিল, মিটিং পেরিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) এখনো মামলা চলছে। যদিও একাধিকবার ডিএ বাড়ানো নিয়ে সরকারকে আবেদন করলেও রাজ্য সরকার (Government of West Bengal) কোনভাবে ডিএ বৃদ্ধি নিয়ে আলোকপাত করেননি।
Government Employees Dearness Allowance Hike
এইদিকে কেন্দ্র সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে দীপাবলির আগেই। বর্তমানে ৫০% ডিএ বৃদ্ধি (Dearness Allowance) পেয়ে ৫৩% দাঁড়িয়েছে। শুধু ডিএ নয়, বেতন বৃদ্ধি নিয়েও কানা ঘুষো কিছু শোনা যাচ্ছে কেন্দ্র মন্ত্রক মহলে। কেন্দ্র সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ কার্যকর হবে পয়লা জুলাই থেকে। তাই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের এরিয়ার পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
পশ্চিমবঙ্গে DA বৃদ্ধির খবর
অন্যান্য রাজ্য সরকারও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে। যেহেতু অনেক দিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাই রাজ্য সরকার এইবার ডিএ বৃদ্ধি করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন। যেভাবে কেন্দ্রীয় সরকার একের পর এক ডিএ বৃদ্ধি (Dearness Allowance) করে চলেছে তার আবহে রাজ্য সরকারি কর্মচারীরা খুব দ্রুত কোন আন্দোলনে নামতে পারে।
সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি
সেই আভাস পেয়েই রাজ্যর বিভিন্ন মহলে ডিএ বৃদ্ধি (Dearness Allowance) নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। আর বিগত কিছুদিন আগে জানতে পাওয়া যাচ্ছিল যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আগামী বছরের বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এই সকল কিছু নিয়ে এখন পর্যন্ত এই নিয়ে কিছু খোলাসা করা হয়নি।
সরকারি কর্মীদের বেতন ও DA শীঘ্রই বাড়তে চলেছে! বড় খবর মাসের শুরুতে
ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ ডিএ পেয়ে থাকেন। তবুও কেন্দ্র এবং রাজ্যের ডিএ পার্থক্য থাকবে ৩৯ শতাংশ। আর অনেকেই মনে করছেন যে আবার ২০২৫ সাল শুরু হতেই হোলির সময় আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে আর এই পার্থক্য অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। এবারে দেখার অপেক্ষা যে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়।
Written by Shampa debnath