DA বাড়লেও শান্তি নেই! সরকারের নির্দেশে ঘুম উড়ল রাজ্য সরকারি কর্মীদের
সম্প্রতি কয়েক মাস আগেই সরকারি কর্মীদের কয়েক দফায় মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে এতেও গলেনি DA আন্দোলনকারীরা। তারা এখনো অনড় তাদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে। সুপ্রিম কোর্টে (Supreme Court of India) চলছে এই পঞ্চম বেতন কমিশনের (5th Pay Commission) বকেয়া মহার্ঘ ভাতার মামলা।
New Guidelines for West Bengal Government Employees.
এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। কিছু দিন আগেই এই মামলার (DA Case) শুনানি ছিল। কিন্তু সেই শুনানি পিছিয়ে পরের বছরে চলে গিয়েছে। এই শুনানি হবে পরের বছর 2025 সালে 7 ই জানুয়ারি। এই নিয়ে 12 বার পিছিয়ে গেল বকেয়া মহার্ঘ ভাতার মামলা। আবারও ঝুলে রইল পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার মামলা।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য নির্দেশ
এর আগে যতবার শুনানির দিন এসেছে ততবারই পিছিয়ে গিয়েছিল শুনানির দিন। আর এবারও তাই হওয়াতে হতাশ হয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মীরা (West Bengal State Government Employees) আর এরই মাঝে রাজ্য সরকার কর্মীদের জন্যে কড়া নির্দেশ দিয়েছে। আর এই নির্দেশ শুনে রীতিমত সকল কর্মীদের মাথায় হাত পরার জোগাড় হয়েছে।
HRA নিয়ে নতুন নির্দেশ সরকারের
রাজ্য সরকার শিক্ষকদের ভাতা (Allowance) সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে HRA (House Rent Allowance ) পেতে শিক্ষকদের মানতে হবে 14 দফা শর্ত। এতদিন ধরে প্রয়োজনীয় তথ্য প্রমান ছাড়াই এই সুবিধা নিতেন শিক্ষক শিক্ষিকারা। এমনটাই দাবি শিক্ষা দফতরের (Education Department). তবে এবার শুরু কড়াকড়ি। নির্দিষ্ট তথ্য প্রমান ছাড়া সরকারি ভাতার সুবিধা নেওয়া রুখতে বড় নির্দেশ সরকারের।
কি কি শর্ত দেওয়া হয়েছে?
বাড়ি ভাড়া (HRA) পেতে শিক্ষক ও শিক্ষা কর্মীদের স্কুল থেকে বাসস্থানের দূরত্ব নূন্যতম 50 কিলোমিটারের বেশি হতে হবে। পাশাপাশি আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীকে সেখান থেকে যাতায়াতের খেত্রে কি সমস্যা রয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট ভাবে জানাতে হবে। এছাড়াও, শিক্ষক বা শিক্ষা কর্মী দম্পতি যদি চাকরির জন্যে ভিন্ন ভিন্ন জায়গায় থাকেন তাহলে তার প্রমান দিতে হবে।
বাড়ি ভাড়া নিয়ে বাস করলে সেই প্রমান বাবদ দিতে হবে বাড়ি ভাড়ার রসিদ। এতদিন এই ধরনের তথ্য প্রমান ছাড়াই HRA বা বাড়ি ভাড়ার ভাতা পেতেন শিক্ষক শিক্ষাকর্মীরা। আর একটি বিষয়ে জানিয়ে রাখি, সরকারি নিয়ম অনুযায়ি স্বামী স্ত্রী যদি 50 কিলোমিটার এর মধ্যে চাকরি করেন তাহলে HRA বাবদ 12 হাজার টাকা পাবেন। তবে যদি স্বামী স্ত্রী দুজন আলাদা জায়গায় থাকেন এবং কাজের দূরত্বও অনেকটা হয়।
গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মেসেজ দেওয়া হচ্ছে? আসল খবর জেনে নিন
তাহলে সেক্ষেত্রে তারা আলাদাভাবে 12 হাজার টাকা HRA বাবদ পাবেন। আর এই সম্পর্কে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকা সকল শিক্ষক ও শিক্ষা কর্মীদের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.