চাকরি

Employee Benefits – সরকারি কর্মীদের জন্য সুখবর মাসের শুরুতেই। ডবল বেতন পাবেন। খুশিতে উচ্ছসিত সকলে।

এপ্রিল মাস মানেই রাজ্য সরকরি কর্মীদের (Employee Benefits) লক্ষ্মীলাভের মাস। কারন এই মাসে দুই বার বেতন পায় সরকারি কর্মীরা (Government Employees). আপনারা অনেকে জানেন এপ্রিল মাসে কেন দুই বার বেতন ঢোকে। তবে যারা জানেন না কেন এপ্রিল মাসে দুবার বেতন (Salary) ঢোকে তাদের মনে প্রশ্ন উঠতেই পারে কেন দুবার বেতন ঢোকে।

West Bengal Government Employee Benefits For Double Salary.

আজ আপনাদেরকে এই নিয়েই বলব। যারা নতুন সরকারি চাকরিতে (Government Job) যুক্ত হয়েছেন তাদের জানা তা জরুরী। এই ব্যাপারে জেনে থাকলে আর ঘাবড়ে যাবেন না। চলুন বিস্তারিত জেনে নিন। সাধারণত প্রতি মাসের শেষেই সেই মাসের মাইনে ঢুকে যায় কর্মীদের একাউন্টে। 28 থেকে 30 তারিখের মধ্যেই ঢুকে যায় বেতন (Employee Benefits). কিন্তু মার্চ মাসে শুধু হয় উল্টো। মার্চ মাসের বেতন পান না কর্মীরা।

সেই বেতন পান এপ্রিল মাসে। এপ্রিল মাসে বেতন পান দুবার। এই বিষয়ে নিয়ে প্রথমে অনেকে ঘাবড়ে গেলেও পরে স্বাভাবিকভাবেই মেনে নেয় সবাই। কিন্তু কেন এমন হয়? জেনে নিন। এই বছর মার্চ মাসের বেতন কর্মীরা (Employee Benefits) পেয়েছেন মঙ্গলবার 2 তারিখ সন্ধ্যা বেলায়। নবান্নের (Nabanna) কর্তারা বলেছেন, একেবারেই রুটিন বিষয়। মার্চ মাসের মাইনে ঢুকতে প্রতি বছরই দেরি হয়, সেটা ঢোকে এপ্রিলে।

নবান্ন সুত্রে খবর, মার্চ মাস যেহেতু আর্থিক বছরের শেষ মাস তাই প্রতি মাসের মতই সরকারি চাকরিজীবিদের পে-বিল করা হলেও মাইনের টাকা কর্মীদের ঢোকে নতুন আর্থিক বছরের প্রথমে অর্থাৎ এপ্রিল মাসে। প্রত্যেক বছর মার্চ মাসে বেতন পান না কর্মীরা আর এপ্রিলে দুবার বেতন (Employee Benefits) পান। এটাই নিয়ম। একবার বেতন পান 2-3 তারিখে আর দ্বিতীয় বার পান এপ্রিলের শেষে 28-29 তারিখের মধ্যে।

গত বছর 3 তারিখে বেতন পেয়েছিল কর্মীরা। আর এবার 2 তারিখে পায় তবে সন্ধ্যা বেলায়। বেলা 12 টা পেরিয়ে গেলেও বেতন না ঢোকায় প্রায় সবাই বিচলিত হয়ে গিয়েছিলেন। প্রথমে কেউ কেউ ভেবেছিলেন তার নিজের ব্যাংকের সার্ভারে সমস্যা হয়েছে তাই বিকেল হয়ে গেলেও বেতন (Employee Benefits) ঢুকছে না। অবশেষে সন্ধ্যা বেলায় ঢোকে বেতন। প্রশাসনিক এক কর্তা বলেন, ‘রাত 8টার পর মাইনে ঢুকেছে।

অন্য মাসে বেতন এর টাকা ঢুকলে ব্যাংকের SMS আসে কিন্তু এবার তা আসেনি। অধিকাংশ কর্মী রাতের দিকে চেক করে জেনেছে। তিনি বলেন, ‘বছরের শেষে 31শে মার্চ অব্দি ব্যাংকের সব লেনদেনের হিসেব চলে এবং নতুন বছর জিরো ব্যালেন্স থেকে শুরু হয় বলেই মার্চে বেতন (Employee Benefits) হয় না, এপ্রিলে হয়। প্রশাসনের এক সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

এর আগে গত তিন মাসে সরকারি কর্মীদের বেতন ঢুকেছে 29শে ডিসেম্বর, 30 শে জানুয়ারি ও 27 শে ফেব্রুয়ারি। আর এই বেতন সব সময় সকাল সকাল ক্রেডিট (Employee Benefits) হয়ে যায়। বহু কর্মী অফিসে যাওয়ার পথেই টাকা পেয়ে যান হাতে। দিনভর আর অপেক্ষা করতে হয় না। আর এই কারণের জন্যই মার্চের বেতন ঢুকতে দেরি হলেও এপ্রিলে দুইবার বেতন পাওয়ার জন্য খুশি সকলে।

এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে স্কুল ছুটি থাকবে রাজ্যে। টানা ছুটি থাকবে? আবার কবে খুলবে?

আর এই ডবল বেতন (Employee Benefits) বা এপ্রিল মাসে দুইবার টাকা ঢোকা কোন নতুন ব্যপার নয় সেটা আগেই আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আর এই মাসের শেষের আগেই এপ্রিল মাসের মাইনে ঢুকে যাবে। এই ব্যবস্থা সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য, ধন্যবাদ।
Written by Ananya Chakraborty.

রাজ্যের B.Ed প্রার্থীদের মাথায় হাত। কপাল খুললো নতুন D.El.Ed প্রার্থীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *