চাকরি

Employee Benefits: কেন্দ্রীয় হারে পাবেন! পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগে ডবল সুখবর। এবং 5 লাখের সুবিধা

পুজোর আগেই মালামাল হবেন রাজ্য সরকারি কর্মীরা (West Bengal State Government Employee Benefits). পকেটে ঢুকবে অনেক টাকা। বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে কি বলেছে রাজ্য সরকার? কোন ক্ষেত্রে টাকা বাড়বে? এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

সংক্ষেপে

West Bengal Government Employee Benefits

সামনেই স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী আর তার আগেই সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্যে। রীতিমত কপাল খুলে গেল লক্ষ লক্ষ সরকারি কর্মীদের। রাজ্য কেন্দ্র দুই সরকারের তরফ থেকেই সরকারি কর্মীদের বিভিন্ন রকমের সুবিধা দেওয়া হয়ে থাকে। নানারকমের ভাতা থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ড, EPF, GPF, PPF এর সুবিধাও দেওয়া হয়। তবে এবার এই GPF (General Provident Fund) নিয়েই এলো সুখবর।

Employees General Provident Fund

সম্প্রতি GPF নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য অর্থ দফতর। রাজ্য সরকার এবার কেন্দ্র যে হারে General Provident Fund এ সুদ দেয় রাজ্য সরকারও এবার সেই হারেই সুদ দেবে রাজ্য সরকারি কর্মীদের। সেখানে বলা হয়েছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সরকারি কর্মীরা ত্রৈমাসিক 7.1% হারে GPF এ জমা করা অর্থে সুদ পাবেন। আর এই নিয়ে রাজ্যপালের অনুমোদন ও পাওয়া গিয়েছে। রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিতে খুশি কর্মীরা। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের অধীনস্থ যেকোনো সংস্থায় কর্মরত থাকা কর্মীরা GPF এবং কনট্রিবিউটাড়ি ফান্ড এর ক্ষেত্রে কেন্দ্রীয় হারে এই নির্দিষ্ট সুদের হার (GPF interest rate) প্রযোজ্য হবে।

কিছুদিন আগেই রাজ্যের প্রিন্সিপাল একাউন্টেন্ট জেনারেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় যে এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা তাদের GPF এর বাৎসরিক রিপোর্ট শুধুমাত্র অনলাইনেই দেখতে পারবেন। এতদিন GPF সংক্রান্ত বাৎসরিক রিপোর্ট হাতে পেতেন কর্মীরা। তবে এবার রিপোর্ট অনলাইনে দেখার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, এবার সরকারি কর্মীরা (Government Employee) 25 হাজার টাকাও পেয়ে যাবেন।

Employees Group Health Insurance Scheme

সরকারি কর্মীদের উদ্দেশ্যে গ্রুপ ইন্সুরেন্স সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি দেখে কর্মীরা চমকে উঠেছেন। অনেকেই হয়তো জানেন না যে প্রত্যেক রাজ্য সরকারি কর্মীদের বেতন থেকে গ্রুপ ইন্সুরেন্স এর জন্যে এক নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেওয়া হয়। এই গ্রুপ ইন্সুরেন্সে ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হবে। আর এই সুদের অঙ্ক টা বেশ অনেকটাই। GPF এর সুদের হারেই গ্রুপ ইন্সুরেন্স এ সুদ দেওয়া হয়। অর্থাৎ গ্রুপ ইন্সুরেন্স এ 7.1% হারে সুদ পাবে কর্মীরা।

আরও পড়ুন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন প্রকল্প চালু হলো, একাউন্টে ঢুকবে মোটা টাকা।

টেবিল অনুযায়ী আপনিও যদি 1987 সালে চাকরিতে যোগ দিয়ে থাকেন এবং 2024 সালে অক্টোবর এ অবসর গ্রহণ করতে চলেছেন তাহলে গ্রুপ ইন্সুরেন্স বাবদ আপনি পেয়ে যাবেন 24,896.33 টাকার মত। এছাড়া 1988 সালে কাজে যোগ দেওয়া কর্মীরা অক্টোবর এ অবসর নিলে 22259.03 টাকা, 1989 সালে কাজে যোগ দেওয়া কর্মীরা অক্টোবর এ অবসর নিলে পাবেন 19873.40 টাকা, 1990 সালে কাজে যোগ দেওয়া কর্মীরা অক্টোবর এ অবসর নিলে পাবেন 15862.50 টাকা।

আরও পড়ুন, আগামীকাল আবার পূর্ণ দিবস ছুটি? আরও ৩টি ছুটির বিজ্ঞপ্তি

আবার 1992 সালে কাজে যোগ দেওয়া কর্মীরা অক্টোবর এ অবসর নিলে পাবেন 14187.60 টাকা, 1993 সালে কাজে যোগ দেওয়া কর্মীরা অক্টোবর এ অবসর নিলে পাবেন 12704.12 টাকা, 1995 সালে কাজে যোগ দেওয়া কর্মীরা অক্টোবর এ অবসর নিলে পাবেন 11380.15 টাকা, 1996 সালে কাজে যোগ দেওয়া কর্মীরা অক্টোবর এ অবসর নিলে পাবেন 10205.06 টাকা। অর্থাৎ এতে বোঝা যাচ্ছে পুজোর আগে কর্মীরা মালামাল (Employee Benefits) হতে চলেছে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *