ছুটি

Holiday: টানা ৩ দিন ছুটি পাবে সরকারি কর্মীরা। দুর্গাপুজোর আগেই ছুটির হাওয়া বাতাসে!

Holiday List 2025

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য আগস্ট মাসে আনন্দসংবাদ! সরকারি ছুটির তালিকা (Holiday List) অনুসারে মাধ্যমে টানা ৩ দিন বন্ধের সুবিধা তৈরি হতে পারে ফলে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিরতি উপভোগ করা যাবে বলে মনে করছেন অনেকেই। আগের থেকে এই ছুটি সম্পর্কে দেখে নেওয়া যাক।

Holiday for Government Employees

২০২৫ সালে ১৫ আগস্ট শুক্রবার স্বাভাবিকভাবে স্বাধীনতা দিবস; পাশাপাশি জন্মাষ্টমী এই বছর ১৬ আগস্ট শনিবার এ পড়ছে, যা সরকারি ছুটির তালিকায় গণ্য করা হয়েছে। শুক্রবার স্বাধীনতা দিবস ও শনিবার জন্মাষ্টমী দু’টি ছুটি মিলে এবং রবিবার সাধারণ ছুটি ধরলে কার্যত অনেক কর্মীর কাছে টানা ৩ দিনের বিরতি নিশ্চিত হচ্ছে। অফিসের কার্য পদ্ধতি ও এলাকার নিয়ম অনুযায়ী কিছু ভিন্নতা থাকতে পারে সরকারী গেজেট বা দপ্তরীয় সার্কুলার অবশ্যই চূড়ান্ত তথ্য দেবে।

সরকারি ছুটির তালিকা ২০২৫

১৫ আগস্ট ২০২৫ স্বাধীনতা দিবস (Independence Day) শুক্রবার, ১৬ আগস্ট ২০২৫ — জন্মাষ্টমী (Janmashtami) শনিবার, ১৭ আগস্ট ২০২৫ রবিবার সাপ্তাহিক ছুটি, এটির ফলে অনেক সরকারি অফিসে ১৫ – ১৭ আগস্ট পর্যন্ত ত্রিদিনী বিরতি হতে পারে। সরকারি ছুটির তালিকা সাধারণত রাজ্য অর্থ বিভাগের বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়; সাধারণত রাজ্যের অধিকাংশ সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান এসব ছুটি মেনে চলে। তবে কিছু বিশেষ দপ্তর যেমন – জরুরি পরিষেবা, কিছু রেজিস্ট্রার অফিস ইত্যাদি এর আওতায় নাও আসতে পারে।

বিদ্যালয় ও শিক্ষা বোর্ড গুলোর আলাদা নির্দেশিকা থাকতে পারে; স্কুল কলেজ গুলোর জন্য মডেল হলিডে লিস্টেও এই তারিখ গুলোর উল্লেখ থাকে। এই টানা ছুটির জন্য সরকারি স্বাভাবিক কাগজপত্র ও সার্টিফিকেট ইস্যু একদিন পিছিয়ে পড়তে পারে, ব্যাংকিং ও পোস্টাল সার্ভিস বন্ধ বা সীমিত হতে পারে, জরুরি পরিষেবায় কন্টিনিউয়িটি বজায় রাখতে স্থানীয় সার্কুলার জারি করা হয়, এই কারণে জরুরি কাজ থাকলে আগে থেকে শিডিউল ঠিক করা বা অনলাইনে বিকল্প ব্যবস্থা দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভারত যোগ্য জবাব দিলো আমেরিকাকে! ৩১৫০০ কোটির চুক্তি বাতিল শুনে ট্রাম্প অবাক

রাজ্য পর্যায়ে ছুটির তালিকা (Holiday List) প্রকাশের পরে কর্মীরা তাদের পারিবারিক এবং ভ্রমণ পরিকল্পনা ঠিক করতে পারে; এছাড়া অফিসের কাজের অগ্রাধিকার ঠিক রাখতেও সহায়ক। সরকারি বিজ্ঞপ্তি পড়ে অথবা অফিসিয়াল গেজেটে প্রকাশ দেখেই ছুটি চূড়ান্ত ধরা উচিত কারণ কিছু ক্ষেত্রে জেলার অনুকূলে আলাদা নির্দেশ বা অতিরিক্ত ছুটি দেওয়া হতে পারে।

Related Articles