DA বৃদ্ধির পর সরকারি কর্মীদের জন্য নতুন ছুটি ঘোষণা! আনন্দে আত্মহারা সকলে
পশ্চিমবঙ্গে ফের নতুন ছুটির (Holiday) ঘোষণা। সরকারি কর্মীদের (Government Employees Benefits) জন্যে সুখবর। ছুটির ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) সব সময় মুক্ত হস্ত। সামনেই আবার আসতে চলেছে ছুটি। আর কয়েকদিন পর চিকিৎসক দিবস (Doctor’s Day). এই বিশেষ দিন উপলক্ষে সরকারি অফিস গুলোতে অর্ধ দিবস ছুটি ঘোষনা করেছে রাজ্য সরকার। তবে দুটি দফতর বাদ দিয়ে বাকি সব দফতরেই অর্ধ দিবস ছুটি থাকবে বলে জানান হয়েছে বিজ্ঞপ্তিতে (Dearness Allowance).
Government of West Bengal Provide New Holiday for Employee Benefits.
চিকিৎসক দিবস পালন করা হয় 1 লা জুলাই। প্রতি বছরই 1 লা জুলাইয়ের দিন শিক্ষক দিবস পালন করা হয়। এই বছরও তার অন্যথা হবে না। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় বিশেষ দিন। তাই রাজ্য সরকারের অধীনে যে সব দফতর থাকবে সব দফতরেই ছুটি (Holiday) ঘোষনা করা হয়েছে। সোমবার 1লা জুলাই সব সরকারি দফতরে অর্ধদিবস ছুটি থাকবে।
১লা জুলাই পশ্চিমবঙ্গে নতুন ছুটি
সকাল থেকে দুপুর 2 টো পর্যন্ত কাজ চলবে আর দুপুর 2 টোর পর থেকে ছুটি হয়ে যাবে। গত বছরও এভাবেই চিকিৎসক দিবস পালিত হয়েছিল। তবে সব সরকারি দপ্তর ছুটি (Holiday List 2024) থাকলেও শুধু দুটি দপ্তর খোলা থাকবে। এমনই বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেখনে বলা হয়েছে, কলকাতার রেজিস্টার অফ অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এই দুটি খোলা থাকবে। এই দুটি ছাড়া সব বন্ধ থাকবে 2 টোর পর।
সরকারি কর্মীদের জন্য নতুন ছুটি ঘোষণা!
ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম দিবস সরকারি ছুটি ছাড়াও বিভিন্ন ভাবে পালন করা হয়। বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সচেতনতা শিবির এই সব নানা কর্মসূচির মাধ্যমে বিধানচন্দ্র রায় এর জন্মদিন পালন করা হয়। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও একই ছবি ধরা পরে। আর এই সব কিছুর কথা মাথায় রেখে রাজ্য সরকার এই ছুটি (Government Holiday) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিধানচন্দ্র রায়ের জন্ম দিনে ছুটি ঘোষণা
1 লা জুলাই দিনটি Doctor’s Day হিসেবে পালন করা হয় আমাদের দেশে। এই দিনটিতে দেশের এক মহৎ চিকিৎসকের জন্মদিন পালন করা হয়। 1882 সালে 1 লা জুলাই পাটনায় জন্মগ্রহণ করেন বিধানচন্দ্র রায়। তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। চিকিৎসক হিসেবেও তিনি অনেক খ্যাতি অর্জন করেছিলেন। তাই তার জন্মদিনকে স্মরণ করেই এই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়।
বন্ধন ব্যাংক ফিক্সড ডিপোজিট সুদের হার কত? জেনে নিয়ে বিনিয়োগ করুন
কলকাতা মেডিক্যাল কলেজ থেকে LMS এবং MD ডিগ্রি লাভের পর উচ্চ শিক্ষার জন্য বিলেতে পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে তার শিক্ষা গ্রহণের পথ খুব একটা সহজ ছিল না। তবু হাল ছাড়েননি। দেশে ফিরে প্র্যাকটিস শুরু করেন তিনি। চিকিৎসক বিধানচন্দ্র রায়কে নিয়ে সে সময় থেকে না না ধরনের মিথ প্রচলিত আছে। তার জন্মদিনে পালন করা হয় চিকিৎসক দিবস।
Written by Ananya Chakraborty.