ছুটি

Holiday List – অক্টোবর মাসে একাধিক ছুটি ঘোষণা, কত গুলো ছুটি বাড়ল? দেখুন এক নজরে।

ছুটি (Holiday List) পেতে কার না ভালো লাগে। স্কুলের বাচ্চারা থেকে শুরু করে সরকারি চাকরিজীবী সকলেরই আশা থাকে দীর্ঘদিন কাজের চাপের শেষে একটু ছুটি পাওয়ার। তাই তো প্রতিটি নতুন মাসের শুরুতেই সবাই মুখিয়ে বসে থাকেন জানার জন্য যে সেই মাসে কত গুলো ছুটি তারা পেতে চলেছেন। এর আগেই সেপ্টেম্বর মাসে বিভিন্ন উপলক্ষে একাধিক ছুটি ভোগ করেছেন সকলে। যেমন সেগুলির মধ্যে ছিল শিক্ষক দিবসের ছুটি, জন্মাষ্টমীর ছুটি, বিশ্বকর্মা পূজার ছুটি, গণেশ চতুর্থীর ছুটি।

Holiday List In October 2023.

তবে সব ক্ষেত্রে দেশজুড়ে ছুটি না থেকে বিভিন্ন রাজ্যে অথবা রাজ্যের বিভিন্ন এলাকা গুলিতে রাখা হয়েছিল কয়েকটি ছুটি। যেমন দিল্লিতে G 20 বৈঠক থাকার কারণে তিনদিন ধরে বন্ধ ছিল সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু সরকারি অফিস। যাই হোক, এই সমস্ত ছুটির তালিকা (Holiday List) আগেই পেশ করা হয়েছে আপনাদের কাছে। এবার আসতে চলেছে অক্টোবর মাস।

তাই এই মাসে কোন কোন দিন ছুটি (Holiday List) থাকবে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলি সে বিষয়ে জেনে নেব আজ। অক্টোবর মাস মানেই তো উৎসবের মাস। দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ শুরু হয় এই মাস পড়লেই। আর তাতে আনন্দে মেতে ওঠেন সকল দেশবাসী। তবে বলাই বাহুল্য যে বাঙ্গালীর কাছে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাঙালির প্রিয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয় এই মাসেই।

এছাড়াও সঙ্গে থাকে মহালয়া, লক্ষ্মীপূজো ইত্যাদি। যে গুলির কারণে অক্টোবর মাসে চলতে থাকে দীর্ঘ ছুটির (Holiday List) মেজাজ। তবে এই সকল বড় বড় ছুটি গুলি ছাড়াও সম্প্রতি জানা গেছে যে কয়েকটি বিশেষ কারণে এবছর অক্টোবর মাসে সকলে পাচ্ছেন অতিরিক্ত অনেক গুলি ছুটি। এই সমস্ত ছুটির কথা ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে সরকার মারফত।

এই সমস্ত ছুটি (Holiday) গুলোর কারণে বন্ধ থাকবে স্কুল এবং কলেজ থেকে শুরু করে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এবারে জেনে নিন কোন কোন দিন গুলিতে আর ঠিক কি কি কারনে ছুটির ঘোষণা (Holiday List) করেছে সরকার এই মাসে। ১৫ই অক্টোবর রবিবার সাধারণত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী কার্যালয় বন্ধ থাকে।

Gold Price Forecast (সোনার দাম পরিবর্তন)

১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গোৎসবের কারণে ছুটি (Holiday List) থাকতে চলেছে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস। ২৭ তারিখ লক্ষ্মীপূজার (Laxmi Puja) জন্য ছুটি থাকবে রাজ্যের সবকিছু। ২৮ তারিখ বাল্মিকী জয়ন্তী উপলক্ষে ছুটি থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান গুলি। ২৯ শে অক্টোবর রবিবার হওয়ার কারণে আবারও ছুটি থাকবে সমস্ত স্কুল কলেজ ও অফিস কাছারি।

Employment Exchange – পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের চাকরি দিচ্ছে সরকার। কিভাবে আবেদন করবেন, জেনে নিন।

কিন্তু পশ্চিমবঙ্গে সকল স্কুলে টানা ভাইফোঁটা পর্যন্ত ছুটি (Holiday List) থাকবে না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের সকল প্রাথমিক বিদ্যালয় গুলি লক্ষ্মী পুজোর পরে খুলে যাবে এবং সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় একেবারে ভাইফোঁটার পর খুলবে। কিন্তু এই সিদ্ধান্তে কিছু পরিবর্তনও করা হতে পারে রাজ্য সরকারের তরফে। অনেক প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকেরা দাবি করছেন যে তাদেরও টানা ছুটি দেওয়া হোক।

Gold Price Forecast – পুজোর আগে সোনা কেনার শেষ সুযোগ। কমে গেল দাম। এখন না কিনলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *