শিক্ষা

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট ঘোষণা, এই প্রথম পরীক্ষার্থীদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার।

গত ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছর পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য পর্ষদের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষার্থী থেকে শিক্ষকদের জন্য থাকে একাধিক নিয়মাবলী। এবার পরীক্ষার্থীদের সুবিধার্থে আরো একটি নয়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। তবে এই পদক্ষেপ কেবল পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য নয়।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করল সরকার।

তার সঙ্গে নিরাপত্তা প্রদানের কথা মাথায় রেখেও এই পদক্ষেপ। কি পদক্ষেপ?
রাজ্য বন দফতরে চালু করা হল কন্ট্রোল রুম। গতকাল (২৪ ফেব্রুয়ারি ) থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন বনাঞ্চল লাগোয়া গ্রামগুলির সকল পরীক্ষার্থীরা যাতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে গিয়ে কোনো সমস্যায় না পড়েন, তা দেখবে রাজ্য বন দফতর। এমনকি বন দফতরের গাড়িতেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া এবং আসার ব্যবস্থা করা হয়েছে।

 মাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত ট্রেন, পরীক্ষার দিনগুলিতে নতুন ট্রেনের টাইম টেবিল ও তালিকা দেখুন।

কেন এই পদক্ষেপ গ্রহণ?
মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই অর্থাৎ বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলার মহারাজঘাটের বাসিন্দা অর্জুন দাস, বেলাকোবা হাইস্কুল পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ভালোবাসা মোড় জঙ্গল এলাকায় হাতির আক্রমণে প্রাণ হারান। এই ঘটনার পর সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের বন দফতরের তরফে অরণ্যভবনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে ও রাজ্যের একাধিক জেলার (পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং) জেলাশাসক এবং ওই জেলাগুলির বন দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করা হয়েছে। একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?
১) জঙ্গল সংলগ্ন বিভিন্ন গ্রামগুলিতে যেখানে হাতি, অন্যান্য হিংস্র জন্তুরা হানা দিতে পারে, বা আগেও দিয়েছে, তার প্রতিরোধস্বরূপ ব্যবস্থাগ্রহণ।
২) জঙ্গল এলাকায় জনসচেতন বাড়ে সেই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ ও জঙ্গল এলাকায় মাইক দিয়ে জনসচেতনতামূলক প্রচার করা।
৩) গ্রাম সংলগ্ন জঙ্গলগুলির মধ্যেকার রাস্তাগুলি সাবধানতার সঙ্গে ব্যবহার।

৪) জঙ্গলগুলির প্রবেশপথে ড্রপগেট নির্মাণ। আগে থেকে ড্রপগেট থাকলে সেটি মেরামত ও রক্ষণাবেক্ষণ।
৫) প্রয়োজনে সেই সকল এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যদি জঙ্গলের রাস্তা ব্যবহার করতে হয়, তাহলে বন দফতর নিজ দায়িত্বে সেই সকল পরীক্ষার্থীদের নিরাপত্তার সহিত পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে।

আবার পরীক্ষা শেষে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা নেবে। প্রয়োজনে বন দফতরের গাড়ি ভাড়া করা থেকে শুরু করে অন্যান্য বিষয়েও আলোচনা করা হয় কনফারেন্সে।
উল্লেখ্য, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ICSE, CBSE, ISC, CBSC+2 পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের জেলাগুলির বন দফতরের আধিকারিক সহ সংশ্লিষ্ট কর্মচারীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
হেল্পলাইন নম্বর দেখে নেওয়া যাক,
তাছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে রাজ্য বন দফতরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
মোবাইল নম্বর-
9433147904

নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার উদ্দেশ্যে কয়েক দফা নির্দেশিকা জারি করলো নবান্ন, দেখে নিন নির্দেশাবলী।

এ বিষয়ে দক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতে জেলাগুলির জেলাশাসক ও শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যান্য পদক্ষেপ হিসেবে রাজ্যের সকল পরীক্ষার্থীদের সুবিধা দিতে রেলের তরফে শিয়ালদহ পূর্ব রেলের ট্রেনগুলির স্টেশন স্টপেজের পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে দর্শকদের বিস্তারিতভাবে জানাতে আমাদের ওয়েবপোর্টালে পূর্বেই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *