চাকরির প্রস্তুতি

WB Job Fair 2024: পশ্চিমবঙ্গে শুরু হল চাকরির মেলা! এখন সবাই চাকরি পাবে

শিক্ষিত বেকার ছেলে মেয়েদের জন্য দারুন খবর। আর কিছু দিন পর শুরু হতে চলেছে ‘জব ফেয়ার’ বা চাকরির মেলা (WB Job Fair 2024). বিপুল কর্ম সংস্থানের (Employment) লক্ষেই চালু হতে চলেছে এই মেলা। কোথায়, কবে হবে, কি করে এই মেলায় অংশ গ্রহণ করবেন সে সব বিষয়ে আপনাদের বিস্তারিত বলব। যাতে চাকরিপ্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুসারে চাকরি পেতে পারেন (Government of West Bengal).

WB Job Fair 2024 Provide Employment

আপনি যদি বেকার হয়ে থাকেন আর ভালো চাকরির সন্ধানে থাকেন তাহলে আপনার জন্যে আজকের এই প্রতিবেদন। আমাদের রাজ্যে প্রচুর ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অর্জন করেও বেকার বসে আছেন। তাদের জন্যে এক দারুন সুযোগ নিয়ে এসেছে রাজ্য সরকার। কয়েক দিন পর শুরু হতে চলেছে ‘WB Job Fair 2024 বা চাকরির মেলা 2024.

পশ্চিমবঙ্গে চাকরির মেলা শুরু

বিভিন্ন শাখায় শিক্ষাগত যোগ্যতা অর্জন করা ছাত্র ছাত্রীরা WB Job Fair 2024-র মাধ্যমে সরাসরি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে নিয়োগ (MNC Recruitment) হতে পারবে। উপযুক্ত যোগ্যতা সহ নিজের যাবতীয় তথ্য ভেরিফিকেসনের ইন্টারভিউ ভালো মত সম্পন্ন করতে পারলেই হাতে পেয়ে যাবেন নিয়োগ পত্র। রাজ্যের বিভিন্ন জেলার সরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। এবার কোথায় হবে এই মেলা আর কবে হবে দেখে নিন।

West Bengal Job Fair 2024 Registration

সম্প্রতি রাজ্যের পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং এন্ড স্কিল ডেভলপমেন্ট দফতরের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে এই বিরাট WB Job Fair 2024 অর্থাৎ সরকারি উদ্যোগে এই মেলা হতে চলেছে। ঠিক মত এই মেলায় অংশ গ্রহণ করে ইন্টারভিউ ক্লিয়ার করতে পারলেই আর চিন্তা নেই।

জব ফেয়ার 2024 এ অংশ গ্রহণ করার জন্যে কোনো আবেদন ফী বা চার্জ নেওয়া হবে না। এটিতে অংশ গ্রহণ করা একদম বিনামূল্যে। যে কোনো প্রাথী সরাসরি নির্দিষ্ট ঠিকানায় পৌছে WB Job Fair 2024 বা চাকরির মেলায় অংশ গ্রহণ করতে পারবে। এই চাকরির মেলা বা জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর গভর্নমেন্ট ITI ক্যাম্পাসে। আগ্রহী প্রার্থীরা আগামী 30 শে 2024 তারিখে নিজের সব গুরুত্বপুর্ণ তথ্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে সকাল 9 টা 30 মিনিটের মধ্যে দুর্গাপুর গভর্নমেন্ট ITI ক্যাম্পাসে উপস্থিত হয়ে যাবেন।

Great Business Ideas (সেরা ব্যবসার আইডিয়া)

কিভাবে অংশগ্রহণ করবেন?

সেখানে উপস্থিত হওয়ার পর প্রথমেই প্রার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে বিভাগে প্রার্থীরা ইন্টারভিউ দিতে ইচ্ছুক সেই বিভাগে গিয়ে সিরিয়াল নাম্বার অনুযায়ী অপেক্ষা করতে হবে। এরপর প্রার্থীরা সরাসরি ইন্টারভিউতে অংশ গ্রহণ করতে পারবেন।

১০ লাখ হবে ৩০ লাখ! পোস্ট অফিস দিচ্ছে আকর্ষণীয় সুদ

তবে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কিছু অভিজ্ঞ্তা বা শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থী উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পলিটেকনিক, ITI, ভোকেশনাল এবং PBSSD শাখার ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরা এখানে অংশ গ্রহণ করতে পারবে। আর এই WB Job Fair 2024 এর মাধ্যমে অনেকেই সমাজে প্রতিষ্ঠিত হয়ে চাকরি করছেন, এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles