প্রকল্প

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে? কবে ঢুকবে এখনই জানুন

পশ্চিমবঙ্গের প্রায় ২ কোটি মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmir Bhandar Scheme) টাকা মাসের শুরুতেই পেয়ে যায়। কিন্তু চলতি মাসে এমনটা শুনতে পাওয়া যাচ্ছে যে অনেকেই এখনও পর্যন্ত এই টাকা পাননি। তাহলে কবে টাকা পাবেন এবং সেইটা কিভাবে জানবেন সেই সম্পর্কে আজকে জেনে নিতে চলেছি (Government of West Bengal).

Lakshmir Bhandar Online Status Check for Payment.

এই বিষয়ে জানার জন্যে চেক লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস (Lakshmir Bhandar Status). কিভাবে চেক করবেন তা আপনাদের জানাব। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সব প্রকল্পের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প পুরো দেশে সারা ফেলেছে। বহু রাজ্যের সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে মহিলাদের জন্য প্রকল্পও চালু করেছে। আজ আপনাদের এই প্রকল্পের ব্যাপারে খুটিনাটি জানাব।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প স্ট্যাটাস চেক

2021 সালে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar) চালু করে মুখ্যমন্ত্রী। মহিলাদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য ও মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্যে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee). আর এই জন্যই তিনি বিধানসভা থেকে শুরু করে বিগত লোকসভা ভোটেও অনেক সুবিধা অর্জন করেছেন বলেও মনে করেন অনেকে।

লক্ষ্মীর ভাণ্ডারে কারা আবেদন করতে পারবে?

এই Lakshmir Bhandar প্রকল্পে রাজ্যের যে কোন অঞ্চলের মহিলারাই আবেদন করতে পারবেন। মহিলাদের বয়স হতে হবে 25 থেকে 60 এর মধ্যে। একটি পরিবারের সব মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবে। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা শুধু মাত্র বেকার মহিলারাই পাবেন। যারা কোনো সরকার বা বেসরকারি সংস্থায় চাকরি করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই সব যোগ্যতা থাকলে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন।

লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা দেওয়া হয়?

এই Lakshmir Bhandar প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি, উপজাতি মহিলাদের 1200 আর সাধারন শ্রেনীর মহিলাদের 1000 টাকা করে দেওয়া হয়। প্রথম যখন এই প্রকল্প চালু করা হয় তখন তপশিলি জাতি ও উপজাতিদের 1000 এবং সাধারন শ্রেণীদের 500 করে দেওয়া হত। পরে চলতি বছর এই ভাতার পরিমান (Allowance Hike) বাড়ানো হয়।

লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের নথিপত্র

লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন (Lakshmir Bhandar Apply) করার জন্যে স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi Card) কপি, আধার কার্ডের কপি, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি, আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে, ছবি পাসপোর্ট সাইজ, এই কপি গুলোতে সই করতে হবে আবেদনকারিকে।

লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করবেন কোথায়?

এই Lakshmir Bhandar প্রকল্পে আবেদন করার জন্যে দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) যেতে হবে। সেখনে দব নথি পত্র নিয়ে গেলেই আবেদন করতে পারবেন। তবে এখন পৌরসভা, BDO অফিস এই সব জায়গাতেও আবেদন করা যাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে ফের দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

Holiday (পশ্চিমবঙ্গে টানা ছুটি)

লক্ষ্মীর ভাণ্ডারের কিভাবে স্ট্যাটাস চেক করবেন?

1) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর পেজের নিচে Track Application Status অপশনটিতে ক্লিক করতে হবে।
3) ক্লিক করার পর যে পেজ আসবে সেখানে Application ID বা আধার কার্ড নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, অথবা মোবাইল নম্বর দিতে হবে।

লক্ষ্মীর ভাণ্ডারে 1000, 1200 আর নয়! এবার 5000 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার

4) এরপর Captcha কোড দিয়ে Search এ ক্লিক করতে হবে। Captcha কোড বুঝতে না পারলে Refresh করে নিলে নতুন Captcha চলে আসবে
5) সার্চ করার পর আপনার সামনে Lakshmir Bhandar Application ID, ব্যাঙ্কের তথ্য, আর পেমেন্টের সব তথ্যও সামনে ভেসে উঠবে। এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *