ছুটি

WB Leave Rules – পহেলা জানুয়ারী থেকে পশ্চিমবঙ্গের স্কুলে ছুটির নিয়মে বদল। শিক্ষকদের সুবিধা হল।

পশ্চিমবঙ্গে ছুটির নিয়মে (WB Leave Rules) এক খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হল সরকারের তরফে। সরকারি কর্মচারীরা সরকারের পক্ষ থেকে অনেক ধরণের সুবিধা পান। সেই সকল সুবিধার মধ্যে অন্যতম হল এই ছুটি বা (WB Leave Rules). রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি কর্মী কেউই নিজেদের ইচ্ছে মত ছুটি নিতে পারেননা। আর এই ছুটি নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) এক নিয়মে পরিবর্তন করেছে।

WB Leave Rules Change For Female School Teachers.

এবারে স্কুল শিক্ষিকাদের জন্যে খুশির খবর। ছুটির নিয়মে (WB Leave Rules) বদল আনা হল। শিথিল কর হল ছুটির নিয়ম। কোন নিয়মে বদল আনা হল জেনে নিন। আপনি কি স্কুলে চাকরি করেন? আপনি কি একজন শিক্ষিকা? আপনার ছেলে বা মেয়ে কি মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে? তাহলে এই খুশির খবর আপনার জন্যে। আগে ছেলে বা মেয়ের পরীক্ষা চলাকালীন ছুটি নিতে পারতো না শিক্ষিকারা।

এর ফলে ছেলে বা মেয়েকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া দিয়ে যাবতীয় সব কাজের জন্য পরিবারের অন্যদের উপর নির্ভর করতে হয়। তাই এই দিক বিচার করে নিয়মে (WB Leave Rules) পরিবর্তন আনা হয়েছে। নবান্ন (Nabanna) এর তরফ থেকে আগেই এই নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগে নির্দেশ ছিল বোর্ড পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষক বা শিক্ষিকা ছুটি নিতে পারবেন না। এবার থেকে এই নিয়ম শিথিল করা হল।

এবার থেকে কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মীর ছেলে বা মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী হয় তাহলে সেই সব শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মী ছুটির (WB Leave Rules) আবেদন করতে পারবেন। আগে শুধুমাত্র ছেলে বা মেয়ে অসুস্থ হলেই ছুটি নিতে পারতো শিক্ষক শিক্ষিকারা। 2024 এর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের ছুটির (WB Leave Rules) আবেদন নিয়ে নোটিশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE).

DA Hike (মহার্ঘ ভাতা বৃদ্ধি)

এই নোটিশে বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষা 2024 এর কেন্দ্র ও ভেনু হিসেবে নির্বাচিত স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী ছুটির আবেদন শুধুমাত্র Child Care Leave অথবা Paternity Leave পাওয়া যেতে পারে যদি তার ছেলে বা মেয়ে যে কোনো বড় পরীক্ষার্থী হয় তাহলে। এ জন্য সেই আধিকারিককে তার ছেলে বা মেয়ের পরীক্ষার রুটিন, এডমিট কার্ড, স্কুলের পরিচয়পত্র প্রমান সহ স্বামী ও স্ত্রীর একই উদ্দেশ্যে Child Care Leave অথবা Paternity Leave (As Applicable) ব্যবহার করছেন না এই দিয়ে একটি চিঠি জমা করতে হবে স্কুলে (WB Leave Rules).

আবার টানা ছুটি নতুন বছর শুরুর আগেই, সবার জন্য ছুটি। বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হল।

এই আবেদন পত্র ছুটি নেওয়ার 3 সপ্তাহ আগে জমা করতে হবে স্কুলে। যার ফলে ঐ স্কুল মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক 2024 এর জন্যে প্রয়োজনীয় পরিকল্পনা নিতে পারে। এই বিষয় নিয়ে STEA এর পক্ষ থেকে শিক্ষক নেটা অনিমেষ হালদার বলেন, “অনেক দিন ধরে শিক্ষা দফতরে নিয়ে মৌখিক আশ্বাস দিলেও নিদেশিকা জারি করছিল না। এখন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ছুটি নিতে (WB Leave Rules) আশাকরি কোন অসুবিধা হবে না।
Written by Ananya Chakraborty.

কমে গেল ছুটি। পশ্চিমবঙ্গের সরকারী স্কুলের ছুটির তালিকা প্রকাশ। রইলো PDF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *