প্রকল্প

Krishak Bandhu – পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প। 10 হাজার টাকা একাউন্টে ঢুকবে শুধুমাত্র আবেদন করলেই।

আর কিছুদিন পরেই ভোট আর ভোটের আগে রাজ্য সরকার গরিব ও মধ্যবিত্ত মানুষদের জন্যে নতুন প্রকল্প (Krishak Bandhu) নিয়ে এলো যে প্রকল্পের মাধ্যমে আপনি মালামাল হতে পারবেন। এই প্রকল্পে আবেদন করলেই পাবেন 10 হাজার টাকা। রাজ্যের যে কোনো জায়গা থেকেই এই প্রকল্পের জন্যে আবেদন জানাতে পারবে। চলুন তাহলে এই নতুন প্রকল্প (Farmers) সম্পর্কে জেনে নেই।

West Bengal Krishak Bandhu Online Apply Benefits.

মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) যবে থেকে ক্ষমতায় এসেছে তবে থেকে এক এক করে অনেক প্রকল্প চালু করেছে। অনেক বেশি প্রকল্প চালু করেছে সরকার। দেশের অন্যান্য রাজ্যের সরকারের থেকে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে। আর এই সব নতুন নতুন প্রকল্পের (Krishak Bandhu) জন্যে বিশ্ব স্তরেও সম্মান লাভ করেছে রাজ্য।

পড়ুয়া থেকে বৃদ্ধ মানুষ, কৃষক (Krishak Bandhu) মহিলা পুরুষ সবার জন্যই নানা রকমের প্রকল্প নিয়ে হাজির হয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প গুলোর মধ্যে মধ্যে হল লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী প্রকল্প, রূপশ্রী, যুবশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী আরো অনেক প্রকল্প আছে। স্কুল ছুট সমস্যা বাঁচতে রাজ্যেের মেয়েদের জন্যে চালু করা হয়েছে কন্যাশ্রী প্রকল্প।

রাজ্যের সব স্তরের মহিলাদের আর্থিক সাহায্য করার জন্য চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার এই বছরের বাজেটে এই প্রকল্পের টাকা বাড়ান হয়েছে। তারপরে চিকিৎসার ক্ষেত্রে যাতে বিনামূল্যে ভালো চিকিৎসার পায় মধ্যবিত্ত মানুষ গুলো (Krishak Bandhu) তার জন্যে স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছে। এই সব প্রকল্প গুলো যে শুধু দেশে জনপ্রিয় হয়েছে তা নয় বিদেশেও জনপ্রিয় হয়েছে।

এই রকমি আরো একটি প্রকল্পের (Krishak Bandhu) সূচনা করেছে রাজ্য সরকার যে প্রকল্পে আবেদন করলেই পাবেন 10 হাজার টাকা। এই Krishak Bandhu প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে প্রচুর গরিব মধ্যবিত্ত মানুষ। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ (West Bengal) কৃষি নির্ভর। এখনকার বেশিরভাগ মানুষের কৃষিকাজই প্রধান জীবিকা। যে সব মানুষ কৃষিকাজ করেন তাদের মধ্যে বেশিরভাগই গরিব মধ্যবিত্ত।

রাজ্যের কৃষকদের অবস্থা এমনিতেই ভালো নয় মাঝে মধ্যেই শোনা যায় অপ্রিতিকর ঘটনা। এই সব গরিব মধ্যবিত্ত কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা দেওয়ার জন্যেই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের নাম হল কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu). এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর 10 হাজার টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের আবেদন করার জন্যে আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

18 বছর বয়স হতে হবে। শুধু তাই নয় এই Krishak Bandhu প্রকল্পের আওতায় থাকা মানুষ যদি কোনো কারন বসত মারা যায় তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। আর এই কারণের জন্য রাজ্যের সকল কৃষকদের খুবই সুবিধা হতে চলেছে। আর এই প্রকল্প শুধুমাত্র রাজ্যের সকল কৃষকদের জন্যই আনা হয়েছে। তাহলে কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

PMAY Scheme (প্রধানমন্ত্রী আবাস যোজনা)

Krishak Bandhu Apply Documents

1) প্রথমত আবেদনকারীর এমন একটি প্রমাণ থাকতে হবে যার মাধ্যমে প্রমাণ করবেন তিনি কৃষক। যেমন জমির পর্চা, জমির দলিল, পাট্টা।
2) আধার কার্ড অথবা ভোটার কার্ড।
3) ব্যাংক একাউন্ট।
4) এরপর আবেদনকারীর একটি গ্রাম পঞ্চায়েত প্রধানের সুপাররিশ বা ওয়ারিশ সার্টিফিকেট জমা করতে হবে
5) জমির কাগজ ও অন্যান্য।

শুধুমাত্র মহিলাদের জন্য নতুন প্রকল্প শুরু। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নপূরণ। আর কেউ আটকাতে পারবে না।

Krishak Bandhu Scheme Online Apply Process

এই প্রকল্পের আবেদন করতে গেলে আবেদন কারীকে অফলাইনে একটি আবেদনপত্র জমা করতে হবে। এই আবেদনপত্র নেওয়ার জন্য আপনাদের নিকটবর্তী BDO বা পঞ্চায়েত অফিসে যেতে হবে। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া চালু থাকলে সে অফিস থেকে আপনাকে আবেদনপত্র দেওয়া হবে সেটি নির্ভুল ভাবে পূরণ করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।
Written by Ananya Chakraborty.

কৃষকবন্ধুদের 16 তম কিস্তির টাকা এখনো ঢোকেনি? কি করলে আপনার টাকা ঢুকবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *