School Holiday – টানা 1 মাস স্কুল ছুটি থাকবে। কারা এই ছুটি পাবে দেখুন।
এই বছর সারা ফেব্রুয়ারি মাস জুড়ে থাকবে স্কুল ছুটি (School Holiday). মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার (Madhyamik HS Exam) জন্য ছুটি থাকবে। এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনেকটাই এগিয়ে এসেছে। মাধ্যমিক পরীক্ষা (WBBSE Madhyamik Exam) শেষ হতে না হতেই উচ্চমাধ্যমিক পরীক্ষা (WBCHSE HS Exam) শুরু আর এই দুই পরীক্ষার মাঝে আবার পড়েছে সরস্বতী পুজো (Saraswati Puja).
West Bengal School Holiday In February 2024.
তাই সারা মাস জুড়েই থাকছে ছুটি স্কুল গুলোতে। কোন কোন ক্লাস থাকবে ছুটি জেনে নিন। এই বছর 2রা ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষা চলবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর 4 দিনের ব্যবধানে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা আর পরীক্ষা চলবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। অর এই দুই পরীক্ষার মাঝেই সরস্বতী পুজো পড়েছে (School Holiday).
12ই ফেব্রুয়ারি মাধ্যমিক শেষ হওয়ার পর 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো আর তার পরের দিন 15ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর বিশ্রাম আর তারপরের দিন 16ই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। তাই যে সব স্কুল গুলোতে এই দুই পরীক্ষার সেন্টার পড়েছে সেই স্কুলের অন্যান্য ক্লাস গুলো ছুটি থাকবে সারা ফেব্রুয়ারি মাস জুড়ে (School Holiday).
এছারা যে সব স্কুল গুলোতে শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে সেই সব স্কুল গুলোতে অর্ধেক মাস ছুটি থাকবে। যেহেতু অধিকাংশ স্কুল গুলোতে মাধ্যমিক না হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে তাই বেশিরভাগ স্কুল গুলোতে অর্ধেক মাস ছুটি থাকবে। আর যে সব স্কুল গুলোতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষারই সেন্টার পড়েনি সেসব স্কুল গুলোতে ছুটি (School Holiday) থাকতে পারে অথবা অর্ধেক স্কুল অর্থাৎ হাফ টাইম হতে পারে।
পশ্চিমবঙ্গের স্কুল ছুটি দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কবে ছুটি? কোন কোন স্কুল ছুটি?
করণ যে সব স্কুল গুলোতে সেন্টার পড়েনি সে সব স্কুল শিক্ষক বিভিন্ন পরীক্ষার সেন্টারে গার্ড দিতে যাবেন তাই স্কুল গুলোতে কম শিক্ষক থাকার ফলে হাফ টাইম স্কুল হতে পারে আবার ছুটিও থাকতে পারে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারনে স্কুল এর পঞ্চম থেকে দশম শ্রেনীর ছাত্র ছাত্রীদের ছুটি (School Holiday) থাকবে। প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্কুল গুলোতে কোনো ছুটি থাকবে না। তাদের প্রতিদিনই ক্লাস হবে।
Written by Ananya Chakraborty.
আগামীকাল পশ্চিমবঙ্গের সরকারী সাহায্য পোষিত ও নিম্ন বুনিয়াদি স্কুলে ছুটি ঘোষণা।