Holiday List – আবার টানা ছুটি নতুন বছর শুরুর আগেই, সবার জন্য ছুটি। বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হল।
শীতকাল শুরু হয়ে গেছে আর এই শীতকাল পড়লেই ছুটির (Holiday List) কথা চিন্তা করে আমাদের খুবই আনন্দ হয়। শুধুমাত্র যে ছোটরা আনন্দ পায় সেটা নয় বড়দেরও খুশির ঠিকানা থাকে না। চলতি বছর শেষের দিকে, আর এই বছর এর শেষ মাস থেকে নতুন বছর শুরু পর্যন্ত এক টানা কয়েকদিন ছুটি থাকবে। ডিসেম্বর মাস শেষের দিকে আর ডিসেম্বর মাসে ক্রিসমাস এর ছুটির অপেক্ষা করে থাকে ছোটরা।
Holiday List In West Bengal 2024.
এই সময় ছোট থেকে বড় সবাই এক টানা ছুটির (Holiday List) অপেক্ষা করে থাকে তারা। সবাই চায় এই সময় কোথাও না কোথাও ঘুরতে যেতে এবং পিকনিক করতে যেতে। আপনিও কি যেতে চান ঘুরতে? পিকনিক করতে যেতে চান? যদি যেতে চান তাহলে পরিবারের সাথে প্ল্যান করে ফেলুন ঘুরতে যাওয়ার। পশ্চিমবঙ্গের স্কুল গুলোর ছুটির তালিকা এবার জানা গেল।
তাই একটু ছুটি পেলেই ঘুরতে যেতে মন ছুটে যায় বাঙালিদের। আর এবার এক টানা লম্বা ছুটি পেতে চলেছে স্কুল গুলো। ডিসেম্বর 24 তারিখ থেকে 2রা জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে পশ্চিমবঙ্গের স্কুল গুলো এমনি খবর পাওয়া গেল সূত্র মারফত। 12 দিনের লম্বা ছুটি (Holiday List) পেয়ে খুশির মেজাজে কচিকাচারা। এই ছুটি গুলো সাধারণত অ্যাকাডেমিক ক্যালেন্ডারের উপরে ভিত্তি করে নির্ধারিত হয়।
আমার কর্মদিশা প্রকল্প শুরু হল রাজ্যে, নতুন কি কি সুবিধা পাবেন।
সারা বছর ধরে বিভিন্ন নতুন ছুটি এই তালিকায় যুক্ত হতে থাকে। এবছর শীত পরেছে জাঁকিয়ে। আর এই শীতের মধ্যে ছুটির এই খবর মন খুশি করার মত খবর। আর এই ছুটি শুধুমাত্র স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য। আর বাকি সকল সরকারি অফিস নির্ধারিত সময় অনুসারে খোলা থাকবে। তাহলে আজকেই আপনারা ঠিক করে নিন এই ছুটিতে (Holiday List) কি করতে চলেছেন।
Written by Ananya Chakraborty.
আগামীকাল প্রাইমারি টেট রাজ্যে। পরীক্ষার দিতে যাওয়ার আগে জরুরী