Summer Vacation – তীব্র গরমে এগিয়ে এলো গরমের ছুটি। সমস্ত সরকারি স্কুল বন্ধ। প্রাইভেট স্কুল ও বন্ধের অনুরোধ।
এবারের গরম দেরীতে শুরু হলেও এই কয়েকদিনে কয়েক লাফেই উষ্ণতা ৪০ ডিগ্রি ছড়িয়েছে। যার জেরে গরমের ছুটি তথা Summer vacation আবার এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলো। শুধু রাজ্যের সরকারি স্কুলই নয়, প্রাইভেট স্কুল গুলো যাতে ছুটি দেওয়া হয়, তার জন্য অনুরোধ করা হয়েছে। কবে থেকে স্কুলে কলেজে গরমের ছুটি পড়লো, কবে স্কুল খুলবে জেনে নিন।
WB School Summer vacation Declare for Heat Wave
প্রসঙ্গত এবারের ছুটির তালিকার (Holiday List) পরও গত মাসে গরমের ছুটি আরও ১০ দিন এগিয়ে আনা হয়েছিলো। তবে এবার আরও তীব্র গরম পড়ার কারনে এই ছুটি আরও ১২ দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এবারের ছুটি (Summer Vacation) পড়ছে ২২ এপ্রিল থেকে।
কবে থেকে গরমের ছুটি পড়ছে?
এমনিতেই আগামী ১৯শে এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে ১৮ তম সাধারণ নির্বাচন। এবারের লোকসভা ভোট ৭ দফায় সম্পন্ন হবে। আগামী ১ জুন শেষ দফার ভোট তাই ভোট পর্ব মিটে যেতেই স্কুল খোলার কথা ছিলো। অর্থাৎ আগের অর্ডার অনুযায়ী ৬ মে থেকে ২ জুন পর্যন্ত স্কুল ছুটি ছিলো। তবে এবার তা এগিয়ে এনে আগামী ২২ এপ্রিল থেকেই গরমের ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শিক্ষামন্ত্রী জানান, আগামী ২২ এপ্রিল থেকে গরমের ছুটি (Summer Vacation) পড়ে যাবে। গত মঙ্গলবার রাজ্যে গরমের ছুটি নিয়ে বৈঠক হয়েছে। সব কিছুই নজরে রাখা হচ্ছে। আর এরপরই প্রশ্ন উঠছে যে এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের কোনও নির্দেশিকা প্রকাশিত হয়নি। তিবে আশা করা যাচ্ছে চলতি সপ্তাহের ভেতরেই নির্দেশিকা প্রকাশিত হবে।
আরও পড়ুন, মাধ্যমিক পাশ করলেই 10 হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে এই টাকা পাবেন?
যদিও এবারের গরমের ছুটিতে স্কুলের পড়ুয়ারা সামার প্রজেক্ট (Summer Project) করবে। তার জন্য একাধিক কর্মসূচী ও ঠিক করা হয়ছে।এদিকে স্কুলে স্কুলে চলছে প্রথম পার্বিক মূল্যায়ন তথা সাময়িক পরীক্ষা। এর পরই আগামী সপ্তাহ থেকেই ছুটি পড়ছে।
অর্থাৎ আগামী ১৮ তারিখে অনেক স্কুলে শেষ ক্লাস হবে, যেখানে নির্বাচন রয়েছে। আর ১৯ বা ২০ তারিখ থেকে রাজ্যের সব স্কুল ছুটি পড়বে। এবং সমস্ত প্রাইভেট স্কুল ও যাতে ছুটি (Summer Vacation) দেওয়া হয়, সেই ব্যাপারে অনুরোধ জানানো হবে।