শিক্ষা

Free Smartphone Scheme – উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাবের টাকা ফেরত দিতে হবে? WBCHSE সংসদের নির্দেশিকা দেখুন।

পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বিনামূল্যে ট্যাব (Free Smartphone Scheme) কেনার টাকা পেয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (HS Exam) বসছে না অনেক পড়ুয়া এমন কথা শোনা যাচ্ছে। তাই কত ছেলে মেয়ে এমন করছে তার জন্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government Of West Bengal) কি সিদ্ধান্ত নিল সরকার জেনে নিন। করোনার সময় কাল থেকে এই প্রকল্প চলে আসছে। সে সময় সব স্কুল কলেজ বন্ধ থাকার ফলে অনলাইনে সব পড়াশোনা হচ্ছিল।

Free Smartphone Scheme In West Bengal.

যার ফলে ট্যাব বা ফোন থাকা খুব জরুরী হয়ে পরে। সেই দিক ভেবেই সে সময় মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন (Taruner Swapna Scheme) বলে একটি প্রকল্প চালু করে। এই প্রকল্পের মধ্য দিয়ে সরকার পড়ুয়াদের হাতে ফোন কেনার জন্য টাকা তুলে দেয়। 2020 সালে অক্টোবর মাসে এই প্রকল্প চালু করে রাজ্য সরকার। সেই সময় রাজ্যের গরিব ছেলে মেয়েরা যাতে ফোন কিনে পড়াশোনা চলিয়ে যেতে পারে তার জন্যে এই প্রকল্প (Free Smartphone Scheme) এনেছে সরকার।

তবে কোভিড কাল কেটে গেলেও এখনও পর্যন্ত এই প্রকল্প চালু রেখেছে সরকার। কিন্তু শেষ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে পড়ুয়ারা টাকা নিলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন না। তাদের স্কুল ছুট হিসাবেই গণ্য করছে শিক্ষা দফতর (WB Education Department). এমন সব পড়ুয়াদের (School Student) তালিকা বানানোর নির্দেশ দিল সরকার সব স্কুল গুলোতে। জানা গিয়েছে সরকারের তরফ থেকে একটি ফর্ম পাঠান হয়েছে স্কুল গুলোতে।

সেই ফর্ম এই লিখে শিক্ষা দফতরকে জনাতে হবে কত জন পড়ুয়া ফোনের (Free Smartphone Scheme) টাকা পেয়েও পরীক্ষায় বসেনি। শাসক দলের অনুমদিত শিক্ষক সংগঠন এই উদ্দ্যোগকে ভালো নজরে দেখছেন। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি বিজন সরকার সংবাদ মাধ্যমকে বলেন, ”তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme) একটি বিশেষ সময়ের মধ্যে দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আচমকা তা বন্ধ করে দেওয়া একেবারেই যুক্তি যুক্ত নয় (Free Smartphone Scheme).

কোভিডের (Covid – 19) পরবর্তী সময়ে দেশ বা সারা বিশ্বের পড়াশোনা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়েছে। কোনও গরিব এবং প্রান্তিক পরিবারের ছেলে মেয়ে, যাদের মোবাইল বা ট্যাব কেনার (Free Smartphone Scheme) পয়সা নেই, তারা সরকারি অর্থে মোবাইল বা ট্যাব কিনে বড় পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। প্রযুক্তিই তাকে সেই জায়গা করে দেবে। বিষয়টিকে এই ভাবে দেখলেই ছাত্র ছাত্রীদের জন্য প্রকল্পটি যুক্তিযুক্ত মনে হবে (Free Smartphone Scheme).

Madhyamik Exam Center (মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র)

অপর দিকে বামফ্রন্ট শিক্ষক সংগঠন মনে করছে কোভিড এর সময় কালে চালু হওয়া এই প্রকল্প বন্ধ করে দেওয়া উচিৎ সরকারের। বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেট স্বপন মন্ডল মনে করেন, “করোনা সংক্রমণের সময় স্কুলে স্কুলে পড়াশোনা ব্যাহত হচ্ছিল। সেই সময় ছাত্র ছাত্রীদের জন্য মোবাইল অপরিহার্য হয়ে পড়েছিল। তাই সেই সময় ট্যাব বা মোবাইল কেনার টাকা (Free Smartphone Scheme) দেওয়ার সরকারি সিদ্ধান্ত সঠিক ছিল।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় নতুন সিলেবাস। শিক্ষার্থীদের কতটা সুবিধা হবে?

কারণ, অনলাইনে পড়াশোনা করতে গেলে ট্যাব বা মোবাইল আবশ্যিক হয়ে পড়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। আবার সব কিছুই অফলাইনে করা যাচ্ছে , তাই এই ভাবে স্কুলের কাছে হিসেব না চেয়ে বরং ছাত্র ছাত্রীদের অর্থ দেওয়া বন্ধ হোক। এই (Taruner Swapna Free Smartphone Scheme) বন্ধ করার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি এখনো শিক্ষা দফতর। তাদের এক আধিকারিক জানান, তালিকা তৈরি করে পরিস্থিতি বুঝে নিতে চাইছে সরকার তারপর পদক্ষেপ নেওয়া হবে।
Written by Ananya Chakraborty.

মাধ্যমিক নিয়ে বড় আপডেট! এ বছর 200 টি পরীক্ষা কেন্দ্র বাতিল করলো পর্ষদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *