প্রকল্প

Yuvasree New List – যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2024. নাম থাকলেই টাকা পাবেন

পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্প খুবই একটা জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম। আর এবারে এই Yuvasree New List বা যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে। বেকার ছেলে মেয়েদের চাকরি হওয়া না পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) 2500 টাকা করে ভাতা দেয়। এই যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট (Yuvasree Prakalpa New List) প্রকাশিত হল। এই লিস্টে আপনার নাম থাকলেই আপনিও পেয়ে যাবেন 2500 টাকা অনুদান।

Yuvasree New List 2024 in West Bengal.

২০১৩ সালের অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) এই প্রকল্পের সূচনা করেন। আর এখনো এই Yuvashree Scheme এর মাধ্যমে রাজ্যের কয়েক লাখ মানুষ এই সুবিধা পাচ্ছেন। আর ২০২৪ সালে Yuvasree New List বা যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট সম্পর্কে আপনারা জানতে চাইছেন তাদের জন্য এক দারুণ সুখবর। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট ২০২৪

আপনি চাইলে ঘরে বসেই দেখে নিতে পারবেন এই লিস্টে (Yuvasree New List 2024) আপনার নাম আছে কিনা। আর যাদের এই প্রকল্পের লিস্টে নাম থাকবে তারাই শুধু সরকারের তরফে দেওয়া ভাতার টাকা পাবেন। তাহলে আপনারা কিভাবে এই লিস্ট দেখবেন? আর যারা আবেদন করেননি আবেদন করতে চাইছেন তারা কিভাবে আবেদন করবেন? এই বিষয়ে আজ আপনাদের বলব।

How to Check Yuvasree New List 2024 Online

  • প্রথমে Yuvashree Prakalpa অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপরে সেখানে আপনার জব সিকারের আইডি দিয়ে লগইন করতে হবে।
  • এবারে সিকিউরিটি কোড লিখে সাবমিট করতে হবে।
  • Submit করার সাথে সাথে নামের তালিকা (Yuvasree New List) আপনার সামনে চলে আসবে। সেই তালিকায় আপনার নাম থাকলে আপনি দেখতে পাবেন।

What will You Do For Yuvasree New List

1)11 ই জুন থেকে 7 ই জুলাই এর মধ্যে Annexure – I ফর্মটি Employment Bank অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে।
2) আপনার যুবশ্রী আইডি (Yuvasree ID) ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করে ফর্ম পূরণ করতে হবে।
3) শেষে Annexure – I ফর্ম এর প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবেন।

4) এরপরে Annexure – I ফর্ম এবং ব্যাংকের পাস বই প্রিন্ট আউট নিয়ে Employment Exchange Office এ গিয়ে জমা দিতে হবে।
5) সব ঠিক থাকলে আপনার নাম যুবশ্রীর ফাইনাল লিস্টে যাবে আর তার পর থেকে আপনি প্রতি মাসে 2500 টাকা করে অনুদান পেতে শুরু করবেন।

Yuvasree Scheme Online Apply

1) প্রথমে আপনাকে Employment Exchange এর ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
2) আপনি যদি পোর্টালে নতুন হন তাহলে আপনাকে সাইন ইন বা নিবন্ধন করতে হবে।
3) সাইন ইন করার পর পোর্টালে লগইন করতে পারবেন।
4) অবশেষে আপনি যুবশ্রী পোর্টালে (Yuvasree New List) আপনার আবেদন সম্পর্কে তথ্য পেতে পারেন।

Earn Money Online (অনলাইনে টাকা রোজগার)

যুবশ্রী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে?

এই প্রকল্পে (Yuvasree Scheme 2024) আবেদন করার জন্যে আবেদনকারীর ঠিকানার প্রমান পত্র লাগবে, পরিচয় প্রমান হিসাবে প্যান কার্ড, আধার কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কসিটের কপি, কলেজে পাস করার থাকলে তার সার্টিফিকেট, অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ব্যাংক একাউন্ট। আরও কিছু সম্পর্কে জেনে নেওয়া যাক।

বন্ধ হবে ফ্রি রেশন! 30 তারিখের মধ্যে Ration Card গ্রাহকদের এই কাজ করার নির্দেশ

যুবশ্রী প্রকল্প কাদের জন্য?

আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো আর্থিক সহায়তা বা ঋণ নিলে হবে না। আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি ডিগ্রি থাকতে হবে। নিজের কাছে কোনো নতুন ব্যবসায়িক ধারনা বা স্টার্ট আপ পরকল্পনা থাকা উচিৎ (Yuvasree New List). এই সব শর্ত পূরণ করলে তবেই আবেদন করতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *