WB Govt Scheme – 5 লক্ষ টাকা দেবে রাজ্য সরকার, 10 তারিখের মধ্যে সবাই আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি দেখুন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি প্রকল্পে (WB Govt Scheme) এক বিশেষ সুবিধা যোগ করা হল বা আপনারা বলতে পারেন রাজ্যের নাগরিকদের স্বাবলম্বী করে তোলার জন্য এক অনবদ্য পদক্ষেপ নেওয়া হল সরকারের তরফে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের বা সকল কর্মপ্রার্থীদের জন্যে বড় পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন চাকরির বাজার খুব খারাপ ফলে বেকার যুবক যুবতীদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্চে। তাই এখন অনেক বেকার যুবতি ব্যবসার দিকে ঝুকে যাচ্চে।
WB Govt Scheme WBBCCS Apply Process Online.
আর বিশেষ কয়েক ধরণের কাজের জন্য রাজ্যের প্রায় সকল নাগরিক এই WB Govt Scheme এ আবেদন করতে পারবেন। যুবক যুবতীদের সাহায্য করার জন্যে পশ্চিমবঙ্গ সরকার 5 লক্ষ টাকা করে দেবে। কত জনকে এই টাকা দেওয়া হবে? আর আবেদন কবে থেকে হবে? দেখে নিন। পশ্চিমবঙ্গ সরকারে তরফ থেকে একটি বিজ্ঞাপনে জানান হয়েছে যে, 2 লাখ জন বেকার যুবক যুবতীদের 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। আর টাকা পাওয়ার জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে না। শুধু 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে।
কী এই প্রকল্প? এই WB Govt Scheme এর নাম হলো ভবিষৎ ক্রেডিট কার্ড প্রকল্প (Bhabishyat Credit Card Scheme) এই প্রকল্প 1লা এপ্রিল থেকে চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে বেকার যুবক যুবতি থেকে শুরু করে বয়স্ক এবং মহিলারাও আবেদন করতে পারবেন। এই WB Govt Scheme আবেদন করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। এক, আপনাকে 10 বছর পশ্চিমবঙ্গে থাকতে হবে। আর দুই, 18 থেকে 55 বছর পর্যন্ত বয়স হতে হবে । তাহলেই আবেদন করতে পারবেন।
নবান্ন সুত্রে জানান হয়েছে যে, এই বিশেষ কার্ড (WB Govt Scheme) এর মাধ্যমে আপনি ব্যবসার জন্যে সরকারের কাছ থেকে 5 লক্ষ টাকা ঋণ নিতে পারবেন। যদি কেউ নতুন ব্যবসা খুলতে চায় বা অন্য কোনও নতুন ব্যবসা শুরু করতে চায় তাহলে তাহলে তাকে 25 হাজার টাকা ভর্তুকি সহ 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এটির 10% গ্যারেন্টার হবে রাজ্য আর বাকি 85 % গ্যারেন্টার হবে Trust Fund for MSEs (CGTMSE)।
WB Govt Scheme বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আবেদন পদ্ধতি এই প্রকল্পে আবেদন করার জন্যে এসডিও অফিস, বিডিও অফিস বা জেলার শিল্পকেন্দ্রে যোগাযোগ করা যাবে। সেখানে গিয়ে অফলাইন আবেদন করতে পারবেন। তবে এটি পরিবারের একজনই আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে www.bccs.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
প্রথমে আপনাকে www.bccs.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোম পেজে Apply অপশণ আছে সেখানে গিয়ে ক্লিক করতে হবে। একটি ব্যবহারকারী নিবন্ধন ইনপুট ফর্ম প্রদর্শিত হবে। সেখানে “Click Here To Register” এ ক্লিক করুন। সেখানে আপনাকে নাম, ইমেল আইডি, মোবাইল নম্বরের মতো নানা তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে নিজের নাম।
Ration Card – বদলে গেল রেশন তোলার নিয়ম। এই নিয়ম না মানলে রেশন পাবেন না।
তারপরে ফর্ম পূরণ করার জন্য নিজের নাম, পিতা বা মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং প্রকল্প (WB Govt Scheme) অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বিভাগ, প্রকল্পের নাম, প্রকল্পের খরচ, Co Oparetive ব্যাংকের নাম ও ঠিকানা দিতে হবে। তাহলেই আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পেও এই আবেদন করতে পারবেন।
Written by Ananya Chakraborty.
Gold Rate – সোনার দামে বিরাট পতন। আপনার শহরে রূপো ও সোনার দাম কত জেনে নিন।