টেট

পশ্চিমবঙ্গে Primary TET নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ, মাত্র 4 সপ্তাহ সময় দেওয়া হল!

ফের একবারের জন্য প্রাথমিক টেট বা Primary TET শিক্ষক নিয়োগ নিয়ে চিন্তার ভাঁজ পড়ল শিক্ষকদের কপালে। সম্প্রতি কিছুদিন আগেই হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি বাতিল হয়েছে 2016 সালে SSC (School Service Commission) পরীক্ষায় পাস করা চাকরিরত প্রায় 26 হাজার শিক্ষকের। এবার প্রাথমিক টেটের আরও 32 হাজার শিক্ষকদের নাম বাতিল হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কিন্তু কেন? সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

Primary TET Scam Case Latest Update From Calcutta High Court.

বিগত এপ্রিল মাসেই 2016 সালের SSC পরীক্ষায় পাস করে চাকরিরত যোগ্য ও অযোগ্য মিলিয়ে প্রায় 26 হাজার শিক্ষকদের চাকরি বাতিল এর নির্দেশ দিয়েছেন। তবে এই নির্দেশের বিরোধিতা করে SSC ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করেছে। এখন এই মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) বিচারাধীন। গত মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে 2016 সালের গোটা প্যানেল বাতিল ও সুদ সমেত বেতন ফেরত দেওয়ার যেই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে জুন মাস পর্যন্ত (Primary TET).

তবে নিউমেরিক পোস্ট গঠনের ক্ষেত্রে যে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই রায়ের উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে এরই মাঝে 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষায় (Primary TET Exam) পাস করে চাকরিরত 32 হাজার শিক্ষকদের চাকরি নিয়েও টানাটানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে প্রাথমিক নিয়োগেও নাকি ব্যাপক দুর্নীতি হয়েছে। বিপুল টাকার বিনিময়ে বিক্রি হয়েছে চাকরি।

SSC এর মত 2014 সালের প্রাথমিক নিয়োগেও (Primary TET Recruitment) ব্যাপক দুর্নীতি হয়েছে বলে আদালতে জানিয়েছে CBI. প্রাইমারিতে নিয়োগ নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে রিপোর্ট পেশ করেছে CBI. পেশ করা রিপোর্টে বলা হয়েছে SSC এর মত প্রাইমারি তেও টাকার বিনিময়ে দেদারে চাকরি বিক্রি হয়েছে। টাকার বিনিময়ে চলেছে দুর্নীতি।

সম্প্রতি এই নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করে CBI জানিয়েছে প্রাইমারিতে Teacher’s Traning কলেজ এর আড়ালে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে যোগ্যদের চাকরি। মূলত D.EL.ED কলেজ গুলোর উপরে নির্ভর করেই চলত এই চাকরি বিক্রির কাজ। বিচারপতি মান্থার এজলাসে রিপোর্ট পেশ করে প্রাইমারি দুর্নীতির (Primary TET Scam) চক্র আরো খোলস করে বলেন CBI.

CBI এর দাবি এই প্রাইমারি দুর্নীতির চক্রের মুল পান্ডা ছিল অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন (ABTTAA) এর প্রাক্তন প্রেসিডেন্ট নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। বহু কলেজের মালিকানা ছিল তার। CBI এর দাবি বিপুল টাকার বিনিময়ে Primary TET ফেল দের চাকরি বিক্রি করেছেন এই তাপস মন্ডল। এই সব চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোট 4 কোটি 12 লক্ষ 45 হাজার টাকা এজেন্ট মারফত নিয়েছে তাপস মন্ডল। এমন বিস্ফোরক দাবি CBI এর।

CBI আরো দাবি করেছে, Primary TET দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সাথে হাত মিলিয়ে প্রাইমারিতে চাকরি বিক্রি করেছে তাপস মন্ডল। চাকরি বিক্রির ক্ষেত্রে তাপস ও কুন্তলের যোগ সূত্র পাওয়া গিয়েছে। CBI জানিয়েছে পরীক্ষা হওয়ার আগেই চাকরি বিক্রি করা হয়েছিল। যারা টাকা দিয়েছিল তাদের সাদা খাতা জমা দিতে বলা হয়েছিল। তারা সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়েছে।

Leave Rules (ছুটির নিয়ম)

এই দিন রিপোর্ট পেশ করে CBI জানায় 2014 সালের Primary TET এর ভিত্তিতে যে 32 হাজার নিয়োগ হয়েছিল সেখানে বেশিরভাগই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। সিবিআই এর পেশ করা রিপোর্ট এর ভিত্তিতে বিচারপতি মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) কে প্রশ্ন করেছেন পর্ষদের পক্ষে কি যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব?যদি সম্ভব না হয় তাহলে SSC এর মত 2014 সালের প্রাইমারি টেট (Primary TET 2014) গোটা প্যানেলটা বাতিল করে দিতে পারে হাইকোর্ট।

আজ সোনার দাম বাড়লো না কমলো? কবে কিনলে লাভ? হিসাব কি বলছে?

গত শুনানিতে এই বিষয়ে জবাব চেয়েছে হাইকোর্ট। পর্ষদকে আগামী 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে হাইকোর্টে। এবারে এই ৪ সপ্তাহ পরে কি হতে চলেছে সেই নিয়ে চিন্তায় রয়েছেন হাজার হাজার শিক্ষকেরা, কারণ Primary TET পরীক্ষার ওপরে ভিত্তি করে সকলে চাকরি পেয়েছে, এবারে যদি এই পরীক্ষারই কোন যোগ্যতা না থাকে তাহলে এই সকল শিক্ষকদের কি হবে?
Written by Ananya Chakraborty.

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে কবে ঢুকবে? মা বোনেরা এক ক্লিকে জেনে নিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *