শিক্ষা

ছোট্ট একটি ভুলে আটকে যাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, মাধ্যমিক পরীক্ষার্থীদের সতর্ক করলো WBBSE মধ্য শিক্ষা পর্ষদ।

হাতে মাত্র কয়েকদিন। এরপরই শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার আগে কেমন প্রশ্ন হবে? কিভাবে উত্তর লিখতে হবে? সেই নিয়ে চিন্তা থাকে প্রায় সকল পরীক্ষার্থীর। তার সঙ্গে তাল মিলিয়ে চলে পড়াশোনাও। কিন্তু পরীক্ষায় সব উত্তর সঠিক লিখলেও বা মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেলেও মাধ্যমিক পরীক্ষার্থীর রেজাল্ট আটকে যাবে। মাত্র ছোট্ট একটি ভুলে এই ঘটনা ঘটবে। তাই পরীক্ষা দেওয়ার আগেই ভালোভাবে জেনে নিন সম্পূর্ণ বিবরণ।

২৩ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন হবে প্রথম ভাষার পরীক্ষা। তবেই আগামী ২৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা থাকলেও সেই পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। বিশেষত নির্বাচনের কারণেই এই পরিবর্তন। সেই বিষয়ের পরীক্ষা হবে ১ মার্চ। এছাড়া অন্যান্য পরীক্ষার দিন একই থাকবে, সেই নিয়ে ইতিমধ্যেই পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হবে আগামী ৪ মার্চ, ২০২৩.

কিন্তু মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কোন ভুলটি করা যাবে না?

মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ তুলে বা টুকলি করতে বাধা পেলে টিউব লাইট, সিলিং ফ্যান, স্কুলের দরজা-জানালা, বেঞ্চ ভাঙচুর চালানো যাবে না। বিশেষ করে এই ঘটনা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো বেশ কয়েকটি জেলাতে এমন ঘটনা ঘটে চললেও এখনও তা পুরোপুরিভাবে বন্ধ করা সম্ভব হয়নি। তাই এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঘটনা আবারও ঘটলে অর্থাৎ পরীক্ষার্থীরা ভাঙচুর করলে যতই ভালো নম্বর পেয়ে থাকুক, রেজাল্ট আটকে দেওয়া হবে।

বিদ্যুৎ বিলের খরচ অর্ধেক কমে গেল, শুধু করতে হবে এই সহজ কাজ।

তাছাড়া ভাঙচুর হলে পরীক্ষাকেন্দ্রের ক্ষতিপূরণ পর্ষদকেই বহন করতে হয়, কিন্তু নয়া নির্দেশে পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর চালালে সেই দায় নির্দিষ্ট স্কুলের ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সেই স্কুলকেই বহন করতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে। আর পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে সেই ক্ষতিপূরণ জমা দিতে হবে। তা না হলে পরীক্ষাকেন্দ্রের তরফে নো অবজেকশন সার্টিফিকেট বা ক্লিয়ারেন্স দেওয়া হবে না।

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন পেতে ক্লিক করুন।

এছাড়া পরীক্ষাকেন্দ্রে GI ট্যাগিং করে স্যাটেলাইটের সাহায্যে পরীক্ষার প্রথম দিনের ছবি এবং পরীক্ষা শেষের পরের ছবি তোলা হবে। দেখা হবে পরীক্ষাকেন্দ্রে কোনো ভাঙচুর বা গণ্ডগোল হচ্ছে কিনা। ভেনু সুপারভাইজারদের কড়া নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *