HS Semester Result: উচ্চমাধ্যমিক সেমেস্টার পরীক্ষার রেজাল্ট। এবারে মার্কশিট দেবে সংসদ
উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) পড়ুয়াদের কাছে কঠিন পরীক্ষা গুলোর মধ্যে অন্যতম। এবারে সেমেস্টার (HS Semester Result) পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া শুরু হয়েছে প্রথমবারের জন্য। এত বছর উচ্চমাধ্যমিকে একবারই ফাইনাল পরীক্ষা হতো। ২০২৫ সাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা একবার না হয় সেটা সেমিস্টার পদ্ধতিতে চার ভাগে হচ্ছে (West Bengal Council for Higher Secondary Education).
Class 11 HS Semester Result 2024
যার ফলে পরীক্ষা থেকে শুরু করে রেজাল্ট সব কিছুতেই নতুন নিয়ম চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।সেমিস্টার (HS Semester Result) পদ্ধতিতে রেজাল্ট কিভাবে পাবে ছাত্র ছাত্রীরা সে বিষয়ে নতুন নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সকল পড়ুয়ারা যারা এই পরীক্ষা দিয়েছেন তাদের অবশ্যই এই সম্পর্কে জেনে নেওয়া উচিত শীঘ্রই।
উচ্চমাধ্যমিক সেমেস্টার রেজাল্ট ও মার্কশিট
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, একাদশ শ্রেণির ক্ষেত্রে দুটি সেমিস্টারের রেজাল্ট বছরে দু’বার দেওয়া যাবে না, রেজাক্ট একেবারেই আপলোড করতে হবে এবং তার সমস্ত তথ্য জমা দিতে হবে। যেহেতু অনেকবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে তাই প্রত্যেকবার আলাদা আলাদা রেজাল্ট তৈরি করলে সময় লাগবে এবং ভুল ত্রুটি অনেকটাই হতে পারে তাই একবারে রেজাল্ট (HS Semester Result) তৈরি করবে সময় অনেকটাই কম লাগবে এবং ভুল ত্রুটি অনেক কম হবে।
উচ্চমাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে রেজাল্টের (HS Semester Result) ক্ষেত্রে যদিও স্কুল শিক্ষক শিক্ষিকেরা রেজাল্ট হাতে দেখালেও সেটাকে অনলাইন পোর্টালেও দিয়ে দিতে হবে যাতে ছাত্র ছাত্রীরা খুব সহজে অনলাইন থেকে রেজাল্ট দেখে নিতে পারে। রেজাল্টের সমস্ত তথ্য উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে জমা দিতে হবে যাতে তারা সেই রেজাল্ট অনলাইনে ডিজিটাল ভাবে রাখতে পারেন।
অকৃতকার্য পড়ুয়াদের জন্য নির্দেশিকা
সংসদ আরও জানিয়েছে, একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারে (HS Semester Result) কোনো ছাত্র বা ছাত্রী অকৃতকার্য হলে বা পরীক্ষায় বসতে না পারলে, সেই ছাত্র ছাত্রীর তথ্য সংশ্লিষ্ট স্কুল থেকে সংসদে পাঠাতে হবে। সেই ছাত্র ছাত্রী দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফলও সংসদে জমা করতে হবে।
প্রথম সেমিস্টারের রেজাল্ট কি প্রকাশ হবে?
স্কুল চাইলে প্রথম সেমিস্টারের নম্বর ছাত্র ছাত্রীদের মৌখিক ভাবে জানাতে পারবে। তবে সেই নম্বর সংসদে জমা দেওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয় সেমিস্টারের পর, এক সঙ্গে দুটি সেমিস্টারের নম্বর সংসদে জমা করতে হবে এবং রেজাল্ট প্রকাশিত হবে স্কুল কর্তৃপক্ষদের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আরও জানানো হয়েছে যে, স্কুলের প্রতিনিধি যদি কোন ব্যাপারে বুঝতে সমস্যা হয় তাহলে তাঁরা সোমবার থেকে শুক্রবার অফিস সময়ে যেকোনো সভাপতি বা সচিবের সাথে যোগাযোগ করতে পারবেন।
Written by Shampa debnath