শিক্ষা

HS Exam 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিয়ম নিয়ে নতুন আপডেট সংসদের

উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2025) স্কুল জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষার সাথে জড়িয়ে থাকে একজন ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে একজন ছাত্র বা ছাত্রী কোন বিষয় নিয়ে উচ্চ শিক্ষা করবে, এর জন্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam) নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council for Higher Secondary Education) অনেকটাই কঠোর নিয়ম চালু করে থাকে।

West Bengal HS Exam 2025

2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (HS Exam 2025) কোন কোন নিয়ম নতুন করে চালু করা হচ্ছে সেটা একবার জেনে নেওয়া যাক। প্রায়শই দেখা যায়, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা, পরীক্ষা হলে টুকলি করার মতন ঘটনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে সুন্দর ও স্বচ্ছ হবে সম্পন্ন হতে পারে তার জন্যই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন কিছু পদ্ধতি প্রয়োগ করতে চলেছেন

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষা

এই পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে স্বচ্ছতার সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংঘটিত হতে পারবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (HS Exam 2025) মেটাল ডিটেক্টর এবং আরএফডি পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। RFD অর্থাৎ রেডিও ফ্রিকুয়েন্সি ডিটেক্টর, এই ডিটেক্টরটি মানুষের শরীরে কোন ধাতব পদার্থ বা বৈদুতিক ডিভাইস রয়েছে কিনা সেটা শনাক্ত করে।

HS পরীক্ষায় নতুন নিয়ম

পরীক্ষা হলে কোন ছাত্র ছাত্রীর কাছে যদি কোন ধাতব পদার্থ বা বৈদ্যুতিক ডিভাইস থেকে থাকে, তাহলে এই আরএফডি পদ্ধতি প্রয়োগ করে সেটাকে শনাক্ত করা যাবে। এর আগে আরএফডি পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল জয়েন এন্ট্রান্স পরীক্ষার মতন বড়ো পরীক্ষায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (HS Exam 2025) এই প্রথমবার ২০২৫ সালের শিক্ষাবর্ষে এই নতুন পদ্ধতি প্রয়োগ করার উদ্যোগ নিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

মেটাল ডিটেক্টর গত বছর থেকে প্রয়োগ করা হচ্ছে এই বছরও সেই পদ্ধতি থাকছে। মেটাল ডিটেক্টর একজন মানুষের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইস বা ধাতব পদার্থ শনাক্ত করতে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। সেই সাথে হল গুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2025) যাতে সম্পন্ন হতে পারে, সেই সাথে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Vishwakarma Yojana (প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা)

প্রায় আড়াই হাজার পরীক্ষা (HS Exam 2025) কেন্দ্রে এই পদ্ধতি গুলো প্রয়োগ করা হবে। পরীক্ষা হলে যে সুপারভাইজার থাকবে তাদের কাছে এই যন্ত্র গুলো দেওয়া হবে, তারাই ছাত্র ছাত্রীদের পরীক্ষা হলে ঢোকার আগে এই যন্ত্র দিয়ে চেকিং করে নেবেন। এছাড়া প্রশ্ন পত্র গুলোতেই কিউ আর কোড বসানো থাকবে যেটা প্রশ্ন পত্র ফাঁস হওয়া থেকে অনেকটাই ঝুঁকি কমাবে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম বাতিল করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের বড় আপডেট

৩১ জানুয়ারির মধ্যেই যে সমস্ত পরীক্ষা কেন্দ্র গুলো রয়েছে, বিশেষ করে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র গুলো কোন গুলো, সেই ব্যাপারে জেলার স্কুল গুলোর থেকে রিপোর্ট চেয়ে নিয়েছে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই উদ্যোগ শিক্ষা মহলের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষা মহলের অনেক জনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
Written by Shampa debnath

Related Articles