শিক্ষা

HS Exam – পড়ুয়াদের পাস ফেল নিয়ে আর চিন্তা রইল না! সংসদের সিদ্ধান্তে খুশি সকলে

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে সুখবর। এবার থেকে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (HS Exam) পাস ফেল নিয়ে চিন্তা করতে হবে না। পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE). এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক পরিবর্তন আনা হয়েছে। গত মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (HS Result) পেয়েছে। আর ইতিমধ্যেই নতুন ক্লাসও শুরু হয়ে গিয়েছে।

WBCHSE HS Exam 2025 Latest Update.

এই চলতি শিক্ষাবর্ষে 11 বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাসে (HS Syllabus) পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা পদ্ধতি থেকে সিলেবাস পরিবর্তন হয়েছে অনেক কিছু। আবার 2025 সাল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের সেমিস্টার (HS Semester) পদ্ধতিতে HS Exam নেওয়া হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫

এত দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 5 টি বিষয়ে প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে ফল প্রকাশ করা হত। তার মধ্যে থাকত ঐচ্ছিক বিষয়। আর তাই মোট সংখ্যা মিলিয়ে বিষয় দাঁড়াতো 6 টি। উচ্চ মাধ্যমিকে (HS Exam) প্রতিটি বিভাগে বাংলা ও ইংরেজিতে পাস করা বাধ্যতামূলক। কারন এই দুটি মূল বিষয়। এই দুটিতে ফেল করলে ফেল। তাই এই দুটি বিষয়ে পাস করা বাধ্যতামূলক।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে বদল!

আর বাকি 3 টি বিষয়ের মধ্যে একটি বিষয়ে ফেল করলে ঐচ্ছিক বিষয়ে যদি উত্তীর্ণ হয় তাহলে ঐচ্ছিক বিষয় মূল বিষয় হয়ে যেত। ঐচ্ছিক বিষয়ে প্রাপ্ত নম্বর উপরে ভিত্তি করে পাস হয়ে যেতেন পরীক্ষার্থীরা। HS Exam উত্তীর্ণ হয়ে গেলেও ওই নির্দিষ্ট বিষয়ে ফেল করার কারনে সেই বিষয় নিয়ে পড়ার সুযোগ আর থাকত না। আর এবার এই বিষয় পরিবর্তন হতে চলেছে। পরীক্ষার্থীদের এবার এই ফেল হওয়া পরীক্ষায় বসার সুযোগ থাকছে আবার।

PNB (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক)

HS পরীক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council for Higher Secondary Education) জানিয়েছে, যদি কোনো পরীক্ষার্থী ঐচ্ছিক বিষয়ের (Additional Subject) উপরে নির্ভর করে পাস করতে না চান তাহলে পরের বছর সে ওই ফেল হওয়া বিষয়ের উপরে পরীক্ষা দিতে পারবে। এই নিয়মের ফলে সুবিধা হবে পড়ুয়াদের। ফেল করার টেনশন আর থাকবে না।

পিএম বিশ্বকর্মা যোজনায় 15000 টাকা দিচ্ছে। পশ্চিমবঙ্গে কিভাবে আবেদন করবেন?

আর এই সকল নিয়ম আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ বা HS Exam 2025 থেকে শুরু হতে চলেছে। এই নিয়মের ফলে সকল পড়ুয়াদের খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। পড়ুয়াদের এই সম্পর্কে আরও কিছু জানার থাকলে তারা নিজেদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *